মেলবোর্নে বক্সিং ডে টেস্টে কেন হারল ভারত? একঝাঁক প্রশ্ন উঠে আসবে। তার মধ্যে অন্যতম ক্যাপ্টেনের পারফরম্যান্স। শুধুমাত্র এই ম্যাচের চিত্রই এমন নয়। ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ হোক কিংবা অস্ট্রেলিয়া। একের পর এক ব্যর্থতা। পারথ টেস্টে ছিলেন না রোহিত। জসপ্রীত বুমরার নেতৃত্বে জয় দিয়ে সিরিজ শুরু করেছিল ভারত। রোহিতের ক্যাপ্টেন্সি নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তেমনই ব্যাটিংয়েও। অধিনায়কের পারফরম্যান্স খারাপ হলে বাকিদের মধ্যেও তার প্রভাব পড়ে। সাংবাদিক সম্মেলনে কী বলছেন রোহিত শর্মা? অবসরের ইঙ্গিতও কি দিয়ে রাখলেন?
ম্যাচ এবং নিজের পারফরম্যান্স প্রসঙ্গে বলেন, ‘ব্যাটিংয়ের দিক থেকে অনেক কিছুই চেষ্টা করছি। কিন্তু কিছুই ঠিক হচ্ছে না। মানসিক ভাবে এটা খুবই চ্যালেঞ্জিং। বড় হতাশা। সব এই পরিস্থিতিতেই রয়েছে। টিম হিসেবেও আমাদের অনেক কিছু ভাবতে হবে। তেমনই ব্যক্তিগত ভাবে নিজেকেও। এখনও একটা ম্যাচ বাকি। সেটা জিততে পারলে সিরিজ ড্র হবে। হয়তো এই পরিস্থিতি থেকে সেটাই ভালো রেজাল্ট।’ সিডনি টেস্টের পর নিজে কি কোনও সিদ্ধান্ত নিতে চলেছেন? এই প্রশ্নটা যেন থেকেই গেল।
ভারতের হারের অন্যতম টার্নিং পয়েন্ট বলা যায় ঋষভ পন্থের উইকেটও। প্রথম ইনিংসে দলের কঠিন পরিস্থিতিতে পরিণত ইনিংস খেলা প্রয়োজন ছিল। কিন্তু পরপর দু-বলে ফ্যান্সি শট খেলেন পন্থ। প্রথমটি মিস করেন। দ্বিতীয় ডেলিভারিতে আউট। দ্বিতীয় ইনিংসে একশোর উপর ডেলিভারি খেলে হঠাৎই লুজ শট খেলে উইকেট খোয়ান। পন্থ ক্রিজে থাকলে এই টেস্টটা অন্তত ড্র করতে পারত ভারতীয় দল।
সাংবাদিক সম্মেলনে পন্থকে নিয়ে প্রশ্নের মুখেও পড়লেন রোহিত। তাঁর আউটের ধরন নিয়ে বলছেন, ‘ম্যাচের রেজাল্ট নিয়ে প্রত্যেকেই হতাশ। কেউ বলে দেওয়ার চেয়ে পন্থকে নিজেও বুঝতে হবে ওর কী প্রয়োজন। অতীতে ও আমাদের অনেক সাফল্য দিয়েছে। ক্যাপ্টেন হিসেবে ওকে নিয়ে অনেক ভাবনাই আসছে। অনেক সময়ই ওর জন্য ঘুরে দাঁড়াতে পেরেছি। আবার কখনও হতাশ হয়েছি। তবে একটা ভারসাম্য প্রয়োজন। যে সাফল্য দিয়েছে ক্যাপ্টেন হিসেবে তার সঙ্গে কী কথা বলব? ওকে দীর্ঘ সময় ধরে চিনি, ওর খেলার স্টাইলও জানি। পরিস্থিতিটা ওকে বুঝতে যে ঝুঁকি নেওয়া কি প্রয়োজন? এমন নয় যে ও টিমের প্রয়োজন বোঝে না। তবে ওকে এটা বলা যে কী করা উচিত, কী করা নয়, এর ফারাক করা কঠিন।’