KKR vs MI: নাইটদের শেষ হোম ম্যাচ, রোহিতদের বিরুদ্ধে আদৌ খেলা হবে তো!

IPL 2024, Rain Threat Eden Gardens: গত কয়েক দিন ধরেই কলকাতা এবং সংলগ্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার ইডেনে প্র্যাক্টিসের কথা ছিল কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স, দু-দলেরই। শেষ মুহূর্তে প্র্যাক্টিস বাতিল করতে হয়। শুক্রবার অর্থাৎ ম্যাচের আগের দিন প্রস্তুতি সেরেছে দু-দল। সেন্টার পিচ বেশির ভাগ সময়ই ঢাকা ছিল। আজ ম্যাচের আগেই আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি ঝড়েরও।

KKR vs MI: নাইটদের শেষ হোম ম্যাচ, রোহিতদের বিরুদ্ধে আদৌ খেলা হবে তো!
Image Credit source: OWN Arrangement
Follow Us:
| Updated on: May 11, 2024 | 5:47 PM

ঘরের মাঠে মরসুমের শেষ ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের। খুবই গুরুত্বপূর্ণও। আজকের ম্যাচ জিতলে সরকারি ভাবে প্লে-অফ নিশ্চিত। রোহিত শর্মাকে প্রিয় ইডেনে খেলতে দেখা যাবে। কিন্তু কলকাতার আবহাওয়া যেন সেই পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। আশঙ্কা তৈরি হয়েছে, আদৌ ম্যাচ হবে তো! মুম্বই ইন্ডিয়ান্স আগেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। ফলে ম্যাচ বাতিল হলে পয়েন্টের দিক থেকে তাদের কোনও ক্ষতি হবে না। কেকেআরের?

গত কয়েক দিন ধরেই কলকাতা এবং সংলগ্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার ইডেনে প্র্যাক্টিসের কথা ছিল কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স, দু-দলেরই। শেষ মুহূর্তে প্র্যাক্টিস বাতিল করতে হয়। শুক্রবার অর্থাৎ ম্যাচের আগের দিন প্রস্তুতি সেরেছে দু-দল। সেন্টার পিচ বেশির ভাগ সময়ই ঢাকা ছিল। আজ ম্যাচের আগেই আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি ঝড়েরও। বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি হলে, ম্যাচ করা সম্ভব নয়।

লিগ পর্বে নাইট দের আরও দুটি ম্যাচ বাকি থাকবে। একটি আমেদাবাদে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে এবং তারপর গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। ঘরের মাঠের সমর্থকদের জন্য আজকের ম্যাচ সব দিক থেকেই গুরুত্বপূর্ণ। প্রথমত, প্লে-অফের জন্য। দ্বিতীয়ত, ঘরের মাঠে এ মরসুমের মতো শেষ বার সুনীল নারিনদের খেলতে দেখা। এখনও ইডেনে কভার দেওয়া। ফলে আশঙ্কা ক্রমশ বাড়ছেই।