Wriddhiman Saha: ঋদ্ধি ইস্যুতে নীরব সৌরভ, মুখ খুলল সিএবি
রবিবার সিরিজের শেষ টি-২০ দেখতে ইডেনে এসেছিলেন বোর্ড সভাপতি। ঋদ্ধি ইস্যু নিয়ে বিশেষ কোনও কথা বলতে চাইলেন না মহারাজ ।
কলকাতা: ঋদ্ধি ইস্যু এড়িয়ে গেলেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। রবিবার সিরিজের শেষ টি-২০ দেখতে ইডেনে এসেছিলেন বোর্ড সভাপতি। ঋদ্ধি ইস্যু নিয়ে বিশেষ কোনও কথা বলতে চাইলেন না মহারাজ । সৌরভ বলেছেন, ‘সবই দেখছি, সবই পড়ছি। এটা নিয়ে আর কিই বা বলব।’ বয়সের কারণে যে ৪ ক্রিকেটার বাদ পড়েছেন তাঁরা রঞ্জিতে পারফর্ম করলে জাতীয় দলে ডাক পাবেন? সৌরভের উত্তর, ‘নির্বাচকরা বলতে পারবে।’ শনিবার দল থেকে বাদ পড়ার পরই বিস্ফোরক হয়ে ওঠেন ঋদ্ধিমান (Wriddhiman Saha)। বাংলার কিপার বলেন, ‘দঃ আফ্রিকা সফরেই কোচ রাহুল দ্রাবিড় আমাকে বলেছিল অন্য কিছু ভাবতে। নিউজিল্যান্ড সিরিজে ঘাড়ে ব্যথা নিয়েও খেলেছিলাম। দাদি (পড়ুন সৌরভ গঙ্গোপাধ্যায়) বলেছিল, আমি যতক্ষণ আছি চিন্তা নেই। দঃ আফ্রিকা সফরে একটা ম্যাচও না খেলার পর আমাকে জানিয়ে দেওয়া হয় শ্রীলঙ্কা সিরিজের জন্য আমাকে ভাবা হচ্ছে না। একটা সিরিজে ঠিক কি এমন হয়ে গেল জানিনা। আমার বয়স বেড়ে গেল না কি হল কে জানে!’
বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এই ইস্যুতে সরাসরি ভাবে এখনও মুখ না খুললেও সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় কিন্তু মুখ খুললেন। তিনি বলেন, ‘বয়সের জন্য যদি বাদ দেওয়া হয়ে থাকে তাহলে আমি মনে করিনা সেটা ঠিক। গ্রাহাম গুচ ৩৯ বছর বয়সে গিয়ে সেঞ্চুরি করেছে। তবে আমার মনে হয়, ঋদ্ধি প্রকাশ্যে এটা না বললেই ভালো করত। কারণ, মাঠই ওর জবাব দেওয়ার একমাত্র জায়গা। যদিও ৪০ টেস্ট খেলে ফেলা ঋদ্ধিকে নতুন ভাবে কিছু বলার নেই।’
প্রশ্ন হল সিএবি কি ফের ঋদ্ধিকে রঞ্জি খেলার কথা বলবে? স্নেহাশিস বলেন, ‘ঋদ্ধিমান সাহা যদি বাংলার হয়ে খেলতে চায়, ওর জন্য দরজা সবসময় খোলা। যদিও সেটা নির্বাচক কমিটি ঠিক করবে। ব্যক্তিগত কারণেই ও সরে দাঁড়িয়েছে এ বারের রঞ্জি থেকে।’ অতীতে অনেক ক্রিকেটারের জন্য সওয়াল করতে দেখা গিয়েছে সিএবিকে। ঋদ্ধির জন্য কি বোর্ডকে কিছু বলবে সিএবি? সেই সম্ভাবনা কিন্তু নেই। সিএবি সচিব তো বলেই দিলেন, ‘রঞ্জিতে ২টো সেঞ্চুরি করলে ওকে কে আটকাত।’ কিন্তু দেওয়াল লিখন তো পড়েই ফেলেছিলেন ঋদ্ধিমান। রাহানেও তো সেঞ্চুরি করে ব্রাত্যই রয়ে গেলেন।
আরও পড়ুন: India vs West Indies: ভেঙ্কি-সূর্যের তান্ডবে ইডেন ভারতেরই দখলে