Rohit Sharma: গম্ভীর নন, সাফল্যের রোডম্যাপ তৈরির জন্য কোচ দ্রাবিড়কে কৃতিত্ব দিচ্ছেন রোহিত!
Indian Cricket News: পুরস্কারের মঞ্চ থেকে রাহুল দ্রাবিড়ের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন রোহিত শর্মা। যা নিয়ে চর্চা কম নেই ভারতীয় ক্রিকেট মহলে। ২০২৩ সালের ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারত। কিন্তু অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি। পরের বছর, ২০২৪ সালে কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত।

কলকাতা: অস্ট্রেলিয়া সফরের দলে জায়গা পেয়েছেন দুই মহাতারকা। কিন্তু এটাই কি শেষ সফর? ফেয়ারওয়েল ট্যুর কিনা, তা নিয়ে প্রশ্নের অন্ত নেই। অনেকেই এর পিছনে দেখতে পাচ্ছেন গৌতম গম্ভীরকে। এরই মধ্যে একটি পুরস্কারের মঞ্চ থেকে রাহুল দ্রাবিড়ের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন রোহিত শর্মা। যা নিয়ে চর্চা কম নেই ভারতীয় ক্রিকেট মহলে। ২০২৩ সালের ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারত। কিন্তু অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি। পরের বছর, ২০২৪ সালে কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত। সেই জয়ের ধারা ভারত অব্যহত রেখেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও।
রোহিত বলে দিয়েছেন, ‘আমরা কোয়ালিটি আনতে চেয়েছিলাম টিমে। আমাদের মনে হয়েছিল, এটাই ভালো দিক, মাঠে নামো আর করে দেখাও। একবার নয়, বারবার। প্রত্যেকেই এই পদ্ধতি উপভোগ করেছে। আমরা যখন একটা ম্য়াচ জিতেছি, ওটা সম্পূর্ণ ভুলে গিয়ে পরের ম্যাচের দিকে তাকিয়েছি। টিমের এই ফর্ম আমাকে আর রাহুলভাইকে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনা সাজাতে সাহায্য করেছে। তারই মধ্যে এসে পড়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি।’
ভারতীয় ক্রিকেটের ইতিহাসে মহেন্দ্র সিং ধোনির পর অন্যতম সফল ক্যাপ্টেনের নাম রোহিত শর্মা। ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে যদি হেরে না যেতেন, তা হলে বৃত্ত সম্পূর্ণ করে ফেলতে পারতেন। সেই আক্ষেপ আগামী মিটবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে যথেষ্ট। তবে, রোহিত অন্য ধাতুতে গড়া। তিনি কিন্তু দুটো আইসিসি ট্রফি জয়ের যাবতীয় কৃতিত্ব দিচ্ছেন নিজের টিমকে।
যে টিমের নেতৃত্ব দিয়েছেন রোহিত, সেই টিমকে তিনি ভালোবাসেন। রোহিতের কথায়, ‘আমি টিমটাকে ভালোবাসি। দীর্ঘ সময় ধরে ওই টিমের সঙ্গে খেলাটা উপভোগ করেছি। এটা সম্ভব হয়েছিল, দীর্ঘদিন ধরে কাজ করার ফলে ওই জায়গায় পৌঁছতে পেরেছিলাম। বেশ কয়েকবার আমরা ট্রফি জেতার কাছাকাছি পৌঁছতে পেরেছিলাম, কিন্তু কোনও একটা বাধার সামনে গিয়ে আটকে যাচ্ছিলাম। ওই সময় আমরা ঠিক করেছিলাম, কিছু একটা করতেই হবে। যাতে ট্রফির কাছ পর্যন্ত পৌঁছতে পারি। এটা কোনও একজনের পক্ষে সম্ভব ছিল না। এটা আমরা সবাই মিলে করে দেখিয়েছি।’
