Jasprit Bumrah: ইংল্যান্ড আইসিইউতে, ভাইজ্যাগে ৫ উইকেট হাইজ্যাক বুমরার!
Watch Video: হায়দরাবাদে ১৯৬ রানের অনবদ্য ইনিংস উপহার দিয়েছিলেন অলি পোপ। ২৬ বছর বয়সী ওই ডান হাতি ব্যাটার যে বিশাখাপত্তনমেও অঘটন ঘটাতে পারেন মনে করা হচ্ছিল। কিন্তু তেমনটা হতে দিলেন না বুমরা। এক্কেবারে ক্লিন বোল্ড করেন পোপকে। হায়দরাবাদে পোপের ডাবল সেঞ্চুরি আটকেছিলেন বুমরা। এ বার ২৩ রানে পোপকে ফেরালেন তিনি।

কলকাতা: জসপ্রীত বুমরা… নাম তো শুনা হোগা? বলিউডের বাদশার সিনেমার এই আইকনিক সংলাপই যেন ভারতীয় পেসারকে দেখে বলতে ইচ্ছে করছে। তিনি যখন জ্বলে ওঠেন, সামনে যে ব্যাটারই থাকুন না কেন, কেমন যেন হকচকিয়ে যান। যেমনটা হল হায়দরাবাদ টেস্টের হিরো অলি পোপের (Ollie Pope) সঙ্গে। নিজামের শহরে এর আগে প্রথম টেস্টে মুখোমুখি হয়েছিল ভারত ও ইংল্যান্ড (India vs England)। তাতে অবশ্য টিম ইন্ডিয়া হেরেছিল। বিশাখাপত্তনমে এ বার ভারত সিরিজে সমতা ফেরানোর চেষ্টা করছে। আর সেই চেষ্টার পথে যাঁর কথা না বললেই নয়, তিনি জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ভাইজ্যাগে ৫ উইকেট নিলেন বুমরা।
দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন পর পর জো রুট ও অলি পোপের উইকেট তুলে নেন জসপ্রীত বুমরা। হায়দরাবাদে ১৯৬ রানের অনবদ্য ইনিংস উপহার দিয়েছিলেন অলি পোপ। ২৬ বছর বয়সী ওই ডান হাতি ব্যাটার যে বিশাখাপত্তনমেও অঘটন ঘটাতে পারেন মনে করা হচ্ছিল। কিন্তু তেমনটা হতে দিলেন না বুমরা। এক্কেবারে ক্লিন বোল্ড করেন পোপকে। হায়দরাবাদে পোপের ডাবল সেঞ্চুরি আটকেছিলেন বুমরা। এ বার ২৩ রানে পোপকে ফেরালেন তিনি। পোপের আগে অবশ্য ২৬তম ওভারে বুমরা তুলে নেন ইংল্যান্ডের প্রাক্তন ক্যাপ্টেন জো রুটের (৫) উইকেট। এই নিয়ে অষ্টম বার টেস্টে রুটের উইকেট নিলেন বুমরা। দুটো উইকেট নেওয়ার পরও বেশ শান্ত দেখাচ্ছিল বুমরাকে।
Timber Striker Alert 🚨
A Jasprit Bumrah special 🎯 🔥
Drop an emoji in the comments below 🔽 to describe that dismissal
Follow the match ▶️ https://t.co/X85JZGt0EV#TeamIndia | #INDvENG | @Jaspritbumrah93 | @IDFCFIRSTBank pic.twitter.com/U9mpYkYp6v
— BCCI (@BCCI) February 3, 2024
আসলে হায়দরাবাদ টেস্টে পোপকে রান নিতে বাধা দিয়ে আইসিসির থেকে শাস্তি পেয়েছিলেন বুমরা। তাঁকে ১ ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছিল। যে কারণে ভাইজ্যাগে তাঁর উইকেট নিয়ে একটা স্মিত হাসি হাসেন বুমরা। ম্যাচের প্রসঙ্গে বলতে হলে, দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ১২৩ রান স্কোরবোর্ডে যোগ করে ইংল্যান্ড। চা বিরতিতে বেন স্টোকসের দলের স্কোর ছিল ৪ উইকেটে ১৫৫। জসপ্রীত বুমরা জোড়া উইকেট নেওয়ার পাশাপাশি ইংল্যান্ডের ওপেনার জ্যাক ক্রলিকে ফেরান অক্ষর প্যাটেল। বার্থ ডে বয় ক্রলি করেন ৭৬ রান। আর দীর্ঘ দিন পর টেস্ট ক্রিকেটে ফেরা কুলদীপ যাদব তুলে নেন বেন ডাকেটের (২১) উইকেট।
তৃতীয় সেশনে বুমরা আরও ২টি উইকেট তুলে নিয়ে টেস্ট কেরিয়ারের ১৫০তম উইকেট নেওয়ার নজির গড়েছেন। বুমরা তৃতীয় সেশনে ফেরান জনি বেয়ারস্টো এবং বেন স্টোকসকে। ইংল্যান্ডের ক্যাপ্টেন বেন স্টোকসের উইকেট নিয়ে টেস্টে ১৫০-র নজির গড়লেন বুমরা। টম হার্টলিকে ফিরিয়ে ফাইফার পূর্ণ করেন বুমরা।





