Mohammed Shami: ‘দলের পরিবেশ নষ্ট করো না’ হার্দিককে কেন বলেছিলেন সামি?
Hardik Pandya: প্রথমে গুজরাট টাইটান্স ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে গিয়ে শিরোনামে উঠে আসেন ভারতের তারকা অলরাউন্ডার। এরপর রাতারাতি রোহিত শর্মাকে সরিয়ে মুম্বইয়ের মসনদে বসেছেন হার্দিক। সেখান থেকেই জল্পনার সূত্রপাত। হার্দিককে অধিনায়ক হিসেবে মেনে নিতে নারাজ ভক্তদের একাংশ। যখন চারিদিকে হার্দিককে নিয়ে জল্পনা তুঙ্গে, তখন আইপিএলের ময়দানে তাঁর সঙ্গে তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করলেন ভারতের তারকাল পেসার মহম্মদ সামি। এই প্রসঙ্গে কী বলছেন সামি?
কলকাতা: বেশ কিছুদিন ধরে আইপিএলের (IPL 2024) অন্দরে একটাই নাম ঘুরপাক খাচ্ছে, তা হল হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। প্রথমে গুজরাট টাইটান্স (Gujrat Titans) ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে (Mumbai Indians) গিয়ে শিরোনামে উঠে আসেন ভারতের তারকা অলরাউন্ডার। এরপর রাতারাতি রোহিত শর্মাকে সরিয়ে মুম্বইয়ের মসনদে বসেছেন হার্দিক। সেখান থেকেই জল্পনার সূত্রপাত। হার্দিককে অধিনায়ক হিসেবে মেনে নিতে নারাজ ভক্তদের একাংশ। মুম্বইয়ের বাদশা হিসেবে প্রিয় রোহিতকেই দেখতে চান তাঁরা। যখন চারিদিকে হার্দিককে নিয়ে জল্পনা তুঙ্গে, তখন আইপিএলের ময়দানে তাঁর সঙ্গে তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করলেন ভারতের তারকাল পেসার মহম্মদ সামি। এই প্রসঙ্গে কী বলছেন সামি? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
View this post on Instagram
সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যাতে হার্দিকের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের অভিজ্ঞতা শেয়ার করেছেন সামি। তিনি বলেন, “হার্দিক একবার ম্যাচ চলাকালীন আমার দিকে আক্রমণাত্মকভাবে এগিয়ে এসেছিল। সেই সময় আমি ওঁকে বলেছিলাম, ভাই তোমার উপর অনেক বড় দায়িত্ব। ম্যানেজমেন্ট পর্যন্ত এসেছিল আমার কাছে। আমি কারও কাজে নাক গলাতে পছন্দ করি না। আমার কাছে কাজটাই আসল। তাই পরিস্কার জানিয়ে দিই, আমার সঙ্গে এই রকম ব্যবহার করো না। এরপর থেকে আর কখনও আমার সঙ্গে ওই ধরনে ব্যবহার করেনি হার্দিক।” হার্দিকের এই ব্যবহার ম্যানেজমেন্টও ভালো চোখে দেখেনি বলে জানিয়েছেন। সবটাই সকলের চোখে পড়েছিল। তবে দলের মধ্যে এই ঘটনার কোনও প্রভাব যাতে না পড়ে তাই আর কোনও কথা বাড়াননি সামি। ছোট ভাইয়ের মতো হার্দিককে মাফ করে দেন শেষ পর্যন্ত।