Gavaskar on Rohit: রোহিতের নেতৃত্ব নিয়ে বেজায় ক্ষুব্ধ সুনীল গাভাসকর; কী বলছেন কিংবদন্তি?
India Tour of West Indies: অধিনায়ক হওয়ার পর আইসিসি টুর্নামেন্টে তাঁর ব্যাটিং পারফরম্যান্সও হতাশার। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ২৮ বলে মাত্র ২৭ রান করেছিলেন ক্যাপ্টেন। একাদশ বাছাইয়ের নানা ভুল তো ছিলই।
ক্যাপ্টেন বদলালেই সব বদলে যাবে, ভারতীয় ক্রিকেটে এমন ছবিই তৈরি হয়েছিল। বিরাট কোহলির পর সব ফরম্যাটেই ক্যাপ্টেন করা হয় রোহিত শর্মাকে। কিন্তু পরিস্থিতি কিছু বদলায়নি। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালেই বিদায়। কয়েক সপ্তাহ আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার। টানা দু-বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেও রানার্স। ক্যাপ্টেন বদলে কী বদল হল! টেস্ট ক্যাপ্টেন হওয়ার পর বিদেশের মাটিতে একটি মাত্র টেস্টে পাওয়া গিয়েছে রোহিতকে। সেটা বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালেই। তাঁর নেতৃত্বে চূড়ান্ত হতাশ কিংবদন্তি সুনীল গাভাসকর। কী বলছেন তিনি, বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
টি-টোয়েন্টি ক্যাপ্টেন্সি থেকেই নিজেই সরে গিয়েছিলেন বিরাট কোহলি। হঠাৎই গত বছর দক্ষিণ আফ্রিকা সফরের আগে ওয়ান ডে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হয়। তৎকালীন নির্বাচক প্রধান চেতন শর্মা একটি সাক্ষাৎকারে বলেছিলেন, বিরাটকে জানিয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে সাংবাদিক সম্মেলনে বোর্ডের তৎকালীন নির্বাচক প্রধান চেতন শর্মা এবং প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে ঘুরিয়ে ‘মিথ্যেবাদী’ বলতেও ছাড়েননি।
ওডিআই ক্যাপ্টেন্সি থেকে সরানো প্রসঙ্গে বলেছিলেন, দল বাছাইয়ের দেড় ঘণ্টা আগে তাঁকে জানানো হয়, ক্যাপ্টেন্সি থেকে সরানো হচ্ছে। তেমনই বোর্ড প্রেসিডেন্ট একটি সাক্ষাৎকারে বলেছিলেন, টি-টোয়েন্টি নেতৃত্ব ছাড়ার সময় বিরাটকে অনুরোধ করা হয়েছিল না ছাড়তে। যদিও বিরাট কোহলি দাবি করেন, বোর্ডের কোনও কর্তাই তাঁকে ক্যাপ্টেন্সি ছাড়ার সময় আটকাননি। আরও বলেন, বোর্ডের শীর্ষকর্তারা তাঁর সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন।
দক্ষিণ আফ্রিকা সফরে জয় দিয়ে টেস্ট সিরিজ শুরু করেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে চোটে ছিলেন না কোহলি। তৃতীয় ম্যাচে ফেরেন। সিরিজের বাকি দু-ম্যাচ হেরে ১-২ ব্যবধানে টেস্ট সিরিজও হারে ভারত। এরপরই টেস্ট ক্যাপ্টেন্সিও ছাড়েন বিরাট কোহলি। প্রত্যাশিত ভাবেই সহ অধিনায়ক রোহিত শর্মার হাতেই দায়িত্ব তুলে দেওয়া হয়। কিন্তু জাতীয় দলের নেতা হিসেবে প্রত্যাশা পূরণে ব্য়র্থ রোহিত।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে সুনীল গাভাসকর বলেন, ‘ওর (রোহিত) কাছ থেকে আরও অনেক বেশি প্রত্যাশা ছিল। ভারতের মাটিতে পারফর্ম করা আলাদা। কিন্তু বিদেশের মাটিতে পারফরম্যান্সই আসল পরীক্ষা। আর সেই পরীক্ষাতেই হতাশার পারফরম্যান্স। আইপিএলের এত অভিজ্ঞতা, একশোর বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়া, আইপিএলের অন্যতম সেরা ব্যাটারও। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে টিমকে অন্তত ফাইনালে তুলতে না পারা ক্যাপ্টেনের ব্যর্থতা। যা খুবই হতাশার।’
অধিনায়ক হওয়ার পর আইসিসি টুর্নামেন্টে তাঁর ব্যাটিং পারফরম্যান্সও হতাশার। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ২৮ বলে মাত্র ২৭ রান করেছিলেন ক্যাপ্টেন। একাদশ বাছাইয়ের নানা ভুল তো ছিলই। বৃহস্পতিবার শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সফর। ডমিনিকায় প্রথম টেস্ট খেলবে ভারত।