Cristiano Ronaldo-Georgina Rodriguez: বুর্জ খালিফায় চোখধাঁধানো লাইট শো, বান্ধবী জর্জিনার জন্মদিনে বিশেষ উপহার রোনাল্ডোর
সপরিবারে দুবাইতে হাজির ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। বান্ধবী জর্জিনা রড্রিগেজের (Georgina Rodriguez) জন্মদিনে বিশেষ উপহার দিলেন সিআর সেভেন। বান্ধবীর জন্মদিনে বুর্জ খালিফায় (Burj Khalifa) স্পেশাল লাইট শোয়ের আয়োজন করেছিলেন রোনাল্ডো। 'আই অ্যাম জর্জিনা' নামে নেটফ্লিক্সের (Netflix) সিরিজে অভিনয় করেছেন রোনাল্ডোর বান্ধবী। লাইট শো-তে সেই সিরিজের ঝলকও তুলে ধরা হয়েছে। সপবিরারে রোনাল্ডো সেই লাইট শো উপভোগ করেছেন।
Most Read Stories