AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli: শুভমনদের সঙ্গে ২ ঘণ্টার মিটিং বিরাট কোহলির! লন্ডনে জুনিয়রদের পরামর্শ ‘ক্যাপ্টেনের’

India Vs England Test Series: আইপিএল শেষ হতেই লন্ডনে পাড়ি দিয়েছেন বিরাট কোহলি। ইংল্যান্ডে পৌঁছে ভারতীয় দলও গত লন্ডনেই ছিল। বেকেনহ্যামে প্রস্তুতি সেরেছে। এ দিনই টিম পৌঁছেছে লিডসে। তার আগেই অবশ্য বিরাট কোহলির সঙ্গে মিটিং হয়েছে।

Virat Kohli: শুভমনদের সঙ্গে ২ ঘণ্টার মিটিং বিরাট কোহলির! লন্ডনে জুনিয়রদের পরামর্শ 'ক্যাপ্টেনের'
Image Credit: Visionhaus/Getty Images
| Updated on: Jun 18, 2025 | 12:08 AM
Share

টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন, খেলা তো আর ছাড়েননি! আর ইংল্যান্ডে বিরাট কোহলির ক্যাপ্টেন্সি কে ভুলতে পারেন! বিশেষ করে, সেই ৬০ ওভারের ঘটনা। এখনও ক্রিকেট প্রেমীদের মুখে মুখে। সদ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ জিতেছেন বিরাট কোহলি। তাঁর কেরিয়ারে এই একটা ট্রফির আক্ষেপ ছিল। অবশেষে সেই আক্ষেপ পূরণ হয়েছে। তবে আইপিএলের মাঝপথেই বিদায় জানিয়েছেন সবচেয়ে প্রিয় ফরম্যাট টেস্ট ক্রিকেটকে। আইপিএল শেষ হতেই লন্ডনে পাড়ি দিয়েছেন বিরাট কোহলি। ইংল্যান্ডে পৌঁছে ভারতীয় দলও গত লন্ডনেই ছিল। বেকেনহ্যামে প্রস্তুতি সেরেছে। এ দিনই টিম পৌঁছেছে লিডসে। তার আগেই অবশ্য প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে মিটিং হয়েছে।

শুক্রবার শুরু ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। প্রথম ম্যাচ লিডসের হেডিংলি স্টেডিয়ামে। এ দিন টিম পৌঁছেছে সেখানে। ভারত এ দল অবশ্য আগেই ইংল্যান্ডে পৌঁছেছিল। সেখানে প্রস্ততি সেরেছে সিনিয়র টিমও। লন্ডন পর্ব শেষে ভারতের টেস্ট দল লিডসে পৌঁছেছে। বুধবার থেকে সেখানেই প্রস্তুতি সারবে টিম। ভারতীয় দল লন্ডনে থাকাকালীন ক্যাপ্টেন শুভমন গিল, ভাইস ক্যাপ্টেন ঋষভ পন্থের পাশাপাশি মহম্মদ সিরাজ এবং আরও অনেকেই বিরাট কোহলির সঙ্গে দেখা করেছেন, এমনটাই খবর রেভস্পোর্টসের। সেখানে বিরাটের সঙ্গে প্রায় ২ ঘণ্টা মিটিংও চলে।

রোহিত শর্মাও টেস্ট থেকে অবসর নিয়েছেন। এরপরই বিরাট কোহলি। রোহিতের অবসরে টেস্টে ভারতের নতুন ক্যাপ্টেনও বেছে নিতে হত। দায়িত্ব দেওয়া হয়েছে শুভমন গিলকে। ভাইস ক্যাপ্টেন করা হয়েছে ঋষভ পন্থকে। একই শহরে রয়েছেন আর প্রিয় বিরাট ভাইয়ের সঙ্গে দেখা করবেন না, তা আবার হয় নাকি! পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগে বিরাট কোহলির মূল্যবান পরামর্শও মিলেছে। সঙ্গে জমিয়ে আড্ডা। লন্ডনে বিরাটের বাড়িতে গিয়েছিলেন শুভমনরা, এমনটাই খবর।