৪০০ মিলিয়ন ইন্সটাগ্রাম ফলোয়ার, সিআর সেভেনের নয়া রেকর্ড!!!
ইন্সটাগ্রামে বর্তমানে ৪০০ মিলিয়ন ফলোয়ার সিআর সেভেনের। বিশ্বে এই রেকর্ড আর কারও নেই।
শুধু ফুটবল মাঠেই নয়, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) সোশ্যাল মিডিয়াতেও দাপট দেখাচ্ছেন। সদ্য ৩৭-এ পা দিয়েছেন সিআর সেভেন। এমনিতে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় রোনাল্ডো। যার ফলে তাঁর ফলোয়ার সংখ্যাও হু হু করে বাড়তে থাকে সোশ্যাল মিডিয়ায়। এ বার তিনি ইন্সটাগ্রামে (Instagram) টপকে গেলেন কাইলি জেনারকেও। ইন্সটাগ্রামে বর্তমানে ৪০০ মিলিয়ন ফলোয়ার সিআর সেভেনের। বিশ্বে এই রেকর্ড আর কারও নেই।
৪০০ মিলিয়ন ফলোয়ার পেয়ে নয়া রেকর্ড গড়লেন পর্তুগিজ সুপারস্টার। ২০২১ সালের সেপ্টেম্বরে রোনাল্ডোর ইন্সটা ফলোয়ার ছিল ২৩৭ মিলিয়ন। মাত্র ছয় মাসের মধ্যে ইন্সটাগ্রামে রোনাল্ডোর ১৬৩ মিলিয়ন ফলোয়ার বেড়েছে। এখনও পর্যন্ত সিআর সেভেন ৩২৪২টি পোস্ট করেছেন ইন্সটাগ্রামে। তাঁর অনুরাগীর তালিকা যতই লম্বা হোক না কেন, তিনি কিন্তু ফলো করেন মাত্র ৫০১ জনকে।
এক নজরে দেখুন ইন্সটাগ্রামে সব থেকে বেশি ফলোয়ার থাকা ১০ ব্যাক্তিদের — এই তালিকায় রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থেকে শুরু করে রক, জাস্টিন বিবারও।
১. ক্রিশ্চিয়ানো রোনাল্ডো – ৪০০ মিলিয়ন
২. কাইলি জেনার – ৩০৯ মিলিয়ন
৩. লিওনেল মেসি – ৩০৬ মিলিয়ন
৪. সেলেনা গোমজ – ২৯৫ মিলিয়ন
৫. ডোয়াইন জনসন (দ্য রক) – ২৯৫ মিলিয়ন
৬. আরিয়ানা গ্রান্ডে – ২৯৪ মিলিয়ন
৭. কিম কার্ডাশিয়ান – ২৮৫ মিলিয়ন
৮. বিয়ন্সে – ২৩৭ মিলিয়ন
৯. জাস্টিন বিবার – ২২০ মিলিয়ন
১০. কোলো কার্দাশিয়ান – ২১৯ মিলিয়ন
আরও পড়ুন: Cristiano Ronaldo: আরও ৪-৫ বছর খেলতে চান সিআর সেভেন
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা