Indian Football: রাজ্য সংস্থাগুলোর সঙ্গে বৈঠক ফেডারেশনের
AIFF: প্রত্যেক রাজ্য সংস্থাগুলোকে ফুটবল অ্যাম্বাসাডর মনোনয়ন করার প্রস্তাব দিয়েছে ফেডারেশন। জাতীয় দলের প্রাক্তন ফুটবলারকে রাজ্যের অ্যাম্বাসাডরের জন্য মনোনয়ন করবে সংস্থাগুলো।

নয়াদিল্লি: স্থানীয় লিগের জন্য ফেডারেশনের কাছে আলাদা উইন্ডো চাইল আইএফএ। মঙ্গলবারই রাজ্য সংস্থাগুলোর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে, সচিব শাজি প্রভাকরণ ছাড়াও অন্যান্য কর্তারা এবং রাজ্য সংস্থার প্রতিনিধিরা ছিলেন সেই বৈঠকে। আইএসএল, আই লিগের প্রোমোশন, রেলিগেশন নিয়ে আলোচনা হয় বৈঠকে। গত কয়েক বছর ধরেই এফএসডিএলের সঙ্গে এ বিষয়ে একপ্রকার দূরত্বই বজায় রেখেছিল এআইএফএফ। ফেডারেশনের মসনদে আসার পরই এফএসডিএলের সঙ্গে এ বিষয়ে কথা বলেন নতুন সভাপতি কল্যাণ চৌবে। রাজ্য সংস্থাগুলোর ফুটবল উন্নয়ণেও বিশেষ নজর দেওয়ার আশ্বাস ফেডারেশনের। বিস্তারিত TV9Bangla-য়।
নতুন বছরের শুরুতে, ৭ জানুয়ারি ভারতীয় ফুটবলের রোডম্যাপ প্রকাশ করবে ফেডারেশন। মূলত ভারতীয় ফুটবলের ক্যালেন্ডার থাকবে সেই রোডম্যাপে। সিনিয়র দল থেকে বয়সভিত্তিক টুর্নামেন্ট কখন কোথায় আয়োজিত হবে, তা দেওয়া থাকবে ওই রোডম্যাপে। খেলো ইন্ডিয়ায় মেয়েদের অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের জন্য আলাদা ফান্ডের ব্যবস্থা করছে ফেডারেশন।
জুন থেকে স্থানীয় লিগ শুরু করে আইএফএ। সেই উইন্ডোটা এগিয়ে আনার জন্য ফেডারেশনের কাছে প্রস্তাব দেয় রাজ্য ফুটবল সংস্থা। বর্ষার কারণে অধিকাংশ ম্যাচেই বিঘ্ন ঘটে। ১৫ মে থেকে স্থানীয় লিগ শুরু করতে চায় আইএফএ। সরকারি ভাবে ফেডারেশনকে চিঠিও দিচ্ছে রাজ্য ফুটবল সংস্থা। এমনকি কলকাতা লিগের প্রিমিয়ার এ ডিভিশনের জন্যও আলাদা উইন্ডো চেয়েছে আইএফএ। ডুরান্ড, আইএসএল চলায় লিগের জন্য আলাদা সূচি তৈরি করতে রীতিমতো হিমসিম খায় আইএফএ। যার কারণে কলকাতা লিগে খেলেইনি এটিকে মোহনবাগান। এ নিয়ে অনেক বিতর্কও চলে। ডুরান্ড, আইএসএলের মাঝেই কলকাতা লিগের প্রিমিয়ার এ-র খেলা শেষ করার জন্য আলাদা উইন্ডো চেয়েছে আইএফএ। স্থানীয় লিগকে আলাদা গুরুত্ব দিচ্ছে ফেডারেশনও।
প্রত্যেক রাজ্য সংস্থাগুলোকে ফুটবল অ্যাম্বাসাডর মনোনয়ন করার প্রস্তাব দিয়েছে ফেডারেশন। জাতীয় দলের প্রাক্তন ফুটবলারকে রাজ্যের অ্যাম্বাসাডরের জন্য মনোনয়ন করবে সংস্থাগুলো।





