Kane Williamson: ফ্যান্টাস্টিক কেন উইলিয়ামসন, টেস্টে দ্রুততম ৩২ সেঞ্চুরিতে বিশ্বরেকর্ড
দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে এই প্রথম বার কোনও টেস্ট সিরিজ জিতল নিউজিল্যান্ড (New Zealand)। ৯২ বছরের খরা কাটাল কিউয়িরা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হ্যামিল্টন টেস্ট জেতার পাশাপাশি সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে নিউজিল্যান্ড। একইসঙ্গে টেস্টে দ্রুততম ৩২টি সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়েছেন কেন উইলিয়ামসন।
কলকাতা: কেন উইলিয়ামসনকে (Kane Williamson) থামানো যাচ্ছে না। তাঁর ব্যাটে হু হু করে এসেই চলেছে একের পর এক শতরান। হ্যামিল্টনে এ বার টেস্ট কেরিয়ারের ৩২তম শতরান করলেন কিউয়ি প্রাক্তন অধিনায়ক। দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে এই প্রথম বার কোনও টেস্ট সিরিজ জিতল নিউজিল্যান্ড (New Zealand)। ৯২ বছরের খরা কাটাল কিউয়িরা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হ্যামিল্টন টেস্ট জেতার পাশাপাশি সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে নিউজিল্যান্ড। একইসঙ্গে টেস্টে দ্রুততম ৩২টি সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়েছেন কেন উইলিয়ামসন।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন প্রোটিয়া অধিনায়ক নীল ব্র্যান্ড। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা তোলে ২৪২ রান। এরপর প্রথম ইনিংসে ২১১ রানে গুটিয়ে যায় কিউয়িরা। দ্বিতীয় ইনিংসে ২৩৫ রান স্কোরবোর্ডে তোলে প্রোটিয়ারা। এরপর দায়িত্ব নিয়ে দলকে জেতান কেন উইলিয়ামসন। চতুর্থ উইকেটে উইল ইয়ংয়ের সঙ্গে কেন উইলিয়ামসনের ১৫২* রানের দুরন্ত পার্টনারশিপ ছিল দেখার মতো। ৭ উইকেটে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ ২-০ করেছে নিউজিল্যান্ড।
বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটার কেন উইলিয়ামসন গত ৭ টেস্টে ৭টি শতরান করেছেন। মাউন্ট ম্যাঙ্গানুইতে প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম টেস্টে দুই ইনিংসে ১১৮ ও ১০৯ রান করেছিলেন। এ বার দ্বিতীয় টেস্টে ১৩৩ রানের অপরাজিত ইনিংস উপহার দিলেন উইলিয়ামসন। টেস্টে দ্রুততম ৩২টি শতরান করার দিক থেকে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথকে ছাপিয়ে গিয়েছেন কেন উইলিয়ামসন। স্মিথের ৩২তম টেস্ট শতরানের জন্য লেগেছিল ১৭৪টি ইনিংস। তাঁর থেকে ২টি কম ইনিংসে ৩২তম টেস্ট শতরান করলেন উইলিয়ামসন।
চতুর্থ ইনিংসে কেন উইলিয়ামসন শতরানের সংখ্যার দিক থেকে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইউনিস খানকে ছুঁয়ে ফেললেন। চতুর্থ ইনিংসে ৪টি করে শতরান রয়েছে ভারতের সুনীল গাভাসকর, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং, ওয়েস্ট ইন্ডিজের রামনরেশ সারওয়ান এবং দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথের। টেস্ট ম্যাচের চতুর্থ ইনিংসে উইলিয়ামসনের শতরান করা ৪টি ম্যাচই জিতেছে নিউজিল্যান্ড। একইসঙ্গে সফল রান তাড়া করার দিক থেকে উইলিয়ামসন ছুঁয়ে ফেললেন স্মিথকে। দুই টেস্টের সিরিজে ৪০৩ রান করে সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন কেন উইলিয়ামসন।