Bangla NewsSportsCricket news Virat Kohli did video call to his family after hits century in IND vs PAK match in ICC Champions Trophy
Virat Kohli: কিং কোহলির সেঞ্চুরির আনন্দে মত্ত সকলে, সেই সময় তিনি ব্যস্ত ‘বিশেষ’ ফোনে
IND vs PAK, CT: বিরাট কোহলির জীবনে বড় ভূমিকা রয়েছে তাঁর স্ত্রী অনুষ্কার। বরাবর নিজের স্ত্রীকে নিয়ে এ কথাই বলেছেন বিরাট। যে কারণে যখনই তিনি সেঞ্চুরি করেন, মনে করতে থাকেন অনুষ্কাকে।
Virat Kohli: কিং কোহলির সেঞ্চুরির আনন্দে মত্ত সকলে, সেই সময় তিনি ব্যস্ত 'বিশেষ' ফোনেImage Credit source: PTI
দুবাই: মরুশহরে রবিবার যে ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ হয়েছে, সেখানে রোহিত শর্মার স্ত্রী ঋতিকা সজদেকে দেখা গিয়েছিল স্ট্যান্ডে। ভারতের টি-২০ টিমের ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকেও দেখা গিয়েছিল তাঁর স্ত্রী দেবিশা শেট্টির সঙ্গে। কিন্তু সেঞ্চুরিয়ন বিরাট কোহলির (Virat Kohli) স্ত্রী অনুষ্কা শর্মা হাজির ছিলেন না রবিবার দুবাইতে। বিরাট কোহলির জীবনে বড় ভূমিকা রয়েছে তাঁর স্ত্রী অনুষ্কার। বরাবর নিজের স্ত্রীকে নিয়ে এ কথাই বলেছেন বিরাট। যে কারণে যখনই তিনি সেঞ্চুরি করেন, মনে করতে থাকেন অনুষ্কাকে। মহম্মদ রিজওয়ানের পাকিস্তানের বিরুদ্ধে বিরাট যখন সেঞ্চুরি করেছিলেন, সেই সময় গ্যালারিতে হাজির ছিলেন না কোহলির স্ত্রী। কিন্তু নিশ্চিতভাবেই চোখ রেখেছিলেন এই ম্যাচে। ফলে ম্যাচ শেষ হতেই কোহলির ফোন যায় মিসেস কোহলির কাছে।
Virat Kohli talking with his family on the Video call.
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভারত-পাক ম্যাচের শেষ বিরাট কোহলির এক ছবি। যেখানে দেখা গিয়েছে একটি ফোন হাতে নিয়ে কথা বলছেন বিরাট কোহলি। অতীতেও একাধিক ম্যাচের শেষে বিরাটকে দেখা গিয়েছে ভিডিয়ো কলে পরিবারের সঙ্গে কথা বলতে। পাক ম্যাচের শেষেও এমন ছবিই দেখা গিয়েছে। পরবর্তীতে অনুষ্কা শর্মা তাঁর ইন্সটাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন একটি ছবি। যেখানে দেখা গিয়েছে, একটি লাল হৃদয়ের ইমোজি এবং কোহলির ছবি।
৬ উইকেটে পাক-বধ করার পর ফুরফুরে মেজাজে দেখা যায় কিং কোহলিকে। অবশ্য বিরাট তাঁর পরিবারকে ভিডিয়ো কল করার আগে দেখা গিয়েছিল আর এক দৃশ্য। কোহলি একটি হার পরেন। তাতে ঝুলিয়ে রাখেন নিজের এনগেজমেন্ট রিং। সেঞ্চুরি করার পরই তিনি গলায় থাকা ওই এনগেজমেন্ট রিংয়ে চুমু খান। অতীতেও বিরাটকে এমনটা করতে দেখা গিয়েছে। এ থেকেও স্ত্রী অনুষ্কার প্রতি তাঁর ভালোবাসার প্রমাণ পাওয়া যায়।