Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ranji Trophy: ৫৬ বলে বিস্ফোরক সেঞ্চুরি, রঞ্জিতে অল্পের জন্য রক্ষা পেল পন্থের দ্রুততম শতরান!

বছর আটেক আগে এক বিস্ফোরক ইনিংসের মধ্যে দিয়ে উত্থান হয়েছিল ঋষভ পন্থের (Rishabh Pant)। ২০১৬-১৭ মরসুমে ঝাড়খণ্ডের বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) মাত্র ৪৮ বলে সেঞ্চুরি করেছিলেন ঋষভ পন্থ। ঘরোয়া ক্রিকেটে ওই মারকাটারি ইনিংসের পর আর পিছন ফিরে তাকাতে হয়নি পন্থকে। উইকেটকিপার-ব্যাটার আইপিএলেও মেলে ধরেছিলেন নিজেকে। রঞ্জিতে আজও পন্থের রেকর্ড অধরাই থেকে গিয়েছে। তবে ওই ইনিংস প্রায় ভেঙে ফেলছিলেন আসামের এক ক্রিকেটার।

Ranji Trophy: ৫৬ বলে বিস্ফোরক সেঞ্চুরি, রঞ্জিতে অল্পের জন্য রক্ষা পেল পন্থের দ্রুততম শতরান!
Ranji Trophy: ৫৬ বলে বিস্ফোরক সেঞ্চুরি, রঞ্জিতে অল্পের জন্য রক্ষা পেল পন্থের দ্রুততম সেঞ্চুরি!Image Credit source: X
Follow Us:
| Updated on: Jan 08, 2024 | 1:55 PM

নয়াদিল্লি: বছর আটেক আগে এক বিস্ফোরক ইনিংসের মধ্যে দিয়ে উত্থান হয়েছিল ঋষভ পন্থের (Rishabh Pant)। ২০১৬-১৭ মরসুমে ঝাড়খণ্ডের বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) মাত্র ৪৮ বলে সেঞ্চুরি করেছিলেন ঋষভ পন্থ। ঘরোয়া ক্রিকেটে ওই মারকাটারি ইনিংসের পর আর পিছন ফিরে তাকাতে হয়নি পন্থকে। উইকেটকিপার-ব্যাটার আইপিএলেও মেলে ধরেছিলেন নিজেকে। রঞ্জিতে আজও পন্থের রেকর্ড অধরাই থেকে গিয়েছে। তবে ওই ইনিংস প্রায় ভেঙে ফেলছিলেন আসামের এক ক্রিকেটার। যে পরিস্থিতিতে পন্থের দ্রুততম সেঞ্চুরি ছিল, রিয়ান পরাগও (Riyan Parag) সেই পরিস্থিতিতেই মেলে ধরেছেন নিজেকে।

ঝাড়খণ্ড ওই বছর রঞ্জিতে দিল্লির বিরুদ্ধে ৪৯৩ তুলেছিল। জবাবে দিল্লি করেছিল ৩৩৪ রান। টিমকে লড়াইয়ে রেখেছিলেন পন্থই। প্রথম ইনিংসে ৮২ বলে সেঞ্চুরি করেছিলেন বাঁ হাতি ব্যাটসম্যান। কিন্তু ফলোঅন করতে নেমে বিপদে পড়ে গিয়েছিল দিল্লি। সেখান থেকে টিমকে আবার লড়াইয়ে ফিরিয়েছিলেন পন্থই। দ্বিতীয় ইনিংসে মাত্র ৪৮ বলে সেঞ্চুরি করেছিলেন ভারতীয় কিপার। মেরেছিলেন ১৩টা ছয়। সব মিলিয়ে ৬৭ বলে করেছিলেন ১৩৫ রান। পন্থের জন্যই ম্যাচ ড্র করতে পেরেছিল দিল্লি। পন্থের সেই ইনিংসই যেন মনে করিয়ে দিলেন পরাগ।

ছত্তীসগঢ় আগে ব্যাট করে তুলেছিল ৩২৭। জবাবে প্রথম ইনিংসে মাত্র ১৫৯ রানে শেষ হয়ে যায় আসাম। ক্যাপ্টেন পরাগ মাত্র ৮ করে ফিরে যান। কিন্তু টিম ফলোঅন করতে নামার পরই বিধ্বংসী ব্যাটিং করেন পরাগ। ৮৭ বলে ১৫৫ রানের ইনিংস খেলেন। মেরেছেন ১১টা চার ও ১২টা ছয়। স্ট্রাইক রেট ১৭৮.১৬। আইপিএলের ঢংয়ে ব্যাটিং করেছেন। ৫৬ বলে সেঞ্চুরি করে রঞ্জি ক্রিকেটের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করে ফেলেছেন তিনি। কিন্তু বাকি টিম আর কিছুই করতে পারেনি। একদিনে পরাগ ১৫৫ রান করলেও বাকি মিলে ৯৯ যোগ করতে পেরেছেন। রায়পুরে ২৫৪ রানে শেষ আসাম। টিম কিছু করতে না পারলেও ২২ বছরের পরাগের এই ইনিংস নিয়ে রীতিমতো চর্চা চলছে ভারতীয় ক্রিকেট মহলে।