Indian Tour of England: ভারত-ইংল্যান্ড সাদা বলের স্কোয়াডে কী পরিবর্তন! জেনে নিন বিস্তারিত…

ওডিআই স্কোয়াডে প্রথমবার ডাক পেলেন তরুণ বাঁ হাতি পেসার অর্শদীপ সিং।

Indian Tour of England: ভারত-ইংল্যান্ড সাদা বলের স্কোয়াডে কী পরিবর্তন! জেনে নিন বিস্তারিত...
Image Credit source: BCCI
Follow Us:
| Edited By: | Updated on: Jul 01, 2022 | 6:30 AM

বার্মিংহাম: এজবাস্টন শেষে ইংল্যান্ডের মাটিতে তিন ম্যাচের টি ২০ এবং ওডিআই সিরিজ খেলবে। ভারত, ইংল্যান্ড দু-দলেই কিছু রদবদল হয়েছে। ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক ইওন মর্গ্যান সদ্য আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। ২০১৫ থেকে মর্গ্যানের ডেপুটি হিসেবে দায়িত্ব সামলেছেন জস বাটলার। ১৪ টি ম্যাচে নেতৃত্বও দিয়েছেন। এবার পাকাপাকিভাবে বাটলারকে দায়িত্ব দেওয়া হল। সীমিত ওভারের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ডও। আয়ারল্যান্ডে সফরে যাওয়া টি ২০ স্কোয়াডকে ইংল্যান্ডে রাখা হয়েছে। টি ২০ সিরিজের প্রথম ম্যাচে তারাই খেলবেন। বাকি দুই ম্যাচ এবং ওডিআই সিরিজে টেস্ট স্কোয়াডের তারকা ক্রিকেটারদের পাওয়া যাবে। কোভিডের কারণে রোহিত শর্মা এজবাস্টন টেস্টে খেলতে পারছেন না। টি ২০ সিরিজের আগে তিনি সুস্থ হয়ে নেতৃত্ব দেবেন, এমনটাই আশা করা হচ্ছে। ওডিআই স্কোয়াডে প্রথমবার ডাক পেলেন তরুণ বাঁ হাতি পেসার অর্শদীপ সিং। আয়ারল্যান্ডে টি ২০ স্কোয়াডে থাকলেও ম্যাচে সুযোগ পাননি।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি ২০-র জন্য ভারতীয় স্কোয়াড

রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ, ঋতুরাজ গায়কোয়াড়, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, ভেঙ্কটেশ আইয়ার, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, আবেশ খান, অর্শদীপ সিং, উমরান মালিক।

দ্বিতীয় ও তৃতীয় টি ২০-র জন্য ভারতীয় স্কোয়াড

রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, শ্রেয়স আইয়ার, দীনেশ কার্তিক, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, জসপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, হর্ষল প্যাটেল, উমরান মালিক।

ওডিআই সিরিজের জন্য ভারতীয় স্কোয়াড

রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, ঈশান কিষাণ, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরা, প্রসিধ কৃষ্ণা, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং।

ভারত-ইংল্যান্ড সীমিত ওভারের সিরিজের সূচি

৭ জুলাই, প্রথম টি ২০, সাউদাম্পটন

৯ জুলাই, দ্বিতীয় টি২০, বার্মিংহাম

১০ জুলাই, তৃতীয় টি ২০, নটিংহাম

১২ জুলাই, প্রথম ওডিআই, ওভাল (লন্ডন)

১৪ জুলাই, দ্বিতীয় ওডিআই, লর্ডস (লন্ডন)

১৭ জুলাই, তৃতীয় ওডিআই, ম্যাঞ্চেস্টার