WTC Points Table: MCG-র হারে জটিল অঙ্ক ভারতের, টেস্ট ফাইনালের ভাগ্য শ্রীলঙ্কার হাতে!

Dec 30, 2024 | 1:38 PM

IND vs AUS: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলের তিনে রয়েছে ভারত। এখনও অবধি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে ১৮টি ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া। তাতে পয়েন্ট পার্সেন্টেজ ৫২.৭৮।

WTC Points Table: MCG-র হারে জটিল অঙ্ক ভারতের, টেস্ট ফাইনালের ভাগ্য শ্রীলঙ্কার হাতে!
ভারত কি পারবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠতে?
Image Credit source: Robert Cianflone/Getty Images

Follow Us

কলকাতা: হারের মুখ দেখেই মেলবোর্নে শেষ অবধি থামল ভারত। সেই সঙ্গে ভারতের জন্য জটিল হল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (World Test Championship Final) ওঠার অঙ্ক। এই পরিস্থিতিতে বিশ্ব টেস্ট ফাইনালে ওঠার জন্য টিম ইন্ডিয়াকে (Team India) লক্ষ্য রাখতে হবে শ্রীলঙ্কার পারফরম্যান্সের দিকে। আরও ভালো করে বললে, ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার ভাগ্য অনেকটা নির্ভর করছে শ্রীলঙ্কার হাতে।

বর্ডার গাভাসকর ট্রফির চতুর্থ টেস্টে ভারত ১৮৪ রানে মেলবোর্নে হেরেছে। যার প্রভাব পড়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে। এই ফাইনালের লড়াইয়ে ছিল ৪ দল। সেখান থেকে দক্ষিণ আফ্রিকা প্রথম দল হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ফাইনালিস্ট হয়েছে। ভারতের সম্ভবনা এ বার কতখানি? উঠছে সেই প্রশ্ন।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলের শীর্ষে আপাতত দক্ষিণ আফ্রিকা। ১১ ম্যাচে ৭ জয়, ৩ হার ও ১টি ড্রয়ের পর প্রোটিয়াদের পয়েন্ট পার্সেন্টেজ ৬৬.৬৭। দুইয়ে থাকা অস্ট্রেলিয়া ১৬ ম্যাচ খেলে ১০ জয়, ৪ হার ও ২টি ড্রয়ের পর পয়েন্ট পার্সেন্টেজ ৬১.৪৬। এই তালিকায় তিনে রয়েছে ভারত। এখনও অবধি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে ১৮টি ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া। তাতে পয়েন্ট পার্সেন্টেজ ৫২.৭৮।

এই খবরটিও পড়ুন

ভারত কী ভাবে উঠতে পারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে? এর জন্য অতি অবশ্যই সিডনি টেস্ট জিততে হবে ভারতকে। কিন্তু তাতেই মিলবে না টিকিট। যদি ভারত ওই ম্যাচ জিতে সিরিজ ২-২ শেষ করে, তার পর নজর রাখতে হবে শ্রীলঙ্কার দিকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে সিরিজ জিততে হবে, তা হলে ভারত পয়েন্ট টেবলের দুইয়ে থাকবে এবং ফাইনালে ওঠার সম্ভবনাও থাকবে।

মেলবোর্ন টেস্টের শেষে আপডেটেড পয়েন্ট টেবল। দেখুন প্রথম চারে থাকা দলগুলোর পয়েন্ট কত। (ছবি-বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ওয়েবসাইট)

 

Next Article