World Test Championship Points Table: এ যেন গোদের উপর বিষফোঁড়া! একে অ্যাডিলেডে হার, তার উপর WTC পয়েন্ট টেবলে সিংহাসনচ্যুত ভারত

World Test Championship Updated Points Table: ভারত অস্ট্রেলিয়া সফরে আসার আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যোগ্যতা অর্জনের এক মাপকাঠি সামনে এসেছিল। ৪-১ ব্যবধানে অজিদের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিততে হবে ভারতকে। তা হলেই WTC ফাইনালের টিকিট পাবেন রোহিতরা। অ্যাডিলেড টেস্ট ভারত হারার পর পরিস্থিতি কেমন দাঁড়াল?

World Test Championship Points Table: এ যেন গোদের উপর বিষফোঁড়া! একে অ্যাডিলেডে হার, তার উপর WTC পয়েন্ট টেবলে সিংহাসনচ্যুত ভারত
World Test Championship Points Table: এ যেন গোদের উপর বিষফোঁড়া! একে অ্যাডিলেডে হার, তার উপর WTC পয়েন্ট টেবলে সিংহাসনচ্যুত ভারত
Follow Us:
| Updated on: Dec 08, 2024 | 1:21 PM

কলকাতা: পারথ টেস্ট জিতে বর্ডার-গাভাসকর ট্রফির শুরুটা দারুণ করেছিল টিম ইন্ডিয়া। তাতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) পয়েন্ট টেবলের শীর্ষেও পৌঁছেছিল ভারত। অ্যাডিলেড টেস্ট আড়াই দিনে শেষ হতেই সব হিসেব নিকেশ বদলে গেল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলের শীর্ষস্থান হারাল ভারত। অস্ট্রেলিয়ার কাছে দিন-রাতের টেস্ট হেরে WTC পয়েন্ট টেবলে তিনে নেমে গেলেন রোহিতরা। এই পরিস্থিতিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠা ভারতের খানিক কঠিন হয়ে গেল। কোন অঙ্কে এই জায়গা থেকে WTC ফাইনালের টিকিট পেতে পারে রোহিত ব্রিগেড? জেনে নিন বিস্তারিত।

ভারত অস্ট্রেলিয়া সফরে আসার আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যোগ্যতা অর্জনের এক মাপকাঠি সামনে এসেছিল। ৪-১ ব্যবধানে অজিদের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিততে হবে ভারতকে। তা হলেই WTC ফাইনালের টিকিট পাবেন রোহিতরা। অ্যাডিলেড টেস্ট ভারত হারার পর পরিস্থিতি কেমন দাঁড়াল?

টিম ইন্ডিয়া পারথ টেস্ট জিতে সিরিজে এগিয়ে ছিল। অ্যাডিলেডে কামিন্সরা জেতার পর সিরিজ দাঁড়িয়ে ১-১। এর ফলে সোজা হিসেব যে, বর্ডার গাভাসকর ট্রফির শেষ ৩টি টেস্ট টিম ইন্ডিয়াকে জিততেই হবে। তা হলে ৪-১-এর ম্যাজিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠতে পারবে ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে টানা ৩টি টেস্ট ম্যাচ জেতা ভারতের জন্য সহজ হবে না। অনেক কাঠখড় পোড়াতে হবে রোহিত ব্রিগেডকে। আর যদি বর্ডার গাভাসকর ট্রফি ভারত ৪-১ ব্যবধানে জিততে না পারে, তা হলেও বিশ্ব টেস্ট ফাইনালে ওঠার একটা সুযোগ থাকবে। সেক্ষেত্রে অন্যদলগুলোর উপর নির্ভর করবে ভারতের ভাগ্য।

এই খবরটিও পড়ুন

অ্যাডিলেড টেস্ট জেতার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবলের শীর্ষে পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়া। এখন অজিদের পয়েন্ট ১০২। পয়েন্টের শতকরা হার ৬০.৭১। দুইয়ে দক্ষিণ আফ্রিকা। পয়েন্ট ৬৪। আর পয়েন্ট শতকরা হার ৫৯.২৬। আর তিনে নেমে যাওয়া ভারতের পয়েন্ট ১১০। এবং পয়েন্ট শতকরা হার ৫৭.২৯।

World Test Championship Updated Points Table

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আপডেটেড পয়েন্ট টেবল। (ছবি-World Test Championship Website)