KKR vs MI: শুরুতে বড় ধাক্কা, ‘ছোট’ ম্যাচে মুম্বইকে ১৫৮ টার্গেট কেকেআরের

IPL 2024, Kolkata Knight Riders vs Mumbai Indians: বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া। জসপ্রীত বুমরা, অংশুল কম্বোজ ও নুয়ান তুষারার সৌজন্যে শুরুতেই বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। ফিল সল্ট ফেরেন মাত্র ৬ রানেই। সবচেয়ে হতাশার সুনীল নারিনের উইকেট।

KKR vs MI: শুরুতে বড় ধাক্কা, 'ছোট' ম্যাচে মুম্বইকে ১৫৮ টার্গেট কেকেআরের
Image Credit source: BCCI
Follow Us:
| Updated on: May 11, 2024 | 10:58 PM

বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি, পুরো মাঠ ঢাকা। গত কয়েক দিন ধরেই কলকাতায় বৃষ্টি। আশঙ্কা ছিল আদৌ ইডেনে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলা হবে তো কলকাতা নাইট রাইডার্সের! ম্যাচের আগে বৃষ্টি শুরু হওয়ায় আশঙ্কা আরও বাড়তে থাকে। অবশেষে সমর্থকদের জন্য খুশির খবর আসে। রাত ৯.১৫-তে শুরু হয় ম্যাচ। বৃষ্টির জন্য অবশ্য ওভার নষ্ট হয়। ১৬ ওভারের ম্যাচ। পাওয়ার প্লে পাঁচ ওভারের। মুম্বই ইন্ডিয়ান্সকে ১৫৮ রানের টার্গেট দিল কেকেআর।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া। জসপ্রীত বুমরা, অংশুল কম্বোজ ও নুয়ান তুষারার সৌজন্যে শুরুতেই বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। ফিল সল্ট ফেরেন মাত্র ৬ রানেই। সবচেয়ে হতাশার সুনীল নারিনের উইকেট। জসপ্রীত বুমরা রাউন্ড দ্য উইকেট বোলিং করছিলেন। যে অ্যাঙ্গল থেকে বল রিলিজ করেছিলেন, নারিনের ধারনা ছিল বল অফস্টাম্পের বাইরে চলে যাবে। যদিও বাঁ হাতি ব্যাটারের জন্য তা ইনসুইং ছিল। ইয়র্কার লেন্থে বল পড়ে উইকেট ছিটকে দেয়। গোল্ডেন ডাক নারিন।

ভেঙ্কটেশ আইয়ার ও দীর্ঘদিন পর ফেরা নীতীশ রানার সৌজন্যে পরিস্থিতি কিছুটা ভালো হয় কেকেআরের। পাওয়ার প্লে-র পাঁচ ওভারে ৩ উইকেটে ৪৫ রান তোলে নাইট রাইডার্স। ভেঙ্কটেশ আইয়ার ফিরতেই ফের চাপে। লোয়ার অর্ডার সেই অর্থে বিধ্বংসী ব্য়াটিং করতে পারেনি। বৃষ্টির পর তেমন পরিস্থিতিও ছিল না। শেষ অবধি ১৬ ওভারে ৭ উইকেটে ১৫৭ রান তোলে কলকাতা নাইট রাইডার্স।