WI vs IND : স্লট এক, দাবিদার তিন; রোহিতের সামনে বড় চ্যালেঞ্জ
India predicted playing XI: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট শুরু হচ্ছে ১২ জুলাই থেকে। প্রথম টেস্টে বোলিং লাইন আপ বেছে নিতে হিমসিম খেতে হচ্ছে রোহিত-দ্রাবিড়দের টিম ম্যানেমজমেন্টকে।
কলকাতা : ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বুধবার থেকে শুরু হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই টেস্ট সিরিজ দিয়ে শুরু হয়ে যাচ্ছে ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেল। ডমিনিকার উইন্ডসর পার্কে ভারত-ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies) লাল বলের লড়াইয়ের আগে একাদশ বেছে নেওয়াটাই বড় চ্যালেঞ্জ ভারতের সামনে। প্লেয়িং ১১ প্রায় পাকা। শুধুমাত্র একটি স্লট নিয়ে মাথাব্যথা বেড়েছে রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়দের। কারণ ওই একটি স্লটের জন্য দাবিদার তিন। ৩ নম্বর পেসারের স্লটের দাবিদার জয়দেব উনাদকট, মুকেশ কুমার এবং নভদীপ সাইনি। সকলেই ফর্মের মধ্যে রয়েছেন। ফলে তাঁদের মধ্যে কার উপর ভরসা রাখবেন ক্যাপ্টেন সেটা নিয়ে চলছে জোর জল্পনা। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
রোহিতদের কাছে তৃতীয় পেসার বেছে নেওয়াটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। উনাদকট, সাইনি এবং মুকেশ—তিনজনের সাম্প্রতিককালে পারফরম্যান্স ভালো। গতিতে পরিবর্তন না এনেই লম্বা স্পেল করতে পারেন নভদীপ সাইনি। তাঁকে ছন্দে পাওয়া গিয়েছে। উইন্ডসর পার্কে রোহিতের তুরুপের তাস হতে পারেন তিনি। রঞ্জি ট্রফিতে দারুণ পারফর্ম করা জয়দেব উনাদকট শেষবার টেস্ট খেলেছিলেন বাংলাদেশের বিরুদ্ধে। এই বাঁ হাতি পেসার ক্যারিবিয়ান ব্যাটারদের সমস্যায় ফেলতে পারেন। ২৯ বছরের বাংলার পেসার মুকেশ কুমারও একাদশে প্রবেশের জোর দাবিদার। সাম্প্রতিককালের পারফরম্যান্সই সেই কথা বলে। ক্যারিবিয়ান সফরে তিন ফরম্যাটেই ডাক পেয়েছেন মুকেশ।
Straight from Dominica ? ?
Getting into the Test groove ? ?#TeamIndia | #WIvIND pic.twitter.com/uSGFWOHiYR
— BCCI (@BCCI) July 9, 2023
ভারতের একাদশে দু’জন স্পিনার নিশ্চিত। রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাডেজা। অলরাউন্ড পারফরম্যান্সের কারণে মহম্মদ সিরাজের সঙ্গে পেস বিভাগে দায়িত্ব বর্তাবে শার্দূল ঠাকুরের উপর। ভারতের কাছে আরও এক স্পিন অলরাউন্ডার রয়েছেন, অক্ষর প্যাটেল। তবে রোহিত বাহিনী হয়তো তিন পেসার নিয়ে মাঠে নামবে। উইন্ডসর পার্কে শেষবার টেস্ট খেলা হয়েছিল ২০১৭ সালে। যেখানে পাকিস্তান তিনদিনের মধ্যে ১০১ রানে জিতে যায়। ওয়েস্ট ইন্ডিজ এই মাঠে একটি মাত্র টেস্ট ম্যাচ জিতেছে। সেটিও আবার জিম্বাবোয়ের মতো তুলনামূলক দুর্বল দলের বিরুদ্ধে।