Vishnu Vinod : ২১৮৯ দিনের অপেক্ষা, ওয়াংখেড়েতে সূর্যর তাণ্ডবের মাঝেই নজর কাড়লেন বিষ্ণু বিনোদ

IPL 2023, MI vs GT: শুক্রবার রাতে ওয়াংখেড়েতে আছড়ে পড়েছিল সূর্য-ঝড়। আর এই ম্যাচে সূর্যর সঙ্গে ক্রিজে অনেকটা সময় কাটিয়েছিলেন বিষ্ণু বিনোদ। শতরান হাঁকানো স্কাইয়ের একাধিক শটে সকলে মুগ্ধ হয়েছে। বিষ্ণুও পিছিয়ে ছিলেন না। তাঁর ব্যাটেও বেশ কয়েকটি চোখধাঁধানো শট দেখা গিয়েছে। যা দেখে ধারাভাষ্যকাররাও নিজেদের আবেগ ধরে রাখতে পারেননি।

Vishnu Vinod : ২১৮৯ দিনের অপেক্ষা, ওয়াংখেড়েতে সূর্যর তাণ্ডবের মাঝেই নজর কাড়লেন বিষ্ণু বিনোদ
২১৮৯ দিনের অপেক্ষা, ওয়াংখেড়েতে সূর্যর তাণ্ডবের মাঝেই নজর কাড়লেন বিষ্ণু বিনোদImage Credit source: IPL Website
Follow Us:
| Edited By: | Updated on: May 13, 2023 | 1:34 PM

মুম্বই : মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) দলটা তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে তৈরি। আইপিএলের সবচেয়ে সফল দল মুম্বই ইন্ডিয়ান্স বরাবর তরুণ ক্রিকেটারদের সুযোগ দেয়। তাই ডিওয়াল্ড ব্রেভিস, তিলক ভার্মার মতো তরুণরা সুযোগ পেলে তা কাজে লাগিয়েছেন। এ বার আরও এক তরুণ প্লেয়ারের ওপর ভরসা রাখল রোহিত শর্মার দল। সেই তরুণও নিজেকে উজাড় করে দিলেন। যদিও তিলক ভার্মা সুস্থ থাকলে তাঁর গুজরাট টাইটান্সের বিরুদ্ধে হয়তো খেলাই হত না। কথা হচ্ছে বিষ্ণু বিনোদকে (Vishnu Vinod) নিয়ে। শুক্রবার রাতে ওয়াংখেড়েতে আছড়ে পড়েছিল সূর্য-ঝড়। আর এই ম্যাচে সূর্যর সঙ্গে ক্রিজে অনেকটা সময় কাটিয়েছিলেন বিষ্ণু বিনোদ। শতরান হাঁকানো স্কাইয়ের একাধিক শটে সকলে মুগ্ধ হয়েছে। বিষ্ণুও পিছিয়ে ছিলেন না। তাঁর ব্যাটেও বেশ কয়েকটি চোখধাঁধানো শট দেখা গিয়েছে। যা দেখে ধারাভাষ্যকাররাও নিজেদের আবেগ ধরে রাখতে পারেননি। কে এই বিষ্ণু বিনোদ? গুজরাট ম্যাচের পর খোঁজ শুরু হয়ে গিয়েছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

বিষ্ণু বিনোদ এই প্রথম আইপিএলে খেলছেন তেমনটা নয়। ২০১৭ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে অভিষেক হয় বিষ্ণু বিনোদের। এরপর ২০২১ সালে দিল্লি ক্যাপিটালস এবং ২০২২ সালে সানরাইজার্স হায়দরাবাদ দলের অংশ ছিলেন। কিন্তু ম্যাচে খেলার সুযোগ পাননি তিনি। এ বছরের আইপিএলের নিলামে মুম্বই ইন্ডিয়ান্স বিষ্ণু বিনোদকে ২০ লক্ষ টাকায় কেনে। তাঁকে মূলত ঈশান কিষাণের ব্যাকআপ হিসেবে দলে নেওয়া হয়েছিল। তিলক ভার্মা ম্যাচ ফিট না থাকার ফলে, মুম্বইয়ের একাদশে সুযোগ পান বিষ্ণু। তাঁকে সুযোগ দিয়ে দল যে ভুল করেনি তা প্রমাণ করে দিয়েছেন বিষ্ণু। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে গুজরাটের বিরুদ্ধে ২০ বলে ৩০ রান করেন বিষ্ণু বিনোদ। তাঁর ইনিংসে ছিল ২টি চার ও ২টি ছয়। সূর্যকুমার যাদবের সঙ্গে তিনি চতুর্থ উইকেটে ৬৫ রানের জুটি বাঁধেন। মুম্বই শেষ পর্যন্ত এই ম্যাচটি ২৭ রানে জিতে নিয়েছে।

