Virat Kohli: বিধ্বংসী শুরু, বিরাটের ব্যাটে তবু বড় রান এল না…
ICC MEN’S T20 WC 2024: 'পুরনো' বিরাট হলে হয়তো যেতেন না। কিন্তু গ্রুপ পর্বে রান না পাওয়ায় অস্বস্তিতে ছিলেন। সুপার এইটের প্রথম ম্যাচে ২৪ রান করলেও স্ট্রাইকরেট মাত্র ১০০। গত কাল ঐচ্ছিক অনুশীলনেও জোরকদমে প্র্যাক্টিস করেন বিরাট। এ দিন প্রতিটি শটে যেন সেই আত্মবিশ্বাসই ঝরে পড়ছিল। বাউন্ডারির চেয়ে ওভার বাউন্ডারিই বেশি।
কত রান করলে ছন্দে ফিরেছেন বলা যাবে! এ যেন কঠিন প্রশ্ন। গত ম্যাচেই যেন ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু বড় রান আসেনি। যখন মনে হয়েছে, এ বার গিয়ার বদলাবেন, দ্রুতই আউট। লেগস্পিনার রশিদ খানের বোলিংয়ে ইনসাইড আউট খেলতে গিয়ে ক্যাচে ফেরেন। বাংলাদেশের বিরুদ্ধে বিরাট কোহলিকে যেন চেনা ফর্মে দেখা গেল। সেই বিধ্বংসী মেজাজের বিরাট কোহলি। স্ট্রাইকরেটও দুর্দান্ত। হাফসেঞ্চুরি হলে হয়তো ফর্মে ফিরেছেন বলা যেত!
অ্যান্টিগায় প্রথমে ব্যাট করছে ভারত। গত ম্যাচের একাদশই ধরে রাখা হয়েছে। ইনিংসের দ্বিতীয় ওভারেই স্পিন আক্রমণ। লং অন বাউন্ডারিতে অভিজ্ঞ সাকিব আল হাসানকে তুলে মারেন বিরাট কোহলি। পরিষ্কার বার্তা, আজ আর ধীরে চলো নয়। শুরু থেকেই অ্যাটাক। পরের ওভারে তরুণ পেসার তানজিম হাসান সাকিবকে ফ্লিক শটে বাউন্ডারি। পাওয়ার প্লে-র শেষ ওভারে মুস্তাফিজুরকে ডিপ মিড উইকেটে সিক্স! বিরাট যতক্ষণ ক্রিজে থাকবেন, রাজত্ব করতে চান, এই পরিষ্কার বার্তাই যেন ছিল ব্যাটিংয়ে।
পরপর ম্যাচ। গত কাল তাই ঐচ্ছিক অনুশীলন ছিল ভারতীয় টিমের। ‘পুরনো’ বিরাট হলে হয়তো যেতেন না। কিন্তু গ্রুপ পর্বে রান না পাওয়ায় অস্বস্তিতে ছিলেন। সুপার এইটের প্রথম ম্যাচে ২৪ রান করলেও স্ট্রাইকরেট মাত্র ১০০। গত কাল ঐচ্ছিক অনুশীলনেও জোরকদমে প্র্যাক্টিস করেন বিরাট। এ দিন প্রতিটি শটে যেন সেই আত্মবিশ্বাসই ঝরে পড়ছিল। বাউন্ডারির চেয়ে ওভার বাউন্ডারিই বেশি।
সবই ঠিক চলছিল। নবম ওভারেই বিপত্তি। তানজিম সাকিবের বলে মিড উইকেটে ছয় মারার চেষ্টায় বলের লাইন মিস করেন। ক্লিন বোল্ড বিরাট। মাত্র একটি বাউন্ডারি, তিনটি ওভার বাউন্ডারি। ২৮ বলে ৩৭ রান করেন বিরাট কোহলি। স্ট্রাইকরেট ১৩২-এর উপর। এ বারের বিশ্বকাপে এখনও অবধি বিরাটের সর্বাধিক স্কোর।