Indian Cricket Team: গ্রেগ চ্যাপেল অধ্যায় মনে আছে? পরবর্তী কোচ, বোর্ডের নজরে অজি ক্রিকেটার!
Indian Cricket Team Head Coach: রাহুল দ্রাবিড়ের কাছেও সুযোগ রয়েছে পুনরায় আবেদন করার। দ্রাবিড় এমনটা করবেন না ধরেই নেওয়া যায়। অতীতেও সিনিয়র টিমের কোচ হতে অনীহা ছিল তাঁর। বরং জুনিয়র ক্রিকেটারদের সঙ্গে কাজ করতে, ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে বেশি আগ্রহী ছিলেন রাহুল দ্রাবিড়। প্রাক্তন সতীর্থ তথা বোর্ডের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের অনুরোধেই কার্যত রাজি হয়েছিলেন রাহুল দ্রাবিড়।
ভারতীয় ক্রিকেটে এক স্মরণীয় অধ্যায় গ্রেগ চ্যাপেল। তবে স্মরণীয় হওয়ার কারণ নানা বিতর্ক। সাফল্যের ঝুলিতে অবশ্য কিছুই নেই। বিতর্ক প্রচুর রয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই মেয়াদ শেষ হচ্ছে রাহুল দ্রাবিড়ের। মূলত, গত বছর ওয়ান ডে বিশ্বকাপের পরই চুক্তি শেষ হয়েছিল দ্রাবিড়ের সঙ্গে। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যই তখন আর পরিবর্তনের পথে হাঁটেনি ভারতীয় বোর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নতুন কোচ পাওয়া যেতে পারে। ভারতীয় ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই বিজ্ঞাপন দিয়েছে। বোর্ডের নজরে অনেক প্রাক্তন ক্রিকেটারও রয়েছেন। তার মধ্যে অন্যতম রিকি পন্টিং।
রাহুল দ্রাবিড়ের কাছেও সুযোগ রয়েছে পুনরায় আবেদন করার। দ্রাবিড় এমনটা করবেন না ধরেই নেওয়া যায়। অতীতেও সিনিয়র টিমের কোচ হতে অনীহা ছিল তাঁর। বরং জুনিয়র ক্রিকেটারদের সঙ্গে কাজ করতে, ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে বেশি আগ্রহী ছিলেন রাহুল দ্রাবিড়। প্রাক্তন সতীর্থ তথা বোর্ডের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের অনুরোধেই কার্যত রাজি হয়েছিলেন রাহুল দ্রাবিড়। তাঁর পর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চেয়ারম্যান হন ভিভিএস লক্ষ্মণ। সিনিয়র টিমে দ্রাবিড়ের পদে আগ্রহী নন ভিভিএসও। সে কারণে, বিদেশি কোচের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
বোর্ডের র্যাডারে রয়েছেন অনেকেই। এর মধ্যে আরও একটা নাম রিকি পন্টিং। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসের কোচ। বিশ্বজয়ী অধিনায়ক। ক্রিকেটার রিকি পন্টিংয়ের দক্ষতা নিয়ে সন্দেহের কোনও জায়গা নেই। ভারতীয় বোর্ড দীর্ঘ মেয়াদী চুক্তি চাইছে। পরবর্তী কোচের চুক্তির মেয়াদ অন্তত ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপ অবধি হবে। তিনি পুরোপুরি সময় দিতে পারবেন কিনা, প্রশ্ন তা নিয়েই।
রবি শাস্ত্রীর চুক্তি শেষ হওয়ার পর পুরোপুরি দায়িত্ব নিয়েছিলেন রাহুল দ্রাবিড়। সে সময় রিকি পন্টিংয়ের জন্যও চেষ্টা করেছিল ভারতীয় বোর্ড। পন্টিং নিজেই একথা জানিয়েছিলেন। তবে পরিবারকে সময় দিতেই কোনও জাতীয় দলের ফুলটাইম কোচ হতে আগ্রহ কম তাঁর। আইপিএল যেহেতু কয়েক সপ্তাহের ব্য়াপার, তাই এখানে কোচিং করান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দীর্ঘ সময় ধরেই কোচিং করাচ্ছেন। পারিবারিক বিষয়টি দূরে সরিয়ে এ বার ফুল টাইম কোচ হতে আগ্রহী কিনা, সেটা নিয়েও আলোচনার জায়গা থাকছে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ছাড়াও অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগ, ২০১৯ সালে ওয়ান ডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সহকারী কোচের দায়িত্ব সামলেছেন। বেশ কয়েক বার ব্যাটিং পরামর্শদাতা। দিল্লি ক্যাপিটালসের কোচ হিসেবে অবশ্য খুব একটা সফল বলা যায় না রিকি পন্টিংকে। তবে তাঁর অভিজ্ঞতা এবং দক্ষতার উপর ভরসা রাখতেই পারে ভারতীয় বোর্ড।