Dhruv Jurel: এমন কামব্যাক তো সবাই চায়, DJ-কে দরাজ সার্টিফিকেট ক্যাপ্টেন সঞ্জু স্যামসনের

চলতি আইপিএলে (IPL) এই নিয়ে ধ্রুব জুরেল (Dhruv Jurel) ৯টি ম্যাচ খেললেন। যার মধ্যে গত আট ম্যাচে তিনি করেছিলেন মোট ৫০ রান। আর লখনউয়ের বিরুদ্ধে সেই ধ্রুব ৫২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। টিমের তরুণ তুর্কির পাশে দাঁড়িয়েছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন (Sanju Samson)।

Dhruv Jurel: এমন কামব্যাক তো সবাই চায়, DJ-কে দরাজ সার্টিফিকেট ক্যাপ্টেন সঞ্জু স্যামসনের
এমন কামব্যাক তো সবাই চায়, DJ-কে দরাজ সার্টিফিকেট ক্যাপ্টেন সঞ্জু স্যামসনেরImage Credit source: BCCI
Follow Us:
| Updated on: Apr 28, 2024 | 1:18 PM

কলকাতা: ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট… যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় ছন্দ অস্থায়ী, কিন্তু মান চিরস্থায়ী। ক্রিকেটে এই কথাটা অনেক ক্রিকেটারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। চলতি আইপিএলে (IPL) এই নিয়ে ধ্রুব জুরেল (Dhruv Jurel) ৯টি ম্যাচ খেললেন। যার মধ্যে গত আট ম্যাচে তিনি করেছিলেন মোট ৫০ রান। আর লখনউয়ের বিরুদ্ধে সেই ধ্রুব ৫২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। টিমের তরুণ তুর্কির পাশে দাঁড়িয়েছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন (Sanju Samson)।

লখনউয়ের বিরুদ্ধে ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ধ্রুবকে নিয়ে সঞ্জু বলেছিলেন, ‘ফর্ম অস্থায়ী। টি-২০ ক্রিকেটে ৫ নম্বরে ব্যাটিং করা সবচেয়ে কঠিন কাজ। ওর মতো একজন তরুণের মধ্যে যে মানসিকতা রয়েছে, তা আমরা টেস্ট ম্যাচেও দেখেছি। আমরা ওর উপর বিশ্বাস রেখেছিলাম। ও এক বা দুই ঘণ্টা ধরে নেটে ব্যাটিং করছে। আমরা জানতাম ওর ফর্মে ফেরা শুরু সময়ের ব্যাপার।’

আইপিএলের ওয়েবসাইটে লখনউ সুপার জায়ান্টস ও রাজস্থান রয়্যালস ম্যাচের শেষে সঞ্জু স্যামসন ও ধ্রুব জুরেলের একটি ছোট্ট কথোপকথন তুলে ধরা হয়েছে। যেখানে ক্যাপ্টেনের মুখে DJ-র (ধ্রুব জুরেলের) প্রশংসা শোনা গিয়েছে। শুরুতেই সঞ্জু বলেন, ‘কী দারুণ কামব্যাক করলে তুমি। তোমার ঘরের মাঠে দারুণ ভাবে ফিরলে। আমি জানি ৭-৮টা ম্যাচ খেলেছো, কিন্তু তেমন ফল পাওনি। এ বার বলো কেমন লাগছে?’

রাজস্থানের তরুণ ক্রিকেটার ধ্রুব জুরেল বলেন, ‘প্রথম ম্যাচ থেকেই আমার মাথায় ঘুরছিল যে টিমকে জেতাতে হবে। অনুশীলন ভালো করে করতে হবে। ভাইয়া তোমার সঙ্গে, সঙ্গার (কুমার সঙ্গাকারা) সঙ্গে যে ভাবে আমার কথা হত, তাতে কখনও মনে হয়নি যে আমি পারব না। তোমরা সব সময় আত্মবিশ্বাস জুগিয়েছো। যে একটা ম্যাচ উইনিং ইনিংস আমাকে ট্র্যাকে ফেরাবে। আজকের ম্যাচেও ৫ বল হওয়ার পরই মনে হচ্ছিল, মারি। কিন্তু তুমি বললে ধীরে ধীরে খেলতে। প্রথম বাউন্ডারি পাওয়ার পর শান্ত হয়েছিলাম। তারপর লক্ষ্য করছিলাম ফিল্ডাররা কোথায় আছে। ধীরে ধীরে সফল হই।’

এরপর রাজস্থানের অধিনায়ক সঞ্জু বলেন, ‘আমি মনে করি এক বার এই ফর্ম্যাটে সেট হয়ে যাওয়ার পর আর ফিরে আসার কোনও জায়গা নেই। লক্ষ্য স্থির রাখতে হবে। দেখাতে হবে যে আমরা জিততে পারি।’ তিনি ৩৩ বলে ৭১ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়ে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন।