ICC World Cup: স্কোয়াডে পাঁচ চোট! একাদশ গড়বেন কিভাবে? চিন্তায় কিউয়ি অধিনায়ক

ICC world cup 2023, Tom Latham: দক্ষিণ আফ্রিকা ম্যাচেও নতুন করে চোট আশঙ্কা তৈরি হয়েছে। ফিল্ডিংয়ে চোট পেসার ম্যাট হেনরি। হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে তাঁর। কাল স্ক্যান হবে। রিপোর্টে গুরুতর কিছু হলে, চাপ বাড়বে কিউয়ি শিবিরে। মাত্র ৬ ওভার বল করেই মাঠ ছাড়েন হেনরি। এরপর আর নামেননি। পেস বোলিং অলরাউন্ডার জিমি নিশামও বোলিংয়ের সময় কবজিতে চোট পান। সে কারণেই ব্যাটিং অর্ডারে তাঁরে নয় নম্বরে নামানো হয়।

ICC World Cup: স্কোয়াডে পাঁচ চোট! একাদশ গড়বেন কিভাবে? চিন্তায় কিউয়ি অধিনায়ক
Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Nov 02, 2023 | 2:33 AM

পুনে: কোনও অজুহাত নয়, সরল স্বীকারোক্তি। নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথাম বাস্তবটাই তুলে ধরলেন। দক্ষিণ আফ্রিকা ম্যাচেও নতুন করে চোট আতঙ্ক। নিয়মিত অধিনায়কের শুরু থেকেই চোট ছিল। তাঁর অভিজ্ঞতা এবং দক্ষতার কারণে স্কোয়াডে রাখা হয়। সুস্থ হয়ে বাংলাদেশ ম্যাচে ফিরেছিলেন। প্রত্যাবর্তনেই অর্ধশতরানের অনবদ্য ইনিংস খেলেন। ইনিংসটা আরও বড় হতে পারত। যদিও বাংলাদেশ ফিল্ডার নাজমুল হাসান শান্তর একটি থ্রো নন স্ট্রাইকার প্রান্তে ব্যাটার উইলিয়ামসনের হাতে লাগে। আঙুলে গুরুতর চোটে ফের ছিটকে যান উইলিয়ামসন। প্রস্তুতি সারছেন, তবে কোন ম্যাচ থেকে পাওয়া যাবে নিশ্চিত নয়। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

দক্ষিণ আফ্রিকা ম্যাচেও নতুন করে চোট আশঙ্কা তৈরি হয়েছে। ফিল্ডিংয়ে চোট পেসার ম্যাট হেনরি। হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে তাঁর। কাল স্ক্যান হবে। রিপোর্টে গুরুতর কিছু হলে, চাপ বাড়বে কিউয়ি শিবিরে। মাত্র ৬ ওভার বল করেই মাঠ ছাড়েন হেনরি। এরপর আর নামেননি। পেস বোলিং অলরাউন্ডার জিমি নিশামও বোলিংয়ের সময় কবজিতে চোট পান। সে কারণেই ব্যাটিং অর্ডারে তাঁরে নয় নম্বরে নামানো হয়। স্ক্যানে ধরা পড়েছে, চোট গুরুতর নয়। ব্যাট হাতে অবশ্য ভরসা দিতে পারেননি জিমি।

চোট রয়েছে পেসার লকি ফার্গুসনের। যদি রিপোর্টে গুরুতর চোট নেই বলেই জানানো হয়েছে নিউজিল্যান্ড টিমের তরফে। তারা আশাবাদী বেঙ্গালুরুতে পাকিস্তান ম্যাচে পাওয়া যাবে ফার্গুসনকে। মিডল অর্ডার ব্যাটার মার্ক চাপম্যানের কাফ মাসল চোট রয়েছে। তেমনই অধিনায়ক কেন উইলিয়ামসনের আঙুলের চোট। একাদশ গড়া দায় হয়ে পড়লে, এই দু-জনের কাউকে ঝুঁকি নিয়েই নামানো হতে পারে। বেঙ্গালুরুতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ ভার্চুয়াল কোয়ার্টার ফাইনালও বলা যায়।

দক্ষিণ আফ্রিকার কাছে ১৯০ রানে বিশাল ব্যবধানে হারের পর নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম বলেন, ‘দলে প্রচুর চোট-আঘাত রয়েছে। আমরা পরিস্থিতি পর্যালোচনা করছি। রাতারাতি আমাদের টিম খারাপ হয়ে গিয়েছে, তা হতে পারে না।’