Rohit Sharma: আমার তিন স্তম্ভ… সাফল্যের জন্য যাঁদের চূড়ায় বসালেন রোহিত শর্মা
রোহিত শর্মা এ বার বিশ্বকাপ জয়ের নেপথ্যে থাকা ভারতীয় টিমের সাফল্যের জন্য তিন স্তম্ভকে খুঁজে বের করেছেন। তিনি নিজের নাম করেননি। বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়ার নামও রোহিতের মুখে শোনা যায়নি।
কলকাতা: টিম ইন্ডিয়া বিশ্বজয় করার পর অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) মুকুটে এক বিশেষ পালক জুড়েছিল। ভারতের টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জয়ের নেপথ্যে একা কোনও ক্রিকেটার নেই, ছিলেন ১১জন। রোহিত এ বার বিশ্বকাপ জয়ের নেপথ্যে থাকা ভারতীয় টিমের সাফল্যের জন্য তিন স্তম্ভকে খুঁজে বের করেছেন। তিনি নিজের নাম করেননি। বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়ার নামও রোহিতের মুখে শোনা যায়নি। তা হলে ঠিক কাদের নাম বললেন হিটম্যান?
রোহিত শর্মার স্বপ্নপূরণের তিন স্তম্ভ কারা?
সম্প্রতি CEAT Awards এর এক অনুষ্ঠানে রোহিত শর্মা জানান, যে তিন স্তম্ভের কাছে সাহায্য পেয়েছেন তিনি, তাঁরা হলেন বোর্ড সচিব জয় শাহ, ভারতের কোচ রাহুল দ্রাবিড় ও নির্বাচক প্রধান অজিত আগরকর। টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন বলেন, ‘আমার স্বপ্ন ছিল এই দলটাকে বদলে দেওয়া। পরিসংখ্যান, ফলাফল নিয়ে আমি ভাবতে চাইনি। আমি বরাবর এমন পরিবেশ তৈরি করতে চেয়েছিলাম, যেখানে বেশি কিছু না ভেবে ক্রিকেটারেরা নিজেদের ভাবনা প্রকাশ করতে পারে।’
রোহিতের মতে, ‘এটাই দরকার ছিল। আমি তিন স্তম্ভ, জয় শাহ, রাহুল দ্রাবিড় এবং নির্বাচক প্রধান অজিত আগরকরের সাহায্য পেয়েছিলাম। আমার জন্য কাজটা বেশ কঠিন ছিল। আর ক্রিকেটারদের কথা ভুললে চলবে না। বিভিন্ন পরিস্থিতিতে ওরা এগিয়ে এসে দলকে সাহায্য করেছিল বলেই আমরা এত কিছু অর্জন করতে পেরেছি।’
বিশ্বজয়ের মুহূর্ত কারও জীবনে রোজ রোজ আসে না। এই প্রসঙ্গে রোহিত শর্মা বলেন, ‘এই অনুভূতি তো প্রতিদিন আসে না। আমরা দীর্ঘদিন ধরেই এমন দিনের অপেক্ষায় ছিলাম। তাই যখন আমরা বিশ্বকাপ জিতেছিলাম, সেই সময় মনে হয়েছিল প্রতিটা মুহূর্ত উপভোগ করা উচিত আমাদের। আমরা ভালো খেলেছিলাম। তাই সকলে মিলে উৎসব করতে পেরেছি। দেশের সকলে আমাদের সঙ্গে যে ভাবে সেলিব্রেট করেছিলেন, তাঁদের ধন্যবাদ জানাই।’
উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর যে সময় সকল ভারতীয় ক্রিকেট প্রেমী খুশিতে আত্মহারা ছিলেন, সেই সময় আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে বিদায় জানান ভারত অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজারা।