Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mohsin Khan: বাবাকে আইসিইউতে রেখে বাইশ গজে! হার না মানা নায়কের নাম মহসিন

LSG vs MI, IPL 2023 : একানা স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্স (LSG vs MI) ম্যাচের শেষ ওভারে মহসিন খানের হাতেই বল তুলে দেন অধিনায়ক ক্রুণাল পান্ডিয়া।

Mohsin Khan: বাবাকে আইসিইউতে রেখে বাইশ গজে! হার না মানা নায়কের নাম মহসিন
Follow Us:
| Edited By: | Updated on: May 17, 2023 | 1:52 AM

লখনউ: ‘বাবা প্লিজ ভালো হয়ে যাও।’ আইসিইউতে থাকা বৃদ্ধ বাবার উদ্দেশে কাতর প্রার্থনা ছিল ছেলের। কেরিয়ারের স্বার্থে আইপিএল দলে যোগ দিলেও মন পড়ে ছিল বাড়িতে। এদিকে অসুস্থতা সত্ত্বেও দীর্ঘ একবছর পর আইপিএলের (IPL 2023) মঞ্চে ছেলেকে দেখতে মুখিয়ে ছিলেন লখনউ সুপার জায়ান্টসের পেসার মহসিন খানের (Mahsin Khan) বাবা। টিভিতে বাবার চোখ থাকবে তা জানতেন মহসিন। সেটাই যেন বাড়তি আত্মবিশ্বাস দিল তাঁকে। চোটের কারণে বছরখানেক বাদে বাইশ গজে ফিরলেও সেই পুরনো ম্যাজিক। একানা স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্স (LSG vs MI) ম্যাচের শেষ ওভারে মহসিন খানের হাতেই বল তুলে দেন অধিনায়ক ক্রুণাল পান্ডিয়া। তার আগে দু ওভার বল করে ২১ রান দিয়েছেন। তা সত্ত্বেও ভরসার হাত বাড়িয়ে দেন ক্যাপ্টেন। ভরসা জলে যেতে দিলেন না ২৮ বছরের বাঁ হাতি পেসার। শেষ ওভারে ৫ রানে দলকে জিতিয়ে প্লে অফের লড়াইয়ে সুপার জায়ান্টসকে এগিয়ে দিলেন উত্তরপ্রদেশের ভূমিপুত্র। ম্যাচের পর বাবাকে নিয়ে আবেগপ্রবণ মহসিন। বিস্তারিত TV9 Bangla Sportsর এই প্রতিবেদনে।

পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স এমন অনেক রুদ্ধশ্বাস ম্য়াচ অতীতে উতরে দিয়েছে। উল্টোদিকে ব্যাট হাতে টিম ডেভিড ও ক্যামেরন গ্রিনের মতো তুখোড় দুই ব্যাটার। যাঁদের পক্ষে শেষ ওভারে ১১ রান তোলা কোনও ব্যাপারই নয়। প্লে অফ পাকা করতে মুম্বইয়ের প্রয়োজন ১১ রান। ম্যাচের ফয়সালা শেষ ওভার পর্যন্ত গড়াতেই ডাক পড়ল মহসিন খানের। দীর্ঘ একবছর বাদে বাইশ গজে নেমেই দলকে জেতানোর দায়িত্ব। আগের দু ওভারে ২১ রান দিয়েছেন। শেষ ওভারে ক্যাপ্টেন তাঁরই হাতে বল তুলে দিলেন। প্রবল চাপের মুখে মাথা ঠান্ডা রাখলেন। স্নায়ুর চাপ সামলে অনবদ্য বোলিং। টিম ডেভিড, ক্যামেরন গ্রিনরা মহসিনের সামনে যেন ভ্যাবাচাকা খেয়ে গেলেন। মোট রান এল ৫। ১১ রান ডিফেন্ড করতে নেমে সফল মহসিন।

ম্যাচের পর খানিকটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। মহসিন জানালেন, এই সময়টা শুধু তাঁর জন্যই নয়, ক্রিকেটারের বাবার জন্যও খুব কঠিন সময়। তিনি বললেন, “চোট সারিয়ে দীর্ঘ একবছর পরে খেলছি। তার উপর আরও একটা চিন্তা ছিল। বিগত ১০ দিন ধরে বাবা হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁকে নিয়ে সবসময় চিন্তা থাকত। আশা করি আজকের ম্যাচে আমার পারফরম্যান্স বাবার ভালো লেগেছে। একইসঙ্গে আমার টিমকে ধন্যবাদ দিতে চাই। চাপের মুখে আমার উপর বিশ্বাস রাখার জন্য।”

View this post on Instagram

A post shared by Mohsin Khan (@mohsinkhan_80)

শেষ ওভারে নিজের পারফরম্যান্স নিয়ে মহসিন বলেন, “অনুশীলনের সময় যা করতাম শেষ ওভারে সেটাই লক্ষ্য ছিল। আমার রান আপ একই ছিল তবে ছোট বলে মনে হচ্ছিল। নিজেকে শান্ত ও ঠান্ডা রেখেছিলাম। ভালো বল করার বিষয়ে সবসময় ভাবি।”