IND vs SL Preview: বিরাট-রোহিত ‘ব্যাক’, প্রথম ওডিআইতে ভারতের সম্ভাব্য একাদশ, সম্প্রচার; রইল বিস্তারিত
India vs Sri Lanka 1st ODI: বিরাট-রোহিতের সঙ্গে প্রথম দিনের প্র্যাক্টিসেই দীর্ঘ সময় কথা বলেন হেড কোচ গম্ভীর। ভারতীয় ক্রিকেটের পরবর্তী রূপরেখাই যে আলোচনা হয়েছে, এমনটা অনুমান করা যেতেই পারে। আজ প্রথম ওয়ান ডে-তে কী হতে পারে একাদশ, কখন ম্যাচ, কোথায় দেখা যাবে? রইল বিস্তারিত তথ্য।
ব্যাক টু ওয়ান ডে ফরম্যাট! ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপের পর এই ফরম্যাটে আর খেলেননি বিরাট কোহলি, রোহিত শর্মা। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে দেশের হয়ে এই ফরম্যাটকে বিদায় জানিয়েছেন। কোচ হওয়ার আগেই গৌতম গম্ভীর তাঁদের টি-টোয়েন্টি অবসর প্রসঙ্গে বলেছিলেন, তিনি আশাবাদী বিরাট-রোহিত বাকি দুই ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন। শ্রীলঙ্কা সফরে ওয়ান ডে-তে বিশ্রাম দেওয়ার কথা ছিল বিরাট, রোহিত, বুমরাকে। পেসার জসপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হলেও রোহিত, বিরাটকে এই সিরিজে খেলার জন্য বলেন কোচ গৌতম গম্ভীর। কোচের কথা ফেলেননি। ওয়ান ডে বিশ্বকাপের পর এই ফরম্যাটে ফিরছেন শ্রীলঙ্কা সিরিজ দিয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির জন্যই এই সিদ্ধান্ত গম্ভীরদের। বিরাট-রোহিতের সঙ্গে প্রথম দিনের প্র্যাক্টিসেই দীর্ঘ সময় কথা বলেন হেড কোচ গম্ভীর। ভারতীয় ক্রিকেটের পরবর্তী রূপরেখাই যে আলোচনা হয়েছে, এমনটা অনুমান করা যেতেই পারে। আজ প্রথম ওয়ান ডে-তে কী হতে পারে একাদশ, কখন ম্যাচ, কোথায় দেখা যাবে? রইল বিস্তারিত।
ভারতের একাদশ বাছাইয়ে দুটি প্রধান ভাবনা- কিপার ব্যাটার, অলরাউন্ডার। তবে সেটা সুস্থ মাথাব্যথা। ঋষভ পন্থের অনুপস্থিতিতে ওয়ান ডে-তে কিপিং করেছেন লোকেশ রাহুল। গত ওয়ান ডে বিশ্বকাপেও রাহুলই উইকেটের পিছনে ভরসা দিয়েছেন। ঋষভ পন্থ ফেরায় ধোঁয়াশা তৈরি হয়েছে, দু-জনের মধ্যে কাকে বেছে নেওয়া হবে। এগিয়ে ঋষভই। কারণ ভারতীয় ব্যাটিং লাইন আপে বাঁ হাতি ব্যাটারের সংখ্যা কম। টপ ফোরে ডানহাতি ব্যাটার। ঋষভ খেললে অক্ষর প্যাটেলের সঙ্গে আরও একজন বাঁ হাতি থাকছেন। তেমনই শ্রীলঙ্কার পিচে তিন পেসার নাকি দুই পেসার এবং পেস বোলিং অলরাউন্ডার শিবম দুবে! যদিও সম্ভাবনা বেশি তিন স্পেশালিস্ট পেসার, সঙ্গে স্পিন বোলিং অলরাউন্ডার রিয়াগ পরাগ। সেক্ষেত্রে আজ প্রথম ওয়ান ডে-তে জোড়া অভিষেক হতে পারে।
জিম্বাবোয়ে সফরে টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল রিয়ান পরাগের। শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা ধরে রাখার পাশাপাশি ওয়ান ডে স্কোয়াডেও প্রথম বার ডাক পেয়েছেন। তাঁর খেলার সম্ভাবনা প্রবল। টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার পিচে ভরসা দিয়েছেন। বিশেষ করে বলতে হয় প্রথম ম্যাচে তাঁর স্লগ ওভার বোলিং এবং শেষ ম্যাচে কঠিন পরিস্থিতিতে শুভমন গিলের সঙ্গে পার্টনারশিপ। সেই অঙ্ক থেকেই বলা যায়, ওয়ান ডে অভিষেক হতে চলেছে রিয়ানের। তরুণ পেসার হর্ষিত রানাও এই ম্যাচে অভিষেক করতে পারেন। সেই সম্ভাবনাও প্রবল।
T20I Series ✅
It’s now time for ODIs 😎🙌#TeamIndia | #SLvIND pic.twitter.com/FolAVEn3OG
— BCCI (@BCCI) August 1, 2024
প্রথম ওডিআইতে ভারতের একাদশ যেমন হতে পারে- রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ/লোকেশ রাহুল, রিয়ান পরাগ, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, হর্ষিত রানা, অর্শদীপ সিং ও মহম্মদ সিরাজ। স্কোয়াডে খলিল আহমেদ থাকলেও তাঁকে খেলানোর সম্ভাবনা ক্ষীণ। জিম্বাবোয়ে হোক বা শ্রীলঙ্কা, বল হাতে ভরসা দিতে ব্যর্থ। দশ ওভার বোলিং করার মতো তাঁর ফিটনেস রয়েছে কিনা, তা নিয়েও সন্দেহ। অর্শদীপ থাকায় দুই বাঁ হাতি পেসার খেলানোর সম্ভাবনা নেই বললেই চলে।
ভারত বনাম শ্রীলঙ্কা, প্রথম ওডিআই, দুপুর ২.৩০ থেকে, সোনি স্পোর্টসে সম্প্রচার, সোনি লিভ অ্যাপে স্ট্রিমিং