Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vishnu Vinod : ২১৮৯ দিনের অপেক্ষা, ওয়াংখেড়েতে সূর্যর তাণ্ডবের মাঝেই নজর কাড়লেন বিষ্ণু বিনোদ

IPL 2023, MI vs GT: শুক্রবার রাতে ওয়াংখেড়েতে আছড়ে পড়েছিল সূর্য-ঝড়। আর এই ম্যাচে সূর্যর সঙ্গে ক্রিজে অনেকটা সময় কাটিয়েছিলেন বিষ্ণু বিনোদ। শতরান হাঁকানো স্কাইয়ের একাধিক শটে সকলে মুগ্ধ হয়েছে। বিষ্ণুও পিছিয়ে ছিলেন না। তাঁর ব্যাটেও বেশ কয়েকটি চোখধাঁধানো শট দেখা গিয়েছে। যা দেখে ধারাভাষ্যকাররাও নিজেদের আবেগ ধরে রাখতে পারেননি।

Vishnu Vinod : ২১৮৯ দিনের অপেক্ষা, ওয়াংখেড়েতে সূর্যর তাণ্ডবের মাঝেই নজর কাড়লেন বিষ্ণু বিনোদ
২১৮৯ দিনের অপেক্ষা, ওয়াংখেড়েতে সূর্যর তাণ্ডবের মাঝেই নজর কাড়লেন বিষ্ণু বিনোদImage Credit source: IPL Website
Follow Us:
| Edited By: | Updated on: May 13, 2023 | 1:34 PM

মুম্বই : মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) দলটা তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে তৈরি। আইপিএলের সবচেয়ে সফল দল মুম্বই ইন্ডিয়ান্স বরাবর তরুণ ক্রিকেটারদের সুযোগ দেয়। তাই ডিওয়াল্ড ব্রেভিস, তিলক ভার্মার মতো তরুণরা সুযোগ পেলে তা কাজে লাগিয়েছেন। এ বার আরও এক তরুণ প্লেয়ারের ওপর ভরসা রাখল রোহিত শর্মার দল। সেই তরুণও নিজেকে উজাড় করে দিলেন। যদিও তিলক ভার্মা সুস্থ থাকলে তাঁর গুজরাট টাইটান্সের বিরুদ্ধে হয়তো খেলাই হত না। কথা হচ্ছে বিষ্ণু বিনোদকে (Vishnu Vinod) নিয়ে। শুক্রবার রাতে ওয়াংখেড়েতে আছড়ে পড়েছিল সূর্য-ঝড়। আর এই ম্যাচে সূর্যর সঙ্গে ক্রিজে অনেকটা সময় কাটিয়েছিলেন বিষ্ণু বিনোদ। শতরান হাঁকানো স্কাইয়ের একাধিক শটে সকলে মুগ্ধ হয়েছে। বিষ্ণুও পিছিয়ে ছিলেন না। তাঁর ব্যাটেও বেশ কয়েকটি চোখধাঁধানো শট দেখা গিয়েছে। যা দেখে ধারাভাষ্যকাররাও নিজেদের আবেগ ধরে রাখতে পারেননি। কে এই বিষ্ণু বিনোদ? গুজরাট ম্যাচের পর খোঁজ শুরু হয়ে গিয়েছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

বিষ্ণু বিনোদ এই প্রথম আইপিএলে খেলছেন তেমনটা নয়। ২০১৭ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে অভিষেক হয় বিষ্ণু বিনোদের। এরপর ২০২১ সালে দিল্লি ক্যাপিটালস এবং ২০২২ সালে সানরাইজার্স হায়দরাবাদ দলের অংশ ছিলেন। কিন্তু ম্যাচে খেলার সুযোগ পাননি তিনি। এ বছরের আইপিএলের নিলামে মুম্বই ইন্ডিয়ান্স বিষ্ণু বিনোদকে ২০ লক্ষ টাকায় কেনে। তাঁকে মূলত ঈশান কিষাণের ব্যাকআপ হিসেবে দলে নেওয়া হয়েছিল। তিলক ভার্মা ম্যাচ ফিট না থাকার ফলে, মুম্বইয়ের একাদশে সুযোগ পান বিষ্ণু। তাঁকে সুযোগ দিয়ে দল যে ভুল করেনি তা প্রমাণ করে দিয়েছেন বিষ্ণু। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে গুজরাটের বিরুদ্ধে ২০ বলে ৩০ রান করেন বিষ্ণু বিনোদ। তাঁর ইনিংসে ছিল ২টি চার ও ২টি ছয়। সূর্যকুমার যাদবের সঙ্গে তিনি চতুর্থ উইকেটে ৬৫ রানের জুটি বাঁধেন। মুম্বই শেষ পর্যন্ত এই ম্যাচটি ২৭ রানে জিতে নিয়েছে।

প্রায় ৬ বছরের অপেক্ষার অবসান

কেরালার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলেন বিষ্ণু বিনোদ। ২৯ বছর বয়সী বিষ্ণু এর আগে আইপিএলে খেলার খুব একটা সুযোগ কিন্তু পাননি। গুজরাটের বিরুদ্ধে ম্যাচের আগে তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আরসিবির হয়ে অতীতে তিনি মোট ৩টি ম্যাচ খেলেছিলেন। সেই ৩ ম্যাচে ১৯ রান করেন বিষ্ণু। ২০১৭ সালের ১৪ মে শেষ আইপিএল ম্যাচে খেলেছিলেন বিষ্ণু। তার পর কেটে গিয়েছে দীর্ঘ ৬টা বছর। আর আইপিএলের ম্যাচে খেলার সৌভাগ্য হয়নি তাঁর। অবশেষে ২১৮৯ দিন পর মুম্বই তাঁকে আইপিএলের ম্যাচে খেলার সুযোগ দিয়েছে। প্রথম ৬ বলে ৪ রান করার পর আলজারি জোসেফের উঁচু ডেলিভারিতে ছক্কা হাঁকান তিনি। সেই ছক্কা সবার নজর কেড়েছিল। বিষ্ণু বিনোদ এরপর মহম্মদ সামির বলে কভারের উপর দিয়ে একটি শট খেলেন। যেটিকে বলা হচ্ছে চলতি আইপিএলের অন্যতম সেরা শট। এমনকি ধারাভাষ্যকারও তাঁর এই শট দেখে বিশ্বাস করতে পারছিলেন না। এ বার দেখার পরবর্তী ম্যাচে বিষ্ণু সুযোগ পান কিনা।

বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'