প্রায় ৬ বছরের অপেক্ষার অবসান

কেরালার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলেন বিষ্ণু বিনোদ। ২৯ বছর বয়সী বিষ্ণু এর আগে আইপিএলে খেলার খুব একটা সুযোগ কিন্তু পাননি। গুজরাটের বিরুদ্ধে ম্যাচের আগে তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আরসিবির হয়ে অতীতে তিনি মোট ৩টি ম্যাচ খেলেছিলেন। সেই ৩ ম্যাচে ১৯ রান করেন বিষ্ণু। ২০১৭ সালের ১৪ মে শেষ আইপিএল ম্যাচে খেলেছিলেন বিষ্ণু। তার পর কেটে গিয়েছে দীর্ঘ ৬টা বছর। আর আইপিএলের ম্যাচে খেলার সৌভাগ্য হয়নি তাঁর। অবশেষে ২১৮৯ দিন পর মুম্বই তাঁকে আইপিএলের ম্যাচে খেলার সুযোগ দিয়েছে। প্রথম ৬ বলে ৪ রান করার পর আলজারি জোসেফের উঁচু ডেলিভারিতে ছক্কা হাঁকান তিনি। সেই ছক্কা সবার নজর কেড়েছিল। বিষ্ণু বিনোদ এরপর মহম্মদ সামির বলে কভারের উপর দিয়ে একটি শট খেলেন। যেটিকে বলা হচ্ছে চলতি আইপিএলের অন্যতম সেরা শট। এমনকি ধারাভাষ্যকারও তাঁর এই শট দেখে বিশ্বাস করতে পারছিলেন না। এ বার দেখার পরবর্তী ম্যাচে বিষ্ণু সুযোগ পান কিনা।

দিল্লি-লাহোরের দূষণের দায় কার? ক্রিকেট মাঠের বাইরে লড়াইয়ে ভারত-পাক
দিল্লি-লাহোরের দূষণের দায় কার? ক্রিকেট মাঠের বাইরে লড়াইয়ে ভারত-পাক
ইচ্ছেমতো বাসের ভাড়াবৃদ্ধি! কী বলছেন পরিবহন মন্ত্রী?
ইচ্ছেমতো বাসের ভাড়াবৃদ্ধি! কী বলছেন পরিবহন মন্ত্রী?
Arijit Singh: "আমি খারাপ...", কেন এমন হাহাকার অরিজিতের কণ্ঠে?
Arijit Singh:
দেদার বালি পাচার দক্ষিণ দিনাজপুরে, তৎপর প্রশাসন
দেদার বালি পাচার দক্ষিণ দিনাজপুরে, তৎপর প্রশাসন
'কাছেই বাড়ি', এই অজুহাতে হেলমেট পরেন না অনেকেই...বিপদ ঘটলে সেই দায় কা
'কাছেই বাড়ি', এই অজুহাতে হেলমেট পরেন না অনেকেই...বিপদ ঘটলে সেই দায় কা
'তৃণমূলের প্রচারক, ভোটার সবই তো বাংলাদেশ থেকে আসে', বিস্ফোরক দিলীপ ঘোষ
'তৃণমূলের প্রচারক, ভোটার সবই তো বাংলাদেশ থেকে আসে', বিস্ফোরক দিলীপ ঘোষ
'রাশিয়ান বিষ' দিয়ে প্রাণহানির আশঙ্কা, সরকারের দিকে একের পর এক নিশানা অ
'রাশিয়ান বিষ' দিয়ে প্রাণহানির আশঙ্কা, সরকারের দিকে একের পর এক নিশানা অ
শিশুদিবসে কাতর আর্জি কাঞ্চনের! অভিনেতা বললেন,"আমার ছেলে-মেয়েকে..."
শিশুদিবসে কাতর আর্জি কাঞ্চনের! অভিনেতা বললেন,
ড্রাইভারের ভাগ ১২ শতাংশ, কনডাক্টরের ৬! সেই প্রথাই ডেকে আনছে সর্বনাশ
ড্রাইভারের ভাগ ১২ শতাংশ, কনডাক্টরের ৬! সেই প্রথাই ডেকে আনছে সর্বনাশ
গুলি-বোমা-খুনোখুনি, ৫ বছরেও বদলাল না ভাটপাড়ার ছবি
গুলি-বোমা-খুনোখুনি, ৫ বছরেও বদলাল না ভাটপাড়ার ছবি