FIFA World Cup: ক্রোয়েশিয়ার ফুটবলারের ট্যাটুর নেপথ্যের কাহিনি জানেন কি?

Croatia: শরীরে কুমিরের একটু ট্যাটু রয়েছে। ইন্টারের হয়ে বার্সেলোনার বিপক্ষে খেলার সময় লুই সুয়ারেজকে ক্যাম্প ন্যুতে দারুণ একটি ফ্রি কিক নিতে দেখা যায়, সেই সময় পাশেই ছিলেন তিনি। শুয়ে সুয়ারেজের গড়ানো ফ্রি-কিক আটকে দেন। ঠিক যেন কুমিরের মতো। এরপর থেকেই সারা শরীরে বিভিন্ন জায়গায় কুমিরের ট্যাটু করান তিনি।

| Edited By: | Updated on: Dec 13, 2022 | 8:45 AM
ব্রাজিলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ৪–২ ব্যবধান জিতে সেমিফাইনালে ক্রোয়েশিয়া। বুধবার আর্জেন্টিনার বিরুদ্ধে সেমিফাইনালের লড়াইয়ে নামবেন লুকা মদ্রিচরা। (ছবি: টুইটার)

ব্রাজিলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ৪–২ ব্যবধান জিতে সেমিফাইনালে ক্রোয়েশিয়া। বুধবার আর্জেন্টিনার বিরুদ্ধে সেমিফাইনালের লড়াইয়ে নামবেন লুকা মদ্রিচরা। (ছবি: টুইটার)

1 / 6
ক্রোয়েশিয়ার ফুটবলার মার্সেলো ব্রোজোভিচের সারা শরীরে বিভিন্ন জায়গায় একাধিক ট্যাটু রয়েছে। ট্যাটু বড় প্রিয় তাঁর। ট্যাটু গুলির আলাদা আলাদা অর্থও রয়েছে। প্রতিটি ট্যাটুর নেপথ্যের কারণ সামনে এল এ বার।  (ছবি: টুইটার)

ক্রোয়েশিয়ার ফুটবলার মার্সেলো ব্রোজোভিচের সারা শরীরে বিভিন্ন জায়গায় একাধিক ট্যাটু রয়েছে। ট্যাটু বড় প্রিয় তাঁর। ট্যাটু গুলির আলাদা আলাদা অর্থও রয়েছে। প্রতিটি ট্যাটুর নেপথ্যের কারণ সামনে এল এ বার। (ছবি: টুইটার)

2 / 6
মার্সেলোর বাঁ কাঁধে একটি বোমের ট্যাটু রয়েছে যেটি দেখলে মনে হবে এই বুঝি ফাটতে চলেছে। এটি যখন ইতালিতে তিনি ইন্টারের হয়ে খেলতেন তখন শক্তি জুগিয়েছিল তাঁকে। এ ছাড়াও দুই সন্তান অরয়া ও রাফায়েলের নামে ট্যাটু হয়েছে তাঁর শরীরে। (ছবি: টুইটার )

মার্সেলোর বাঁ কাঁধে একটি বোমের ট্যাটু রয়েছে যেটি দেখলে মনে হবে এই বুঝি ফাটতে চলেছে। এটি যখন ইতালিতে তিনি ইন্টারের হয়ে খেলতেন তখন শক্তি জুগিয়েছিল তাঁকে। এ ছাড়াও দুই সন্তান অরয়া ও রাফায়েলের নামে ট্যাটু হয়েছে তাঁর শরীরে। (ছবি: টুইটার )

3 / 6
তাঁর শরীরে কুমিরের একটু ট্যাটু রয়েছে। ইন্টারের হয়ে বার্সেলোনার বিপক্ষে খেলার সময় লুই সুয়ারেজকে ক্যাম্প ন্যুতে দারুণ একটি ফ্রি কিক নিতে দেখা যায়, সেই সময় পাশেই ছিলেন তিনি। শুয়ে সুয়ারেজের গড়ানো ফ্রি-কিক আটকে দেন। ঠিক যেন কুমিরের মতো। এরপর থেকেই সারা শরীরে বিভিন্ন জায়গায় কুমিরের ট্যাটু করান তিনি। (ছবি:টুইটার)

তাঁর শরীরে কুমিরের একটু ট্যাটু রয়েছে। ইন্টারের হয়ে বার্সেলোনার বিপক্ষে খেলার সময় লুই সুয়ারেজকে ক্যাম্প ন্যুতে দারুণ একটি ফ্রি কিক নিতে দেখা যায়, সেই সময় পাশেই ছিলেন তিনি। শুয়ে সুয়ারেজের গড়ানো ফ্রি-কিক আটকে দেন। ঠিক যেন কুমিরের মতো। এরপর থেকেই সারা শরীরে বিভিন্ন জায়গায় কুমিরের ট্যাটু করান তিনি। (ছবি:টুইটার)

4 / 6
ব্রোজোভিচের বাঁ হাতে একটি ট্যাটু রয়েছে। জয়ের পর যে ভাবে মুখে হাত দিয়ে সাফল্য উদযাপন করেন তিনি, তারই প্রতীকি এই ট্যাটুটি। (ছবি: টুইটার)

ব্রোজোভিচের বাঁ হাতে একটি ট্যাটু রয়েছে। জয়ের পর যে ভাবে মুখে হাত দিয়ে সাফল্য উদযাপন করেন তিনি, তারই প্রতীকি এই ট্যাটুটি। (ছবি: টুইটার)

5 / 6
হাতের আর একটি ট্যাটুতে লেখা রয়েছে ‘এপিক ব্রোজো’, দেখে যেন মনে হবে এই ট্যাটুর কপিরাইট রয়েছে তাঁর। এই ট্যাটুকে নিজের ট্রেডমার্ক হিসেবে ব্যবহার করেন তিনি। (ছবি: টুইটার)

হাতের আর একটি ট্যাটুতে লেখা রয়েছে ‘এপিক ব্রোজো’, দেখে যেন মনে হবে এই ট্যাটুর কপিরাইট রয়েছে তাঁর। এই ট্যাটুকে নিজের ট্রেডমার্ক হিসেবে ব্যবহার করেন তিনি। (ছবি: টুইটার)

6 / 6
Follow Us: