Nitish Kumar Reddy: অরেঞ্জ আর্মির জন্য বড় খবর, IPL-এ খেলা হবে নীতীশ কুমার রেড্ডির?
আইপিএলের মঞ্চে নজর কেড়েই জাতীয় দলে এন্ট্রি পেয়েছিলেন নীতীশ কুমার রেড্ডি। তবে বছর একুশের অন্ধ্র প্রদেশের তরুণ ক্রিকেটার দীর্ঘদিন ২২ গজ থেকে দূরে রয়েছেন। জানুয়ারি মাসের ২২ তারিখ ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ বার নীতীশকে অ্যাকশনে দেখা গিয়েছিল।

কলকাতা: শিয়রে কড়া নাড়ছে আইপিএল (IPL)। গত বারের রানার্স সানরাইজার্স হায়দরাবাদের জন্য এ বার এল বড় খবর। ক্যালেন্ডার বলছে আজ ১৫ মার্চ। ১৮তম আইপিএল শুরু হবে ২২ মার্চ। তারপরের দিন অর্থাৎ ২৩ মার্চ আইপিএল অভিযান শুরু করবে হায়দরাবাদ। তার আগে দলের তরুণ ক্রিকেটার নীতীশ কুমার রেড্ডিকে (Nitish Kumar Reddy) নিয়ে পাওয়া গেল বড় আপডেট।
সংবাদসংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, নীতীশ সব ফিটনেস টেস্টে পাস করেছেন। ইয়ো ইয়ো টেস্টেও সবুজ সংকেত পেয়েছেন। বিসিসিআইয়ের সেন্টার অব এক্সেলেন্সে রয়েছেন নীতীশ। সেখানে ফিজিয়ো তাঁকে খেলা চালিয়ে যাওয়ার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন।
আইপিএলের মঞ্চে নজর কেড়েই জাতীয় দলে এন্ট্রি পেয়েছিলেন নীতীশ কুমার রেড্ডি। তবে বছর একুশের অন্ধ্র প্রদেশের তরুণ ক্রিকেটার দীর্ঘদিন ২২ গজ থেকে দূরে রয়েছেন। জানুয়ারি মাসের ২২ তারিখ ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ বার নীতীশকে অ্যাকশনে দেখা গিয়েছিল। যদিও ওই ম্যাচে তিনি ব্যাটিং বা বোলিং কিছুই করেননি। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে চেন্নাইতে টি-২০ সিরিজের আগে নেটে অনুশীলন করেছিলেন নীতীশ। কিন্তু এরপরই তিনি ওই ম্যাচ এবং এরপর সিরিজ থেকে পেশির চোটের কারণে ছিটকে যান।
এই খবরটিও পড়ুন




২০২৪ সালের আইপিএলে ১৩টি ম্যাচে ৩০৩ রান করেন নীতীশ। গত মরসুমে তিনি অরেঞ্জ আর্মিতে ভালো পারফর্ম করার সুবাদে তাঁকে মেগা নিলামের আগে ৬ কোটি টাকা দিয়ে রিটেন করেছিল হায়দরাবাদ। অস্ট্রেলিয়া সফরে নজর কেড়েছিলেন নীতীশ। বেশ কয়েকটি ম্যাচে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তার মধ্যে মেলবোর্নে চতুর্থ টেস্টে ১১৪ রানের ইনিংসও রয়েছে। শীঘ্রই অরেঞ্জ আর্মিতে যোগ দেবেন নীতীশ। ২৩ মার্চ হায়দরাবাদের উপল স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএল সফর শুরু করবে সানরাইজার্স হায়দরাবাদ।





