Jonty Rhodes: মাঠকর্মীদের কাজে হাত লাগালেন জন্টি রোডস, নেপথ্যে মহেন্দ্র সিং ধোনি!
LSG vs CSK, IPL 2023: দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার জন্টি রোডসের (Jonty Rhodes) ভারতে অপার জনপ্রিয়তা। বর্তমানে তিনি লখনউ সুপার জায়ান্টসের ফিল্ডিং কোচ হিসেবে কাজ করছেন। এখনও তাঁর শরীরে অফুরান এনার্জি।
লখনউ: ঝমঝমিয়ে বৃষ্টিতে মাটি হয়েছে লখনউ সুপার জায়ান্টস (LSG) বনাম চেন্নাই সুপার কিংস (CSK) ম্যাচ। বুধবার লখনউয়ের একানা স্টেডিয়ামে বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়। প্রথমে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে লখনউের স্কোর তখন ১২৭। বাকি চারটি বল। ৫৯ রানে অপরাজিত রয়েছেন আয়ুষ বাদোনি। পাথিরানার বলে কৃষ্ণাপ্পা গৌতম আউট হতেই লখনউয়ের আকাশ ভেঙে নামে বৃষ্টি (IPL 2023)। ক্রিকেটাররা যে যার ঢুকে পড়েন সাজঘরে। তড়িঘড়ি মাঠ ঢাকার কাজে নেমে পড়েন গ্রাউন্ডসম্যানরা। খুব সাধারণ এই দৃশ্যই অসাধারণ হয়ে উঠল যখন ক্যামেরায় দেখা মেলে জন্টি রোডসের। পিচ কভার দিয়ে ঢাকতে মাঠকর্মীদের সঙ্গে হাত লাগান লখনউয়ের ফিল্ডিং কোচ জন্টি রোডস। মাঠের ভেতর কভার টেনে আনতে সাহায্য করলেন। সেইসময় স্টেডিয়ামের এক কর্তা তাঁকে আটকান। তখন ছেড়ে দিলেও পরে ফের সাহায্য করতে পৌঁছে যান। নেট মাধ্যমে সেইসময়কার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে হু হু করে। আইপিএলের টুইটার পেজেও ভিডিয়ো পোস্ট করা হয়। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
বিশ্বের সেরা ফিল্ডারদের তালিকায় নিঃসন্দেহে উপরের দিকে থাকবেন জন্টি রোডস। তিনি মাঠে থাকলে ব্যাটারদের রান ‘চুরি’ করার আগে দশবার ভাবত। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটারের ভারতে অপার জনপ্রিয়তা। বর্তমানে তিনি লখনউ সুপার জায়ান্টসের ফিল্ডিং কোচ হিসেবে কাজ করছেন। এখনও তাঁর শরীরে অফুরান এনার্জি। সদাহাস্য এই প্রাক্তন ক্রিকেটার বুধবারের ম্যাচে যেভাবে মাঠকর্মীদের সাহায্য করতে এগিয়ে এলেন তাতে মুগ্ধ নেটিজেনরা। পরে জন্টি রোডস এমন কর্মকাণ্ডের পিছনে মহেন্দ্র সিং ধোনিকে অনুপ্রেরণা বলেছেন।
Thank you @Anand_ac314 I was actually inspired by @msdhoni and the way he handled the incredible support he was shown at #EkanaStadium. Not just a legend, but a great man too #7 #legend #greathuman #respectthegame https://t.co/rlS0XKyCsO
— Jonty Rhodes (@JontyRhodes8) May 3, 2023
ভাইরাল ভিডিয়োটি রিটুইট করে জন্টি লিখেছেন, “আমি ধোনিকে দেখে অনুপ্রাণিত। যেভাবে একানা স্টেডিয়ামের দর্শকের আপন করে নিলেন তা অসাধারণ। মানুষ হিসেবেও ধোনি অসামান্য।” ম্যাচ ভেস্তে যাওয়ার পর লখনউ সুপার জায়ান্টসের ক্রিকেটাররা ধোনির সঙ্গে ছবি তোলেন। একানা স্টেডিয়ামের গ্যালারির একাংশ ভর্তি ছিল মাহির অনুরাগীদের ভিড়ে।