Rohit Sharma: ছয়ের বন্যায় হিট ম্যান শো; অল্পের জন্য ষষ্ঠ সেঞ্চুরির রেকর্ড মিস রোহিত শর্মার
ICC MEN’S T20 WC 2024: রোহিতকে থামাতে নানা পরিকল্পনাই গড়ে অস্ট্রেলিয়া। তাতে অবশ্য লাভ হয়নি। ইনিংসের তৃতীয় ওভারে স্টার্ককে দারুণ আপ্যায়ণ করেন রোহিত। সেই ওভারে সব মিলিয়ে আসে ২৯ রান। রোহিতের বেশির ভাগ রানই আসছিল বাউন্ডারি কিংবা ওভার বাউন্ডারিতে। মাত্র ৩৮ বলেই ৯০-র ঘরে পৌঁছে যান রোহিত। ভারতীয় ক্রিকেট প্রেমীরা অপেক্ষায় ছিলেন আরও একটা সেঞ্চুরির।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ছয়ের রেকর্ড ছিল রোহিত শর্মার দখলেই। তবে আরও একটা মাইলফলক পেরোলেন রোহিত। প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০০ ছয়ের মাইলফলক পেরোলেন হিটম্যান। নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মার্টিন গাপ্টিলের ছয়ের সংখ্যা ১৭৩। বিরাট কোহলি শূন্য রানে ফিরতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একাই আক্রমণ রোহিতের। ১৯ বলে হাফসেঞ্চুরিতে পৌঁছন রোহিত শর্মা। সে সময় টিমের স্কোর মাত্র ৫২!
রোহিতকে থামাতে নানা পরিকল্পনাই গড়ে অস্ট্রেলিয়া। তাতে অবশ্য লাভ হয়নি। ইনিংসের তৃতীয় ওভারে স্টার্ককে দারুণ আপ্যায়ণ করেন রোহিত। সেই ওভারে সব মিলিয়ে আসে ২৯ রান। রোহিতের বেশির ভাগ রানই আসছিল বাউন্ডারি কিংবা ওভার বাউন্ডারিতে। মাত্র ৩৮ বলেই ৯০-র ঘরে পৌঁছে যান রোহিত। ভারতীয় ক্রিকেট প্রেমীরা অপেক্ষায় ছিলেন আরও একটা সেঞ্চুরির।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি সেঞ্চুরির নিরিখে এক আসনে ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল ও রোহিত শর্মা। দু-জনের ঝুলিতেই পাঁচটি করে সেঞ্চুরি। এ দিন কেরিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি করে ম্যাক্সওয়েলকে ছাপিয়ে একক ভাবে রেকর্ড দখলে করার সামনে ছিলেন রোহিত। কিন্তু টিমের রান বেশি জরুরি। স্লো খেলে সেঞ্চুরি পূরণ করতেই পারতেন। রানের গতিতে লাগাম দিতে চাননি। বড় শট খেলার চেষ্টায় বোল্ড হন। মাত্র ৪১ বলে ৯২ রান করেন রোহিত। স্ট্রাইকরেট প্রায় ২২৫। এর মধ্যে ৭টি বাউন্ডারি এবং ৮টি ছয়। এর মধ্যে একটি ১১০ মিটারের বিশাল ছয়ও রয়েছে।





