India vs Sri Lanka: টেস্ট টিমে ডাক পেলেন, জানেন কে এই সৌরভ কুমার?

Saurabh Kumar: শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে ভারতের (India) আসন্ন ২ ম্যাচের টেস্ট (Test) সিরিজের দলে ডাক পেলেন সৌরভ কুমার (Saurabh Kumar)। কিন্তু কে এই সৌরভ কুমার?

India vs Sri Lanka: টেস্ট টিমে ডাক পেলেন, জানেন কে এই সৌরভ কুমার?
সৌরভ কুমার (ছবি-টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Feb 19, 2022 | 4:57 PM

নয়াদিল্লি: শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে ভারতের (India) আসন্ন ২ ম্যাচের টেস্ট (Test) সিরিজের দলে ডাক পেলেন সৌরভ কুমার (Saurabh Kumar)। কিন্তু কে এই সৌরভ কুমার? ২৮ বছরের বাঁ হাতি এই স্পিনার সকলের কাছে খুব একটা পরিচিত নাম নয়। তবে ইন্ডিয়া এ (India A) টিমের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে সৌরভের। অল-রাউন্ডার হিসেবেই ভারতীয় দলে ডাক পেয়ে গেলেন উত্তরপ্রদেশের ভাগপতের ছেলে সৌরভ।

শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের স্কোয়াডে ভারতীয় টিমে ইতিমধ্যেই রয়েছেন রবীন্দ্র জাডেজা। থাকার সম্ভাবনা ছিল অক্ষর প্যাটেলেরও। তবে এখনও রিহ্যাব প্রক্রিয়া পূর্ণ হয়নি অক্ষরের। তাই তাঁর বদলে আর এক অল-রাউন্ডার হিসেবে সৌরভকে নিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ২০২১ সালে বেস প্রাইস ২০ লক্ষ টাকা দিয়ে পঞ্জাব কিংস কিনেছিল সৌরভকে। কিন্তু কোনও ম্যাচে খেলার সুযোগ পাননি উত্তরপ্রদেশের ছেলে সৌরভ। রবীন্দ্র জাডেজার পর অক্ষর প্যাটেলকে ভারতীয় দল অল-রাউন্ডার হিসেবে পুরোপুরি তৈরি করার চেষ্টা করেছিল। অক্ষর তাঁর কাজটা বেশ ভালোভাবেই করছেন। তবে এ বার তাঁর পরবর্তী মুখ হিসেবে সৌরভকে তুলে আনল বিসিসিআই।

২০২১ সালের শেষের দিকে ভারতের এ দলের হয়ে দক্ষিণ আফ্রিকায় প্রোটিয়াদের এ দলের বিরুদ্ধে ২টি ম্যাচে খেলেছিলেন সৌরভ। তাতে কিন্তু খুব একটা চমকপ্রদ পারফরম্যান্স হয়নি তাঁর। একটি ম্যাচে ব্যাট হাতে ২৩ রানের পাশাপাশি এক ইনিংসে ১ উইকেটের বিনিময়ে দিয়েছিলেন ৭৫ রান। এবং দ্বিতীয় ইনিংসে ৪২ রানের বিনিময়ে নিয়েছিলেন ১টি উইকেট। এবং দ্বিতীয় ম্যাচে ব্যাটিং করেননি। তবে এক ইনিংসে ৫২ রান খরচ করে পেয়েছিলেন ২ উইকেট। আর একটি ইনিংসে ৬৪ রান দিলেও মেলেনি উইকেট। ২০১৯-২০ রঞ্জি মরসুমে ৮ ম্যাচে ৪৪টি উইকেট নিয়েছিলেন তিনি। পাশাপাশি ৪৬টি প্রথম শ্রেনীর ক্রিকেটে ম্যাচে ১৫৭২ রান করেছেন। এবং পেয়েছেন ১৯৬টি উইকেট। তবে এখনই ভারতের জার্সিতে তাঁর যে অভিষেক হবে, তা বলা যাচ্ছে না। কিন্তু রিজার্ভ প্লেয়ার হিসেবে সুযোগটা পেয়ে গেলেন সৌরভ।

আরও পড়ুন:  India vs West Indies: বায়ো-বাবল ভেঙে টিম থেকে সরলেন কোন ২ তারকা?

আরও পড়ুন: Breaking News: ভারতের নতুন টেস্ট ক্যাপ্টেন রোহিত শর্মা