ICC World Cup 2023: পাকিস্তানের খোলনলচে বদলের সময় এসে গিয়েছে, কে বলে দিলেন এমন কথা
Ramiz Raja: পাকিস্তান এই মুহূর্তে মারাত্মক চাপে যেমন, তেমনই অগ্নিগর্ভ পরিস্থিতি ওই দেশের ক্রিকেটেও। বিশ্বকাপে পা রাখার আগে সম্ভাব্য চ্যাম্পিয়নদের তালিকায় রাখা হয়েছিল পাকিস্তানকে। বলা হয়েছিল, বিশ্বকাপের সবচেয়ে গোছানো টিম বাবররাই। কার্যত ঘটেছে অন্য কিছু। রামিজের মতো প্রাক্তন তারকা বলে দিচ্ছেন, 'বিশ্বকাপের পর পাকিস্তানের টিমের ডিএনএ বদল করার জন্য গুরুতর আলোচনা চলবে।
নয়াদিল্লি: একমাত্র একটাই ঘটনা পাল্টে দিতে পারে পরিস্থিতি। যদি সব হিসেব উল্টে দিয়ে বিশ্বকাপে (ICC World Cup 2023) চ্যাম্পিয়ন হয়ে যায় পাকিস্তান টিম। বাবর আজমের নেতৃত্বে নেমে আসবে খাড়া। থেমে যাবে যাবতীয় সমালোচনা। জাতীয় নায়ক হয়ে উঠবেন তিনি। কিন্তু সেই সম্ভাবনা যে দেখাই যাচ্ছে না। সেমিফাইনালে উঠবে পাকিস্তান, এমনও জোর দিয়ে বলতে পারছেন না অতি বড় সমর্থকরা। বাবর আজম তাই প্রবল চাপে। বিশ্বকাপের পরই নেতৃত্ব যে খোয়াতে হবে তাঁকে, তা মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছে। সরফরাজ আহমেদ, মহম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদিরা পাকিস্তানের নতুন নেতা হওয়ার দৌড়ে। এরই মধ্যে আবার তোপ দাগলেন রামিজ রাজা। কী বললেন তিনি? TV9Bangla Sportsএ বিস্তারিত।
বিশ্বকাপের শুরুতে পর পর দুটো ম্যাচ জিতে ছন্দে ছিল পাকিস্তান। পরের তিনটে ম্য়াচে হারতে হয়েছে। যে কারণে শেষ চারে যাওয়ার রাস্তাও বেশ কঠিন। যা মাথায় রেখেই রামিজ বলছেন, ‘পাকিস্তানকে চরম সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। টেকনিক্যালি বাবরকে অনেক উন্নতি করতে হবে। আফগানিস্তানের কাছে হার বিশ্বকাপে পাকিস্তানের চরম বিপর্যয় বললে কমই বলা হয়। আফগানদের কাছে হার চরম আঘাত হেনেছে। ম্যাচের পর বাবরের ইন্টারভিউ নেওয়ার সময় হতাশা ছড়িয়ে পড়েছিল মুখে। এর আগে পাকিস্তানকে এমন বিস্ময়কর ভাবে হারতে দেখিনি কখনও।’
পাকিস্তান এই মুহূর্তে মারাত্মক চাপে যেমন, তেমনই অগ্নিগর্ভ পরিস্থিতি ওই দেশের ক্রিকেটেও। বিশ্বকাপে পা রাখার আগে সম্ভাব্য চ্যাম্পিয়নদের তালিকায় রাখা হয়েছিল পাকিস্তানকে। বলা হয়েছিল, বিশ্বকাপের সবচেয়ে গোছানো টিম বাবররাই। কার্যত ঘটেছে অন্য কিছু। রামিজের মতো প্রাক্তন তারকা বলে দিচ্ছেন, ‘বিশ্বকাপের পর পাকিস্তানের টিমের ডিএনএ বদল করার জন্য গুরুতর আলোচনা চলবে। টিমের মানসিকতা, খেলার দর্শন, নতুন প্রতিভার খোঁজ সেই সঙ্গে নতুন ভাবনা নিয়ে আসা দরকার। সব দিক থেকেই উন্নতি করার প্রয়োজন আমাদের। তার আগে বাবর আজমকে প্রমাণ করতে হবে নেতা হিসেবে ও যোগ্য।’