দুবাই: বিরাট কোহলি, পাকিস্তান এবং ২৩ তারিখ — এক আলাদাই কানেকশন রয়েছে। বিশ্ব ক্রিকেটে যখনই এই তিনের সমাহার হয়েছে কিছু না কিছু কাকতালীয় ঘটনা ঘটেছে। আরও ভালো করে বললে ২৩ তারিখ পাকিস্তানকে (Pakistan) সামনে পেলেই বিরাট কোহলি (Virat Kohli) ঘটান অঘটন। তিনি ফর্মে থাকুক বা নাই থাকুক, গ্রিন আর্মিকে সামনে দেখলে ম্যাজিক দেখান। ২৩ তারিখে যখনই পাকিস্তান ভারতীয় ক্রিকেটের কিং এর সামনে দাঁড়িয়েছে, তখনই কোহলি পাক ক্রিকেটারদের কাঁদিয়ে ছেড়েছেন।
কোন কোন ২৩ তারিখে বিরাট কোহলি পাকিস্তানকে নাকানিচোবানি খাইয়েছেন?
বিশ্ব ক্রিকেটে এখনও পর্যন্ত দু’বার এমন ঘটনা ঘটেছে। সম্প্রতি উদাহরণ হল, ২০২৫ সালের ২৩শে ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা ভারত-পাকিস্তান ম্যাচে। দুবাইয়ে এই ম্যাচের আগে বিরাট কোহলিকে সেই অর্থে ফর্মে দেখা যায়নি। কিন্তু, পাকিস্তানকে সামনে পেয়েই এক অন্য মেজাজের কোহলিকে দেখা গিয়েছিল।
২৩ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে কোহলি ১১১ বলে অপরাজিত ১০০ রান করেন। যার ফলে তিনি আইসিসি ওডিআই টুর্নামেন্টে বিশ্বের সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটারও হয়েছেন। ১৬ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে দ্বিতীয়বার প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কারও পেলেন বিরাট।
For his unbeaten 💯 and guiding #TeamIndia over the line, Virat Kohli is the Player of the Match 👏 🏆
Scoreboard ▶️ https://t.co/llR6bWyvZN#PAKvIND | #ChampionsTrophy | @imVkohli pic.twitter.com/vuBuKtWW06
— BCCI (@BCCI) February 23, 2025
উল্লেখ্য, এর আগে ২০২২ সালের ২৩ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে ৮২* রানের এক অসাধারণ ইনিংস খেলেছিলেন বিরাট। মেলবোর্নে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫৩ বলে অপরাজিত ৮২ রান করেন। এবং দলকে জেতান। কোহলির সেই ইনিংসটি তাঁর কেরিয়ারের অন্যতম সেরা ইনিংসের মধ্যে রাখার মতো।
২৩টি সংখ্যার ‘বিরাট’ কানেকশনের এক আশ্চর্যজনক বিষয়ও রয়েছে, ২৩ অক্টোবর ২০২২ এবং ২৩ ফেব্রুয়ারি ২০২৫ দুটো দিনই ছিল রবিবার।