বার্সাতেই যাচ্ছেন আগুয়েরো, বলছেন গুয়ার্দিওলা
সব ঠিক থাকলে বার্সেলোনায় (FC Barcelona) মেসির (Lionel Messi) পাশে খেলতে দেখা যেতে পারে আগুয়েরোকে (Sergio Aguero)। গুয়ার্দিওলা (Pep Guardioala) বলেছেন, 'আমি একটা রহস্য ফাঁস করে দিতে পারি। আগামী বছর হয়তো আমার প্রিয় ক্লাব বার্সেলোনায় (FC Barcelona) খেলবে আগুয়েরো (Sergio Aguero)।'
লন্ডন: শনিবার চ্যাম্পিয়ন্স লিগর ফাইনালে ম্যাঞ্চেস্টার সিটির হয়ে শেষ ম্যাচ খেলতে নামবেন সর্জিও আগুয়েরো। এই দশ বছরে সিটির অন্যতম সফল ফুটবলার তিনি। আর্জেন্তেনিয়ান স্ট্রাইকার সব মিলিয়ে ১৮৪টা গোল করেছেন। শনিবার সেই সংখ্যাটা আরও বাড়তে পারে। এভার্টনের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচে পেপ গুয়ার্দিওলার টিম জিতেছে ৫-০। যার মধ্যে আবার জোড়া গোল করেছেন আগুয়েরোই। সব ঠিক থাকলে বার্সেলোনায় (FC Barcelona) মেসির (Lionel Messi) পাশে খেলতে দেখা যেতে পারে আগুয়েরোকে (Sergio Aguero)। গুয়ার্দিওলা (Pep Guardioala) বলেছেন, ‘আমি একটা রহস্য ফাঁস করে দিতে পারি। আগামী বছর হয়তো আমার প্রিয় ক্লাব বার্সেলোনায় (FC Barcelona) খেলবে আগুয়েরো (Sergio Aguero)।’
আরও পড়ুন: সুশীলের ফাঁসি চান সাগরের বাবা-মা
এই মরসুমে বার্সেলোনার (FC Barcelona) একবারে সাফল্যে পায়নি। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গিয়েছে আগেই। লা লিগাতেও তৃতীয়। তাই নতুন করে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বার্সা। আর তাই আগুয়েরোর মতো গোল স্কোরারকে তারা পেতে চাইছে। আর্জেন্তেনিয়ানকে পেলে রোনাল্ড কোম্যানের টিম সাফল্য পাবে, এমনই আশা গুয়ার্দিওলার। সিটি কোচ বলছেন, ‘আমি নিশ্চিত বার্সাতে ও ফুটবলটা উপভোগ করবে। ওকে পেলে বার্সারও শক্তি অনেকটাই বেড়ে যাবে।’
Eternamente gracias! // Thank you eternally, Manchester City! pic.twitter.com/SmdkqyuvVd
— Sergio Kun Aguero (@aguerosergiokun) May 23, 2021
ম্যাচের পর সিটির তরফে ফেয়ারওয়েল দেওয়া হয়েছে তাঁকে। সব মিলিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন আগুয়েরো। তাঁর কথায়, ‘আমি একজন স্ট্রাইকার। গোল করাটাই আমার কাজ। লিগের শেষ ম্যাচে গোল করতে পেরে ভালো লাগছে। যখন সিটিতে এসেছিলাম, প্রথম খেতাবটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। তার পর সিটি পর পর খেতাব জিততে শুরু করল। ১০ বছর একটা ক্লাবে কাটানো সহজ নয়। এই পুরো সময়টা আমার কাছে বিরাট সম্মানের ছিল।’
Good morning to everyone, especially @aguerosergiokun ?
? #ManCity | https://t.co/axa0klD5re pic.twitter.com/GZRPkBvzAU
— Manchester City (@ManCity) May 24, 2021
ইপিএলের শেষ ম্যাচে আগুয়েরোর দুটো গোল দেখার পর আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন সিটির কোচও। তিনি কেঁদে ফেলেছিলেন। পরে বলেছেন, ‘আগুয়েরো আমাদের কাছে স্পেশাল প্লেয়ার। শেষ ম্যাচেও দুটো গোল করে সেটাই ও দেখিয়ে গেল। ওকে মিস করব আমরা।’