Hardik Pandya: বাবরকে ‘বাই বাই’, শাকিলকে মাঠছাড়া করে ডাবল সেঞ্চুরি হার্দিক পান্ডিয়ার
ICC Champions Trophy 2025: দুবাইতে চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাক ম্যাচে হার্দিক পান্ডিয়াকে দুরন্ত মেজাজে দেখা গিয়েছে। তিনি মহম্মদ রিজওয়ানদের বিরুদ্ধে ৮ ওভার বল করেছিলেন। নেন ২টি উইকেট।

দুবাই: মিনি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) ‘ফায়ারি স্পেল’ দীর্ঘদিন মনে রাখবেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। একদিকে দুবাইতে যখন ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচে কড়া টক্কর হচ্ছে, সেই সময় সোশ্যাল মিডিয়ায় উঠেছে হার্দিক-ঝড়। এ ঝড় ঠিক কেমন? আসলে হার্দিকই ব্রেক থ্রু দেন ভারতকে। বাবর আজম ড্রাইভ করলেও তা জমা পড়ে উইকেটকিপার লোকেশ রাহুলের দস্তানায়। বেশ শেষ হয় বাবর-কাহন। এরপরই হার্দিক সেলিব্রেশন করে বসেন, ‘বাই বাই’ স্টাইলে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিয়ো। ব্যাট হাতে মাঠে নামার আগে ডাবল সেঞ্চুরিও করে ফেলেন ভারতীয় অলরাউন্ডার।
𝙃𝘼𝙍𝘿𝙄𝙆 𝙎𝙏𝙀𝙋𝙎 𝙐𝙋, 𝘽𝘼𝘽𝘼𝙍 𝙎𝙏𝙀𝙋𝙎 𝙊𝙐𝙏! 💥🎯
India gets the breakthrough as @hardikpandya7 forces the edge, and Babar Azam has to walk back! Game-changing moment? 🤯🔥#ChampionsTrophyOnJioStar 👉 🇮🇳 🆚 🇵🇰 | LIVE NOW on Star Sports 1, Star Sports 1 Hindi,… pic.twitter.com/PyRBhJQeXb
— Star Sports (@StarSportsIndia) February 23, 2025
বাবর আজম নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৯০ বলে ৬৪ রান করেছিলেন। অবশ্য তাঁর ওই ইনিংস নিয়ে বেশ সমালোচনা হয়েছিল। কারণ, পাক টিম ৬০ রানে ওই ম্যাচ হেরেছিল। ফলে গত কয়েকদিন ধরেই ফোকাসে বাবর। এ বার ভারতের বিরুদ্ধে তিনি ২৬ বলে ২৩ রান করে আউট হন। তাঁকে ফেরাতেই হার্দিককে নিয়ে মাতামাতি শুরু করেন ভারতীয় টিমের ক্রিকেটপ্রেমীরা। বাবরকে ফেরানোর পর ৩৪.৫ ওভারে সাউদ শাকিলের (৬২) উইকেট তুলে নেন হার্দিক।
Hardik Pandya saying ‘Bye, Bye’ to Babar Azam. 😂🔥 pic.twitter.com/3hCfP4YHRe
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 23, 2025
পাকিস্তানের বিরুদ্ধে আইসিসি ইভেন্টের ম্যাচে সবচেয়ে বেশি উইকেটশিকারী এখন হার্দিক পান্ডিয়া। তাঁর ঝুলিতে পাকিস্তানের বিরুদ্ধে আইসিসি ইভেন্টের ম্যাচে রয়েছে ১৪টি উইকেট। শুধু তাই নয়, এই ম্যাচে ২টি উইকেট নিয়ে এক রেকর্ড গড়েছেন হার্দিক। আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে হার্দিকের ঝুলিতে এখন উইকেট ২০০টি।
Milestone Unlocked 🔓
2⃣0⃣0⃣ international wickets and counting for Hardik Pandya 😎
Live ▶️ https://t.co/llR6bWyvZN#TeamIndia | #PAKvIND | #ChampionsTrophy | @hardikpandya7 pic.twitter.com/oxefs3BxrA
— BCCI (@BCCI) February 23, 2025





