Shakib Al Hasan: কালো মোটা সুতো মুখে নিয়ে ব্যাটিং সাকিবের, নেপথ্যে কালা জাদু নাকি অন্য কিছু? নেটিজ়েনরা বলছেন…

IND vs BAN, 1st Test: বাংলাদেশের প্রথম ইনিংস চলাকালীন সাকিবকে দেখা যায় এক মোটা কালো সুতো মুখে নিয়ে ব্যাটিং করছিলেন। এরপর সোশ্যাল মিডিয়ায় নেটিজ়েনরা দুই ভাগে বিভক্ত হয়ে দু'রকম মন্তব্য করেছেন।

Shakib Al Hasan: কালো মোটা সুতো মুখে নিয়ে ব্যাটিং সাকিবের, নেপথ্যে কালা জাদু নাকি অন্য কিছু? নেটিজ়েনরা বলছেন...
Shakib Al Hasan: কালো মোটা সুতো মুখে নিয়ে ব্যাটিং সাকিবের, নেপথ্যে কালা জাদু নাকি অন্য কিছু? নেটিজ়েনরা বলছেন...Image Credit source: X
Follow Us:
| Updated on: Sep 20, 2024 | 6:10 PM

কলকাতা: সাকিব আল হাসান (Shakib Al Hasan) প্রায় সব সময় থাকেন আলোচনায়। ভারত সফরে এসেও তার অন্যথা হয়নি। চিপকে শুক্রবার প্রথম টেস্টের (Test) দ্বিতীয় দিনের খেলা চলাকালীন তাঁকে এক অন্যরকম অবস্থায় দেখা গিয়েছে। বাংলাদেশের প্রথম ইনিংস চলাকালীন সাকিবকে দেখা যায় এক মোটা কালো সুতো মুখে নিয়ে ব্যাটিং করছিলেন। এরপর সোশ্যাল মিডিয়ায় নেটিজ়েনরা দুই ভাগে বিভক্ত হয়ে দু’রকম মন্তব্য করেছেন। ভারতীয় বোলারদের করা প্রতিটি বলের মুখোমুখি হওয়ার সময় দেখা গিয়েছিল, সাকিব শক্ত করে মুখে একটি কালো মোটা সুতো ধরছেন। নেপথ্য কী?

বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান কেন কালো মোটা সুতো মুখে চেপে ব্যাটিং করছিলেন? ভারতের প্রাক্তন উইকেটকিপার ব্যাটার দীনেশ কার্তির ধারাভাষ্য দেওয়ার সময় তা নিয়ে জানান। বাংলাদেশের প্রাক্তন ক্যাপ্টেন তামিম ইকবালের কাছ থেকে ডিকে জানতে পেরেছেন, সাকিবের ওভাবে ব্যাটিং করার কারণ। হেড পজিশন ঠিক রাখতেই সাকিব নাকি কালো মোটা সুতো যা অনেকেই বলছেন, হেলমেটের স্ট্র্যাপ সেটি মুখে চেপে রেখেছিলেন। এর আগে ব্যাটিংয়ের সময় চোখ নিয়ে সমস্যায় পড়েছিলেন সাকিব। লন্ডনে তার জন্য চিকিৎসা করিয়েছিলেন। গ্লোবাল টি-২০ কানাডা লিগে তাঁকে জার্সি কামড়ে ব্যাটিং করতে দেখা গিয়েছিল। এ বার ভারতের বিরুদ্ধে টেস্টের সময় অন্য ভাবে দেখা গেল।

এই খবরটিও পড়ুন

আসল কারণ কী, তা তো সাকিব নিজে মুখে বলেননি। কিন্তু নেটিজ়েনরা দুই রকম কথাবার্তা বলছেন সোশ্যাল মিডিয়ায়। তাতে রয়েছে কালা জাদুর উল্লেখও। এক এক্স ব্যবহারকারী সাকিবের ওই ভাইরাল হওয়া ছবিতে কমেন্ট করেছেন, ‘কালা জাদু সর্বোচ্চ পর্যায়ে।’