Rohit on Gautam: হেডস্যার গৌতম গম্ভীর কেমন? এক শব্দে রোহিত যা বললেন, পড়ল শোরগোল

India vs Bangladesh: বর্তমানে ভারতীয় ক্রিকেট টিম বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ব্যস্ত। সেখানে দলের সঙ্গে রয়েছেন হেড কোচ গৌতম গম্ভীরও। এ বছর টি-২০ বিশ্বকাপের পর রাহুল দ্রাবিড় ভারতের কোচের দায়িত্ব ছাড়েন। তারপর নতুন কোচ হন গৌতম।

Rohit on Gautam: হেডস্যার গৌতম গম্ভীর কেমন? এক শব্দে রোহিত যা বললেন, পড়ল শোরগোল
হেডস্যার গৌতম গম্ভীর কেমন? এক শব্দে রোহিত যা বললেন, পড়ল শোরগোলImage Credit source: PTI
Follow Us:
| Updated on: Sep 29, 2024 | 1:34 PM

কলকাতা: ভারতীয় টিমে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) জমানা চলছে। তিনি যে দিন থেকে ভারতের দায়িত্ব নিয়েছেন, তাতে প্রথম টি-২০ সিরিজ জিতেছিল দল। এরপর ওডিআই সিরিজে হারতে হয়েছিল মেন ইন ব্লুকে। এ বার তাঁর কোচিংয়ে ভারতীয় টিম প্রথম টেস্ট ম্যাচ জিতেছে। কিন্তু এই সিরিজ জেতা হবে কিনা, তা এখনও নিশ্চিত নয়। কারণ কানপুরে বার বার বৃষ্টির কারণে ম্যাচে বাধা তৈরি হচ্ছে। এরই মাঝে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) হেডস্যার গৌতমকে নিয়ে এক শব্দে যা বলেছেন, তা রীতিমতো শোরগোল ফেলেছে।

জিও সিনেমায় ভারতের হেড কোচ গৌতম গম্ভীরকে নিয়ে বলতে গিয়ে রোহিত পুরনো কোচ রাহুল দ্রাবিড়ের প্রসঙ্গও টেনেছেন। হিটম্যান বলেন, ‘আমরা কোচিংয়ে একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। আগে রাহুল ভাই আমাদের কোচ ছিলেন। আর এখন গৌতম গম্ভীর আমাদের কোচ। ও ক্রিকেটার হিসেবে বেশ খড়ুশ (জেদি, একগুয়ে)। একাধিক জটিল ম্যাচে তিনি দারুণ কয়েকটা ইনিংস খেলেছিলেন।’

অনেকেই এই ‘খড়ুশ’ শব্দটার একাধিক মানে বের করতে পারেন। আসলে এই শব্দটির একাধিক অর্থও রয়েছে। মুম্বই ক্রিকেটে এই শব্দ ব্যবহার করা হয়, এমন ক্রিকেটারের জন্য, যিনি খেলাকেই প্রাধান্য দেন। দলের হয়ে ভালো পারফর্ম করার জেদ রয়েছে যাঁর মধ্যে। ফলে, রোহিতও হেড কোচ গৌতমকে নিয়ে এই শব্দ বলার মাধ্যমে বোঝাতে চেয়েছেন, তাঁর কাছে ভালো খেলার উর্ধ্বে কিছু নেই। প্রকৃত অর্থেই গৌতম খেলা নিয়ে ভীষণ সিরিয়াস। দলে ফাঁকির কোনও জায়গাকে প্রশয় দেন না তিনি। মাঠে নামলে জয়ই শেষ কথা গম্ভীরের জন্য। সেই ভাবেই টিমের সকলকে উদ্বুদ্ধ করেন তিনি।