IND vs ENG 2021: জিমিকে অনায়াস কভার ড্রাইভ এক খুদের
হেডিংলির মাঠেই ইংল্যান্ডের এই পেসারের একটা ডেলিভারি অনায়াসে কভার ড্রাইভ করলেন একটা বাচ্চা। সেই শটের পর বিরক্তিও দেখান অ্যান্ডারসন। কিন্তু আসল ঘটনাটা ঠিক কী?
লিডস: জেমস অ্যান্ডারসন (James Anderson) ভীতি কাটছে না বিরাট কোহলির (Virat Kohli)। হেডিংলির (Headingly) ২২ গজেও প্রথম ইনিংসে অ্যান্ডারসনের বলে আউট হন কোহলি। অথচ হেডিংলির মাঠেই ইংল্যান্ডের এই পেসারের একটা ডেলিভারি অনায়াসে কভার ড্রাইভ করলেন একটা বাচ্চা। সেই শটের পর বিরক্তিও দেখান অ্যান্ডারসন। কিন্তু আসল ঘটনাটা ঠিক কী?
হেডিংলিতে কোহলিদের হারিয়ে তখন খোশমেজাজে ইংল্যান্ডের (England) ক্রিকেটাররা। স্টেডিয়াম ছেড়ে বাড়ির পথ ধরেছেন দর্শকরাও। চতুর্থ দিনের খেলাও তাড়াতাড়ি শেষ করে ফেলেন অ্যান্ডারসনরা। তাই পরিবারের ছোট সদস্যদের সঙ্গে হেডিংলির মাঠে খেলতে দেখা গেল রুট (Joe Root), অ্যান্ডারসন (James Anderson), বাটলারদের (Jos Buttler)। কোচ ক্রিস সিলভারউড (Chris Silverwood) এবং বোলিং কোচ জন লুইসও (John Lewis) ছিলেন সেখানে। টুইটারে একটা ভিডিও পোস্ট করেন গ্যালারিতে থাকা এক ব্যক্তি। মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায়।
ঠিক কী দেখা যায় ভিডিওয়? টেস্টে ৬৩০ উইকেট নেওয়া জেমস অ্যান্ডারসনের (James Anderson) একটা ডেলিভারিকে অনায়াসে কভার ড্রাইভ করলেন এক বাচ্চা। ফিল্ডারের নাগাল এড়িয়ে চলে গেল বল। যা দেখার পর প্রথমে কোমরে হাত দেন অ্যান্ডারসন। তারপর বিরক্তি দেখান। যদিও, মজার ছলেই এমনটা করেছেন জিমি।
James Anderson – with 630 Test wickets – looks on in mock frustration (I THINK it’s mock) as his cover fielder let’s one through. Root, Buttler, Silverwood and Jon Lewis (plus assorted family members) also involved. pic.twitter.com/ioYYCoZOwy
— George Dobell (@GeorgeDobell1) August 28, 2021
ভারতের (India) বিরুদ্ধে তৃতীয় টেস্ট জিতে সমতায় ফিরেছে ইংল্যান্ড (England)। ২ তারিখ থেকে শুরু চতুর্থ টেস্ট। সিরিজের বাকি দুটো টেস্টে নামার আগে আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গিয়েছে জো রুটদের। ৭ টেস্ট পর অবশেষে জয়ে ফিরল ইংল্যান্ড। ভারত সফরে চেন্নাইয়ে শেষ বার জিতেছিলেন রুটরা। সে বার সিরিজের বাকি ৩টে টেস্টেই হারেন রুটরা। এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটা টেস্টে হারেন অ্যান্ডারসনরা। আরেকটা ড্র হয়। ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট ড্র আর দ্বিতীয় টেস্টে হারের পর অবশেষে জয়ের মুখ দেখলেন বাটলাররা।
আরও পড়ুন: India vs England 2021: দল হিসেবে যেমন জিতেছি, তেমন দল হিসেবেই হেরেছি: কোহলি