Watch Video: টেস্ট ম্যাচে হঠাৎই ঢুকে পড়ল গোসাপ, মাঠ থেকে পালালেন ক্রিকেটাররা!
বৃষ্টির কারণে, খারাপ আবহাওয়ার কারণে একাধিক ক্রিকেট ম্যাচ অতীতে থেমেছে। কিন্তু কখনও হয়তো শোনেননি গোসাপের জন্য ক্রিকেট (Cricket) ম্যাচ থেমে যাওয়ার কথা। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে একটি গোসাপের (Monitor Lizard) ক্রিকেট ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে যাওয়ার ভিডিয়ো। যার ফলে কিছুক্ষণ একটি ক্রিকেট ম্যাচ থমকে গিয়েছিল।
কলকাতা: ‘বিন বুলায়ে মেহমান’ এর খাতির ঠিক কী ভাবে করা যায়? সবাই তাকে দেখছেন ঠিকই, কিন্তু কাছে যেন কারও যাওয়ার সাহসই হচ্ছিল না। বৃষ্টির কারণে, খারাপ আবহাওয়ার কারণে একাধিক ক্রিকেট ম্যাচ অতীতে থেমেছে। কিন্তু কখনও হয়তো শোনেননি গোসাপের জন্য ক্রিকেট (Cricket) ম্যাচ থেমে যাওয়ার কথা। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে একটি গোসাপের (Monitor Lizard) ক্রিকেট ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে যাওয়ার ভিডিয়ো। যার ফলে কিছুক্ষণ একটি ক্রিকেট ম্যাচ থমকে গিয়েছিল। এমন কাণ্ড কোথায় ঘটল জানেন? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
কোন মাঠে, কোন ম্যাচে প্রবেশ করল ‘বিন বুলায়ে মেহমান’?
কলম্বোয় চলছে শ্রীলঙ্কা বনাম আফগানিস্তানের একমাত্র টেস্ট ম্যাচ। সেখানেই হঠাৎ করে ঢুকে পড়ে একটি গোসাপ। সেই সময় চলছিল শ্রীলঙ্কার ইনিংসের ৪৮তম ওভারের খেলা। ক্রিজে ছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস (৪৭ রানে অপরাজিত) ও দিনেশ চান্ডিমাল (৩১ রানে অপরাজিত)। আচমকা মাঠে গোসাপ প্রবেশ করায় ম্যাচ বন্ধ রাখতে বাধ্য হন অফিসিয়ালরা। ভাইরাল ভিডিয়োতে দেখা যায় ধীরে ধীরে গোসাপটি বাউন্ডারি লাইন দিয়ে প্রবেশ করে। এবং মাঠের মধ্যে বেশ কিছুটা এগিয়ে যায়। এরপর সাইডলাইনে দাঁড়িয়ে থাকা একজন ম্যাচ অফিসিয়াল সেই গোসাপটির একটু কাছে এসে তাড়ানোর উদ্যোগ নেন। এরপর গোসাপটি ফের বাউন্ডারি লাইন টপকে বেরিয়ে যায়।
We had an uninvited guest on the field today 🦎😄#SonySportsNetwork #SLvAFG pic.twitter.com/1LvDkLmXij
— Sony Sports Network (@SonySportsNetwk) February 3, 2024
ভিডিয়োতে দেখা যায় যে জায়গা দিয়ে গোসাপটি মাঠের বাইরে বেরোয়, সেখানে আফগান টিমের দু’জন দাঁড়িয়েছিলেন। গোসাপটিকে বাউন্ডারি লাইন টপকাতে দেখে তাঁরা সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে যান। এবং গোসাপটি অন্যদিকে চলে যায়। শ্রীলঙ্কায় এমন ঘটনা নতুন নয়। গোসাপ প্রথম বার ঢুকল ঠিকই। কিন্তু এর আগে গত বছর লঙ্কা প্রিমিয়ার লিগ চলাকালীন একাধিক ম্যাচের মাঝে মাঠে সাপ ঢুকে পড়েছিল।