ICC World Cup, Irfan Pathan: রশিদের সঙ্গে দেদার নেচে কেন তীব্র বিতর্কে পড়লেন ইরফান পাঠান?
Irfan Pathan: পাকিস্তানকে হারানোর পর আফগানিস্তানের ক্রিকেটাররা চেন্নাইয়ে উৎসবে সামিল হয়েছিলেন। আফগানদের কাছে এই জয়ের মূল্য অপরিসীম। দেশীয় ক্রিকেটের হাল ফেরানোর মতো মোড় বলা যেতে পারে। আফগানিস্তান জেতার পর ভিকট্রি ল্যাপ দিচ্ছিলেন ক্রিকেটাররা। সেই সময় মাইক হাতে ম্যাচের বিশ্লেষণ করছিলেন। রশিদ খানের সঙ্গে হঠাৎই নাচতে শুরু করেন ইরফান। যে ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। আর তা নিয়ে ভালো মতো বিতর্কও তৈরি হয়েছে।
চেন্নাই: উৎসবে সামিল হলেন। নাচলেনও খুশিতে। আর তাতেই পড়লেন বড় বিতর্কে। এতটাই যে, ওয়াঘার ওপারে প্রশ্নও তুলে দিয়েছেন প্রাক্তন ক্রিকেটাররা। রশিদ খানের সঙ্গে পা মেলানোর কারণ কি? পাকিস্তানকে (Afghanistan vs Pakistan) বিশ্বকাপে (ICC World Cup) আফগানিস্তান দুরমুশ করেছে বলে? এই মুহুর্তে বিতর্কের নাম ইরফান পাঠান (Irfan Pathan)। ভারতের প্রাক্তন বাঁ হাতি অলরাউন্ডার বিশ্বকাপের সম্প্রচারকারী সংস্থার ধারাভাষ্যকার। মাইক হাতে ম্য়াচের বিশ্লেষণ করতে করতে নাচতে শুরু করে যে বিতর্ক বাঁধিয়ে দেবেন, ইরফান নিজেও হয়তো ভাবেননি। ইংল্য়ান্ডকে হারানোর পর পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে একের পর এক চমক দেখাচ্ছেন রশিদ খান অ্যান্ড কোং। চেন্নাইয়ে ম্য়াচ জেতার পর তাঁদেরই উৎসবে সামিল হয়ে বিতর্কের মুখে পড়েছেন ইরফান। TV9Bangla Sportsএ বিস্তারিত।
পাকিস্তানকে হারানোর পর আফগানিস্তানের ক্রিকেটাররা চেন্নাইয়ে উৎসবে সামিল হয়েছিলেন। আফগানদের কাছে এই জয়ের মূল্য অপরিসীম। দেশীয় ক্রিকেটের হাল ফেরানোর মতো মোড় বলা যেতে পারে। আফগানিস্তান জেতার পর ভিকট্রি ল্যাপ দিচ্ছিলেন ক্রিকেটাররা। সেই সময় মাইক হাতে ম্যাচের বিশ্লেষণ করছিলেন। রশিদ খানের সঙ্গে হঠাৎই নাচতে শুরু করেন ইরফান। যে ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। আর তা নিয়ে ভালো মতো বিতর্কও তৈরি হয়েছে। ধারাভাষ্যকাররা অনেক সময় উৎসবে সামিল হয়ে যান। বিশেষ করে নিজের দেশকে ভালো পারফর্ম করতে দেখে তাঁরা আবেগতাড়িত হয়ে পড়েন। কিন্তু অন্য টিমের জয়ে ক্যামেরার সামনেই ধারাভাষ্যকারের নাচতে শুরু করার ঘটনা খুব একটা চোখে পড়েনি।
কামরন আকমলের মতো প্রাক্তন পাক ক্রিকেটার বলেছেন, ‘ইরফান পাঠানকে নাচতে দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। তখনও কিন্তু এই রকম খুশি দেখিনি। অথচ আফগানিস্তান যে মুহূর্তে পাকিস্তানকে হারাল খুশির জোয়ারে ভেসে গেল যেন ইরফান। এই রকম আচরণ দেখতে খারাপ লাগে। সম্প্রচারকারী সংস্থার কিন্তু এই দিকটা নিয়ে ভাবা উচিত। নিরপেক্ষ এক ধারাভাষ্যকারের এমনটা করা উচিত নয়।’
ইরফান কিন্তু রশিদের সঙ্গে ওই নাচের ব্যাখ্যাও দিয়েছেন। ইন্সটাগ্রামে ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, ‘রশিদ আমাকে কথা দিয়েছে, ওরা আবার জিতবে। আমিও কথা দিয়েছি, আবার নাচব ওদের সঙ্গে।’