Rishabh Pant: এক ফিল্ডার এখানে দিতে হবে… বাংলাদেশ ক্যাপ্টেনকে ফিল্ডিং সাজাতে সাহায্য পন্থের

Sep 21, 2024 | 4:14 PM

India vs Bangladesh: স্টাম্প মাইক একটা গুরুত্বপূর্ণ জিনিস। ২২ গজে যে কোনও ক্রিকেট ম্যাচ চলাকালীন দুই দলের একাধিক ক্রিকেটারদের কথাবার্তা তাতে ধরা পড়ে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পন্থের বাংলাদেশের ফিল্ডিং সাজানোর ভিডিয়ো।

Rishabh Pant: এক ফিল্ডার এখানে দিতে হবে... বাংলাদেশ ক্যাপ্টেনকে ফিল্ডিং সাজাতে সাহায্য পন্থের
Rishabh Pant: এক ফিল্ডার এখানে দিতে হবে... বাংলাদেশ ক্যাপ্টেনকে ফিল্ডিং সাজাতে সাহায্য পন্থের
Image Credit source: X

Follow Us

কলকাতা: ঋষভ পন্থ তখন ক্রিজে, হাতে তাঁর ব্যাট। আর সেই সময় বাংলাদেশের ফিল্ডিংও সাজাচ্ছেন তিনি। এমন দৃশ্য দেখা গেল চিপকে। পন্থ বলেই এমনটা সম্ভব। ক্রিকেট প্রেমীরা ঋষভের (Rishabh Pant) কাণ্ড দেখে হেসে কুটোপাটি খেয়েছেন। ঠিক কখন ঘটল এমন ঘটনা? আসলে ভারত-বাংলাদেশ (India vs Bangladesh) প্রথম টেস্টের তৃতীয় দিন এই কাণ্ড ঘটিয়েছেন পন্থ। সেই সময় তাঁর বলা প্রতিটি কথা স্টাম্প মাইকে ধরা পড়েছে।

স্টাম্প মাইক একটা গুরুত্বপূর্ণ জিনিস। ২২ গজে যে কোনও ক্রিকেট ম্যাচ চলাকালীন দুই দলের একাধিক ক্রিকেটারদের কথাবার্তা তাতে ধরা পড়ে। একটু বেশি তাতে শোনা যায় উইকেটকিপার এবং ব্যাটিং এন্ডে থাকা ক্রিকেটারের কথাবার্তা। সেখানেই এ বার পন্থের অবাক করা কথাবার্তা ধরা পড়েছে।

এই খবরটিও পড়ুন

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পন্থের বাংলাদেশের ফিল্ডিং সাজানোর ভিডিয়ো। সেখানে দেখা যায়, পন্থ ব্যাট হাতে নিয়ে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে ফিল্ডিং সাজিয়ে দিচ্ছিলেন। স্টাম্প মাইকে পন্থের কথা শোনা যায় পরিষ্কার। তিনি বলেন, ‘আরে এখানে একজনকে দাও, আর এক ফিল্ডার এখানে দাও। মিড উইকেটে একজনকে রাখো।’ পন্থের কথা শুনে শান্ত সেই জায়গায় ফিল্ডার সেট করেও দেন।

উল্লেখ্য, চিপক টেস্টে প্রথম ইনিংসে ভারতের উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ ৩৯ রান করেছিলেন। আর দ্বিতীয় ইনিংসে তিনি এক দুরন্ত সেঞ্চুরি উপহার দিয়েছেন। প্রথম ইনিংসে ভারত ৩৭৬ রানে অলআউট হয়েছিল। বাংলাদেশ প্রথম ইনিংসে গুটিয়ে গিয়েছিল ১৪৯ রানে। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৮৭ রান তুলে ডিক্লেয়ার করে দেন ভারত অধিনায়ক রোহিত। বাংলাদেশের তাই টার্গেট দাঁড়ায় ৫১৫।

Next Article