Rohit Sharma: পরবর্তী গিল-বুমরা-যশস্বী আসবে এখান থেকে… কোন ঠিকানা, রোহিত-যোগই বা কোথায়?

Oct 03, 2024 | 7:21 PM

Watch Video: রোহিত শর্মার মুখে মারাঠি ভাষায় কথা শুনেছেন? বেশ মিষ্টি করে মারাঠিতে কথা বলেন ভারত অধিনায়ক। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি রোহিতের মারাঠিতে কথা বলার এক ভিডিয়ো ভাইরাল হয়েছে।

Rohit Sharma: পরবর্তী গিল-বুমরা-যশস্বী আসবে এখান থেকে... কোন ঠিকানা, রোহিত-যোগই বা কোথায়?
Rohit Sharma: পরবর্তী গিল-বুমরা-যশস্বী আসবে এখান থেকে... কোন ঠিকানা, রোহিত-যোগই বা কোথায়?
Image Credit source: X

Follow Us

কলকাতা: ভারত সম্প্রতি বাংলাদেশকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে। রবিবার থেকে টিম ইন্ডিয়া ও বাংলাদেশের টি-২০ সিরিজ শুরু হবে। এখন আর দেশের হয়ে টি-টোয়েন্টিতে খেলেন না বিরাট-রোহিতরা। টি-২০ বিশ্বজয়ের পর তাঁরা আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। বাংলাদেশ টেস্ট সিরিজের পর বিরাট কোহলি চলে গিয়েছেন লন্ডনে। পরিবারের সঙ্গে সময় কাটাতে। আর রোহিত শর্মা কানপুর থেকে ফেরেন মুম্বইতে নিজের বাড়িতে। আজ, বৃহস্পতিবার রোহিত শর্মা (Rohit Sharma) মহারাষ্ট্রের কারজাতে নিজের ক্রিকেট অ্যাকাডেমির উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানেই তিনি জানান, ওই ক্রিকেট অ্যাকাডেমি থেকে ভারতীয় টিমে আসবে পরবর্তী শুভমন, যশস্বী, জসপ্রীতরা।

রোহিত শর্মার মুখে মারাঠি ভাষায় কথা শুনেছেন? বেশ মিষ্টি করে মারাঠিতে কথা বলেন ভারত অধিনায়ক। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি রোহিতের মারাঠিতে কথা বলার এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োতে তিনি জানান, তাঁর মারাঠি অতটা ভালো নয়। কিন্তু তিনি ঠিক করে বলার চেষ্টা করছেন। নিজের ক্রিকেট অ্যাকাডেমির উদ্বোধনী অনুষ্ঠানে রোহিত বলেন, ‘আমরা এ বার কারজাতে ক্রিকেট অ্যাকাডেমি খুললাম। আমি সকলকে নিশ্চিত ভাবে বলতে পারি এখান থেকে পরবর্তী শুভমন গিল, যশস্বী জয়সওয়াল এবং জসপ্রীত বুমরা এখান থেকেই উঠে আসবে।’

এই খবরটিও পড়ুন

এ বছর টিম ইন্ডিয়ার বিশ্বকাপ জয়ের স্বপ্নপূরণ হয়েছে রোহিতের হাত ধরে। মহারাষ্ট্রের কারজাতে ক্রিকেট অ্যাকাডেমির উদ্বোধনী অনুষ্ঠানে রোহিত বিশ্বজয়ের প্রসঙ্গে বলেন, ‘আমাদের বড় লক্ষ্য ছিল বিশ্বকাপ জয়। বিশ্বকাপ জেতার পর মনে হয় আমার জীবন সত্যিই আমার কাছে এসেছে।’ সেখানে মঞ্চে উপস্থিত সঞ্চালক বলেন, ‘আমাদের আর একটা বিশ্বকাপ লাগবে।’ এরপর তিনি থিকথিকে ভিড়ের উদ্দেশ্যে প্রশ্ন করেন, ‘আগামী বিশ্বকাপে আমাদের অধিনায়ক কে হবেন?’ সেখানে উপস্থিত দর্শকরা একসঙ্গে নাম নেন রোহিত শর্মার। তা শুনে হাসিমুখে সকলকে ধন্যবাদ জানান হিটম্যান।

৬টি দেশে রোহিত শর্মার মোট ৪২টি ক্রিকেট অ্যাকাডেমি রয়েছে। ভারত অধিনায়কের ক্রিকেট অ্যাকাডেমির নাম Crickingdom। টি-২০ বিশ্বকাপের সময় তিনি মার্কিন মুলুকে নিজের ক্রিকেট অ্যাকাডেমি খুলেছিলেন। ভারতে একাধিক জায়গায় তাঁর ক্রিকেট অ্যাকাডেমি রয়েছে। এ বার মহারাষ্ট্রের কারজাতে তিনি খুললেন ৪২তম অ্যাকাডেমি।

Next Article