East Bengal: লাল-হলুদের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির পথে ইমামি
ইমামি জানায়, 'ইস্টবেঙ্গলের সঙ্গে আমরা দীর্ঘমেয়াদি চুক্তির পরিকল্পনায় রয়েছি। যে বিষয়গুলো নিয়ে দুই পক্ষের মধ্যে মতভেদ রয়েছে, তা এখনই আলোচনার মাধ্যমে মিটিয়ে নিতে চাই। যাতে পরবর্তীতে ওই বিষয়গুলো নিয়ে আর কোনও সমস্যা তৈরি না হয়। দুই পক্ষের মধ্যে সমঝোতা পর্ব ঠিক ভাবেই এগোচ্ছে। আপনারা শীঘ্রই একটা ভালো খবর পাবেন। যত দ্রুত সম্ভব, সেটা জানানোর চেষ্টা করছি।'
কলকাতা: ইস্টবেঙ্গল (East Bengal)-ইমামি (Emami) চূড়ান্ত গাঁটছড়া কবে? ফুটবলমহলের এখন একটাই প্রশ্ন। ইস্টবেঙ্গল সমর্থকরাও সে দিকে তাকিয়ে। মঙ্গলবার বিকেলে লগ্নিকারী সংস্থার তরফ থেকে যে বিবৃতি দেওয়া হল, তা দেখার পর আশ্বস্ত হতে পারেন লাল-হলুদ সমর্থকরা। গত চার বছরে দুটো ইনভেস্টর ঘুরে গিয়েছে ইস্টবেঙ্গলে। ক্লাব-ইনভেস্টর দোলাচলে বেশিদিন থাকেনি কোয়েস, শ্রী সিমেন্ট। ইমামির সঙ্গেও কি ইস্টবেঙ্গলের মধুচন্দ্রিমা দীর্ঘায়িত হবে? সমর্থকদের মনে যখন এই প্রশ্ন উঁকি দিচ্ছে, তখন সমর্থকদের আশ্বস্ত করতে পারে বিনিয়োগকারী সংস্থার এই বিবৃতি। কবে থেকে আইনী ভাবে পথ চলা শুরু করবে ইস্টবেঙ্গল-ইমামি? এই প্রশ্নের উত্তর অবশ্য মেলেনি। তবে আশ্বস্ত করা একটাই উত্তর, খুব শীঘ্রই দুই পক্ষের মধ্যে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে। ১ জানুয়ারি ইমামির কর্তাদের পারিবারিক অনুষ্ঠান রয়েছে। তার পরই হয়তো আলোচনায় বসতে পারে দুই পক্ষ। সামনাসামনি বৈঠকের পরই চূড়ান্ত চুক্তিপত্রে সই হবে।
বিবৃতির মাধ্যমে ইমামি জানায়, ‘ইস্টবেঙ্গলের সঙ্গে আমরা দীর্ঘমেয়াদি চুক্তির পরিকল্পনায় রয়েছি। যে বিষয়গুলো নিয়ে দুই পক্ষের মধ্যে মতভেদ রয়েছে, তা এখনই আলোচনার মাধ্যমে মিটিয়ে নিতে চাই। যাতে পরবর্তীতে ওই বিষয়গুলো নিয়ে আর কোনও সমস্যা তৈরি না হয়। দুই পক্ষের মধ্যে সমঝোতা পর্ব ঠিক ভাবেই এগোচ্ছে। আপনারা শীঘ্রই একটা ভালো খবর পাবেন। যত দ্রুত সম্ভব, সেটা জানানোর চেষ্টা করছি।’
ইস্টবেঙ্গলের কর্তা দেবব্রত সরকার যার উত্তরে বলেছেন, ‘আমরা চাইছি দুই পক্ষের মধ্যে একটা সুন্দর পরিবেশ তৈরি হোক। আর সেই পরিবেশেই চুক্তি হোক। ক্লাব এবং ইনভেস্টর উভয়পক্ষকে সুরক্ষিত রেখেই আগামীর পথ চলতে চাইছি। আইনী ভাবে যেটা সবচেয়ে ভালো হবে, সে ভাবেই আমরা একটা চুক্তিপত্র চাইছি। একই সঙ্গে আমরা একটা ভালো ফুটবল দল তৈরি করতে চাই। যাদের পারফরম্যান্স দেখার পর আমাদের সমর্থকরা আনন্দ পাবে। এটাই আমাদের একমাত্র স্বপ্ন। আশা করছি, খুব তাড়াতাড়ি এই চুক্তি সম্পন্ন হবে। আমরাও ওদের সঙ্গে এই বিষয়ে আলোচনা চালাচ্ছি।’
আরও পড়ুন: ISL: মেসি-রোনাল্ডোদের বিশ্বযুদ্ধের মাঝেও বন্ধ থাকবে না আইএসএল