বিরাট-কপিল, রোহিত-সানিকে মিলিয়ে দিলেন রবি

বর্তমানে ভারতীয় ক্রিকেট বিরাট-বোর্ড দ্বৈরথ নিয়ে রীতিমতো সরগরম। তার মাঝে টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড স্যার বিরাট-রোহিতের তুলনা করলেন ভারতের দুই কিংবদন্তির সঙ্গে।

বিরাট-কপিল, রোহিত-সানিকে মিলিয়ে দিলেন রবি
খারাপ সময়ে দলের পাশে থাকার বার্তা শাস্ত্রীর। Pics Courtesy: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Dec 28, 2021 | 4:00 PM

নয়াদিল্লি: ভারতের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri) এ বার ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) এবং সীমিত ওভারের ফর্ম্যাটের অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) ক্যাপ্টেন্সির তুলনা করলেন। বর্তমানে ভারতীয় ক্রিকেট বিরাট-বোর্ড দ্বৈরথ নিয়ে রীতিমতো সরগরম। তার মাঝে টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড স্যার বিরাট-রোহিতের তুলনা করলেন ভারতের দুই কিংবদন্তির সঙ্গে। বিরাটকে দেখলে শাস্ত্রীর মনে পড়ে ৮৩-র বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের (Kapil Dev) কথা। পাশাপাশি ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকরের (Sunil Gavaskar) সঙ্গে তিনি তুলনা করেন হিটম্যান রোহিতের।

ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs south Africa) সিরিজের সম্প্রচারকারী চ্যানেলে সম্প্রতি রবি শাস্ত্রী বলেন, “আপনি যখন এই দুই প্লেয়ারকে দেখেন এবং তাদের অধিনায়কত্বের পারফরম্যান্সের তুলনা করেন, আমি সানি এবং কপিলকে তখন মিস করি। কপিলের মতো বিরাট স্বতঃস্ফূর্ত, সহজাত অনুভূতি নিয়ে মাঠে নামে। অন্যদিকে রোহিত হল গাভাসকরের মতো। ও শান্ত এবং খুব দক্ষ কৌশল নিয়ে মাঠে নামে।”

পাশাপাশি শাস্ত্রী আরও বলেন, “আমি মনে করি মাঠের বাইরে কী ঘটছে তা নিয়ে দলের অন্দরে কোনও সমস্যা নেই। দলের প্রত্যেকে পেশাদার।” সম্প্রতি তিনি বিরাট-বোর্ড ইস্যু এবং টি-২০ পর রোহিতকে ওয়ান ডে ফর্ম্যাটেও ক্যাপ্টেন করা নিয়েও মুখ খুলেছেন। শাস্ত্রীর মনে হয়, বিরাট ও রোহিত দু’জনের জন্যই এই সিদ্ধান্ত ছদ্মবেশে আশীর্বাদের মতো।

এ ব্যাপারে রবি শাস্ত্রী বলেন, “এটা এগিয়ে যাওয়ার সঠিক উপায়। আমার মনে হয়, বিরাট ও রোহিতের জন্য বিষয়টা ছদ্মবেশে আশীর্বাদের মতো। একজনের পক্ষে তিন ফর্ম্যাটে অধিনায়কত্ব করা এখন সহজ কাজ নয়। করোনার কারণে বায়ো-বাবলে থাকতে হচ্ছে। বিরাট লাল বলের ক্রিকেটে বেশি করে ফোকাস করতে পারবে, তার পাশাপাশি ও যতদিন ইচ্ছা টেস্ট ক্রিকেটে নেতৃত্ব দিতে পারবে। এর ফলে ও শান্তিতে নিজের খেলা নিয়ে ভাবতে পারবে এবং ওর হাতে এখনও ৫-৬ বছর ক্রিকেট খেলবেই।”

আরও পড়ুন: IND vs SA 1st Test Day 3 Live: লাঞ্চ বিরতি, অধিনায়ক এলগারের উইকেট খুইয়ে প্রোটিয়ারা তুলেছে ২১ রান

আরও পড়ুন: Sourav Ganguly: সৌরভের চিকিৎসার জন্য ৩ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন

আরও পড়ুন: Sourav Ganguly: সৌরভ কি ওমিক্রনে আক্রান্ত? জানার জন্য করা হবে জিনোম সিকোয়েন্সিং