Suryakumar Yadav: ‘প্লিজ, প্রতিদ্বন্দ্বিতা বলবেন না…’, পাক সাংবাদিককে জবাব সূর্যকুমার যাদবের
India vs Pakistan, Asia Cup 2025: সেই বছর চারেক আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে। এমনটা কালে-ভদ্রে হয়। পাকিস্তান ফের একপেশে ম্যাচে হারিয়ে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব তাই অনুরোধ করলেন, যাতে ভারত-পাক ম্যাচকে আর প্রতিদ্বন্দ্বিতা না বলা হয়। এর কারণও ব্যাখা করলেন ক্যাপ্টেন স্কাই।

ভারত-পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বিতা। এখন আর বলা যাবে না! পরিস্থিতি যেন তাই বলছে। বিশ্বকাপের মঞ্চ হোক কিংবা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের টুর্নামেন্ট। দ্বিপাক্ষিক সিরিজ বন্ধের পর বহুদেশীয় টুর্নামেন্টেই ভারত-পাক মহারণ ভরসা। ফর্ম্যাট যাই হোক, পাকিস্তানের বিরুদ্ধে দাপট ভারতেরই। শেষ কবে ভারতে হারিয়েছিল পাকিস্তান? অনেকেরই মনে থাকার কথা নয়। সেই বছর চারেক আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে। এমনটা কালে-ভদ্রে হয়। পাকিস্তান ফের একপেশে ম্যাচে হারিয়ে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব তাই অনুরোধ করলেন, যাতে ভারত-পাক ম্যাচকে আর প্রতিদ্বন্দ্বিতা না বলা হয়। এর কারণও ব্যাখা করলেন ক্যাপ্টেন স্কাই।
প্রজন্ম বদলেছে, পরিস্থিতি একই। ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ভারতের জয়। এশিয়া কাপের আগে নানা তর্জন গর্জন করেছিল পাকিস্তান। গ্রুপ পর্বে ৭ উইকেটের ব্যবধানে হারিয়েছিল ভারত। পুরোপুরি একপেশে ম্যাচ। সুপার ফোরে পাকিস্তানের ব্য়াটিংয়ের সময় মনে হয়েছিল, এ বার চ্যালেঞ্জ করতে পারে পাকিস্তান। বোর্ডে ১৭২ রানের টার্গেট দিয়েছিল। পাকিস্তানের বোলাররা চাপে ফেলবে ভারতকে, এমন অনুমান করেছিলেন অনেকেই। কিন্তু অভিষেক শর্মা ও শুভমন গিলের ব্যাটিং তাণ্ডবে প্রমাদ গোনে পাকিস্তান। একেক সময় মনে হয়েছে এই দু-জনই ম্যাচ ফিনিশ করবেন। শেষ অবধি ৬ উইকেটে জয়। কোনও চ্যালেঞ্জই দেখা যায়নি।
ফের পাকিস্তান বধ করে সাংবাদিক সম্মেলনে ছিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। পাকিস্তানের এক সাংবাদিকের প্রশ্নে বলেন, ‘খেলার মান, প্রতিদ্বন্দ্বিতা কার্যত একই জিনস। চিরপ্রতিদ্বন্দ্বিতা কোনটাকে বলা যায়? যদি দুটো দল ১৫টি ম্য়াচ খেললে কেউ ৮-৭ এগিয়ে থাকল। কিন্তু এখানে তো ১৩-১ বোধ হয়। কোনও প্রতিযোগিতাই নয়। আমার অনুরোধ, ভারত-পাক ম্যাচকে আর চিরপ্রতিদ্বন্দ্বিতা বলবেন না।’ টি-টোয়েন্টি ফর্ম্যাটে ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়েছে ১৫ ম্যাচে। এর মধ্যে ১২টি ম্যাচ জিতেছে ভারতই। তিনটি ম্যাচ জয় পাকিস্তানের। সূর্যর মন্তব্য এই কারণেই।
