Geoffrey Boycott on Joe Root: অ্যাসেজে টানা ৩ টেস্টে হার, রুটকে তুলোধনা বয়কটের

চলতি অ্যাসেজ সিরিজে একের পর টেস্টে হেরে চলেছেন রুটরা। যার জেরেই এ বার প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক জিওফ্রে বয়কটের (Geoffrey Boycott) ক্ষোভের মুখে পড়লেন বর্তমান ক্যাপ্টেন রুট।

Geoffrey Boycott on Joe Root: অ্যাসেজে টানা ৩ টেস্টে হার, রুটকে তুলোধনা বয়কটের
Geoffrey Boycott on Joe Root: অ্যাসেজে টানা ৩ টেস্টে হার, রুটকে তুলোধনা বয়কটের
Follow Us:
| Edited By: | Updated on: Dec 29, 2021 | 5:25 PM

মেলবোর্ন: এখনও বাকি রয়েছে ২ খানা ম্যাচ। কিন্তু তাতে কী! হাত থেকে তো ফস্কে গিয়েছে অ্যাসেজ সিরিজ (Ashes Series)। এই মুহূর্তে জো রুটের (Joe Root) দলের থেকে ৩-০ ব্যবধানে এগিয়ে রয়েছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া (Australia)। চলতি অ্যাসেজ সিরিজে একের পর টেস্টে হেরে চলেছেন রুটরা। যার জেরেই এ বার প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক জিওফ্রে বয়কটের (Geoffrey Boycott) ক্ষোভের মুখে পড়লেন বর্তমান ক্যাপ্টেন রুট। মেলবোর্ন টেস্টে বিশ্রী ভাবে হেরেছেন রুটরা। সব মিলিয়ে ইংলিশ অধিনায়ক রুটকে এ বার তুলোধনা করলেন বয়কট।

ইংল্যান্ডের (England) প্রাক্তন অধিনায়ক বয়কট এক কলামে লিখেছেন, “অস্ট্রেলিয়া এই মুহূর্তে ৩-০ ব্যবধানে এগিয়ে রয়েছে এবং আমাদের অ্যাসেজ হাতছাড়া হয়ে গিয়েছে। এখনও কি রুট দয়া করে বলা বন্ধ করবে, যে অস্ট্রেলিয়া আমাদের থেকে বেশি ভালো দল নয়? আজব দুনিয়ায় ও থাকতেই পারে, তবে আমরা বাচ্চা নই।”

তিনি আরও লেখেন, “যদি সত্যিই ও যেটা বলে, সেটাই বিশ্বাস করে থাকে, তা হলে ওর ইংল্যান্ডের ক্রিকেট দলের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সময় এসে গিয়েছে। আমরা সবাই সত্যি ঘটনাগুলো দেখতে পাচ্ছি। জো শুধু এটা দেখতে চাইছে না। ইংল্যান্ড ব্যাট করতে পারে না। আমাদের বোলিং-ও অত্যন্ত সাধারণ মানের।”

রুটের সিদ্ধান্তর দিকেও আঙুল তুলেছেন বয়কট। তিনি বলেন, “ইংল্যান্ডের অধিনায়কত্ব করা প্রতিটি ক্রিকেটারের স্বপ্ন। ক্যাপ্টেন হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৩টি টেস্টে মাত্র দুটি জিতেছে জো এবং নটি ম্যাচে হেরেছে। কেউই ক্যাপ্টেন্সি ছাড়তে চায় না। এটা শুধু জো-এর ব্যাপারে নয়। ছেলেদের ভালো পারফর্ম করাটাই আসল।”

আরও পড়ুন: India vs South Africa: সেঞ্চুরিয়নে ম্যাচের মাঝে আম্পায়ারের পিছনে কোহলির নাচ, দেখুন ভিডিও