Ravichandran Ashwin: ২-৩টে বিষয়… ধোনি-বিরাট নাকি রোহিত, ক্যাপ্টেন হিসেবে কাকে এগিয়ে রাখলেন অশ্বিন?

বিরাট কোহলি, রোহিত শর্মা নাকি মহেন্দ্র সিং ধোনি, কে টিম ইন্ডিয়ার সেরা ক্যাপ্টেন? ভারতের সিনিয়র অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) বিরাট-রোহিত ও ধোনির মধ্যে থেকে বেছে নিয়েছেন সেরা ক্যাপ্টেনকে। কার কথা বলেছেন অশ্বিন?

Ravichandran Ashwin: ২-৩টে বিষয়... ধোনি-বিরাট নাকি রোহিত, ক্যাপ্টেন হিসেবে কাকে এগিয়ে রাখলেন অশ্বিন?
২-৩টে বিষয়... ধোনি-বিরাট নাকি রোহিত, ক্যাপ্টেন হিসেবে কাকে এগিয়ে রাখলেন অশ্বিন?Image Credit source: X
Follow Us:
| Updated on: Sep 03, 2024 | 12:45 AM

কলকাতা: মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni), রোহিত শর্মা (Rohit Sharma) নাকি বিরাট কোহলি (Virat Kohli)? ভারতের সবচেয়ে সফল ক্যাপ্টেন কে? এ নিয়ে আলোচনার অন্ত নেই। ধোনি ও রোহিত বিশ্বজয়ী অধিনায়ক। বিরাট ক্যাপ্টেন থাকাকালীন ভারত বিশ্বকাপ জিততে পারেন ঠিকই, কিন্তু তাঁর নেতৃত্বে টিম ইন্ডিয়ার অনেক সাফল্যের স্বাদ পেয়েছে। এ বার ভারতের সিনিয়র অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) বিরাট-রোহিত ও ধোনির মধ্যে থেকে বেছে নিয়েছেন সেরা ক্যাপ্টেনকে। কার কথা বলেছেন অশ্বিন?

ভারতের তারকা ক্রিকেটার অশ্বিনের মতে, বিরাট-ধোনির থেকে রোহিতের ক্যাপ্টেন্সির ধরন আলাদা। তিনি এই বিষয়ে বলেন, ‘রোহিতের ক্যাপ্টেন্সির ২-৩টে বিষয় খুব ভালো। দলের পরিবেশ সব সময় হালকা রাখার চেষ্টা করে। ও সেই সময়টা দেয়, যাতে দলে হালকা পরিবেশটা থাকে। আর খুব ব্যালেন্সেড থাকে ও। কৌশলগত ভাবে ও শক্তিশালী। ধোনি ও বিরাটও কৌশলগত দিক থেকে শক্তিশালী। কিন্তু রোহিত কৌশল নিয়ে বেশি কাজ করে।’

এই খবরটিও পড়ুন

অশ্বিন এও জানিয়েছেন যে, বড় কোনও ম্যাচ থাকলে হিটম্যানের পরিকল্পনা সকলের জন্য আলাদা থাকে। তিনি এই প্রসঙ্গে বলেন, ‘যখনই সামনে কোনও বড় ম্যাচ বা সিরিজ থাকে, রোহিত বিশ্লেষক টিম এবং কোচের সঙ্গে বসে। এবং পরিকল্পনা করে। একজন ব্যাটারের দুর্বলতা কোথায়, একজন বোলারের জন্য পরিকল্পনা কী, সব ঠিক করে ও। এটাই ওর শক্তি। তবে এরই মাঝে ও বরাবর চেষ্টা করে দলের পরিবেশ হালকা রাখার এবং প্লেয়ারদের পুরো সমর্থন করে। যদি ও একাদশে একজন ক্রিকেটারকে বেছে নেন, তা হলে তাঁকে ১০০% সাপোর্ট করে। আমি আমার কেরিয়ারের বেশির ভাগ সময় এই তিন অধিনায়কের অধীনে খেলেছি।’