Mohammed Siraj: ভারতের দুরন্ত বোলিংয়েও চিন্তা বাড়ালেন সিরাজ, খোঁড়াতে খোঁড়াতে ছাড়লেন মাঠ
India vs Bangladesh: চিপক টেস্টের দ্বিতীয় দিন লাঞ্চ বিরতির আগে আকাশ দীপ ২টি ও জসপ্রীত বুমরা একটি উইকেট তুলে নেন। আর দ্বিতীয় সেশন শুরু হওয়ার পর মহম্মদ সিরাজ তুলে নেন বাংলাদেশের ক্যাপ্টেন শান্তর উইকেট। আর পঞ্চম উইকেটটি ফের গিয়েছে বুমরার খাতায়।
কলকাতা: বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে চিপকে দুরন্ত ছন্দে দেখা যাচ্ছে ভারতের (India) বোলারদের। প্রথম টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন চলছে। ইতিমধ্যেই ৫ উইকেট হারিয়ে ফেলেছে টাইগার্সরা (এই প্রতিবেদন প্রকাশিত হওয়া অবধি। চলছে বাংলাদেশের প্রথম ইনিংসের ২৫ ওভার। স্কোর ৫ উইকেটে ৭৯)। লাঞ্চ বিরতির আগে আকাশ দীপ ২টি ও জসপ্রীত বুমরা একটি উইকেট তুলে নেন। আর দ্বিতীয় সেশন শুরু হওয়ার পর মহম্মদ সিরাজ তুলে নেন বাংলাদেশের ক্যাপ্টেন শান্তর উইকেট। আর পঞ্চম উইকেটটি ফের গিয়েছে বুমরার খাতায়। ভারতীয় বোলারদের এই পারফরম্যান্স দেখে সকলেই বলছে এ দুরন্ত বোলিং সামলাতে হিমশিম খাওয়া ছাড়া বাংলাদেশের উপায় নেই। এরই মাঝে চিপকে চোট পেয়ে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়লেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)।
চিপক টেস্ট চলাকালীন কীভাবে চোট পেলেন মহম্মদ সিরাজ?
সেই সময় বাংলাদেশের প্রথম ইনিংসের ২৩তম ওভার চলছিল। ২২.৪ ওভারে সাকিব আল হাসান ডিপ ফাইন লেগে রবীন্দ্র জাডেজাকে সুইপ শট মেরেছিলেন। বাউন্ডারি আটকাতে ছুটেছিলেন সিরাজ। সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়েন। পায়ে চোট লাগে তাঁর। সঙ্গে সঙ্গে বাউন্ডারি লাইনের কাছে ভারতীয় টিমের ফিজিয়ো পৌঁছে যান। প্রাথমিক ভাবে সিরাজকে দেখেন তিনি। এরপর সিরাজকে দেখা যায় খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়তে।
মহম্মদ সিরাজ চোট নিয়ে মাঠ ছাড়ার পর তাঁর বদলি হিসেবে সরফরাজ খানকে ফিল্ডিং সাবস্টিটিউট হিসেবে নামতে দেখা যায়। এরপর বেশ কিছুটা সময় কাটিয়ে আবার মাঠে ফিরেছেন তিনি। ৩২তম ওভার শেষ হওয়ার আগের ডেলিভারির সময় ফের ২২ গজে নেমে পড়েছেন সিরাজ।
Siraj down on the ground – hoping it’s not a serious issue. 😬
📸: Jio Cinema #mohammedsiraj #IndiaCricket #Cricket #CricketTwitter #CricketNews #IndianCricket #INDvsBAN #Chepauk #TestCricket #ICT #IndianCricketTeam #IndiavsBanglades pic.twitter.com/IuUbCx32VM
— Suresh Bishnoi (@godarasuresh151) September 20, 2024