ছন্দে ফিরলেন মেসি, জয়ে ফিরল বার্সেলোনা
বুধবার রাতে বিলবাও কে হারিয়ে ১৭ ম্যাচে ৩১ পয়েন্ট বার্সেলোনার। শীর্ষে থাকা অ্যাটলেটিকোর থেকে ৭ পয়েন্ট পিছিয়ে মেসিরা।
TV9 বাংলা ডিজিটাল – মেসি (Leo Messi) ছন্দে ফিরতেই জ্বলে উঠল বার্সেলোনা (Barcelona)। লিওর জোড়া গোলে ভর করে, লা লিগায় ৩-২ গোলে জয় বার্সেলোনার। অ্যাটলেটিক বিলবাও কে হারিয়ে লা-লিগার তিন নম্বরে উঠে এল কাতালান ক্লাব। অ্যাওয়ে ম্যাচে যদিও শুরুতেই পিছিয়ে পরে বার্সেলোনা। ম্যাচের তিন মিনিটে উইলিমাসের গোলে এগিয়ে যায় বিলবাও।
FULL TIME! pic.twitter.com/NcDdfpgDVA
— FC Barcelona (@FCBarcelona) January 6, 2021
মেসির নেতৃত্বে টিম গেমে ভর করে খেলায় ফেরে বার্সেলোনা। ১৪ মিনিটে গোল শোধ করেন তরুণ ফুটবলার পেদ্রি। ৩৮ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। দ্বিতীয়ার্ধে তাঁর দ্বিতীয় গোল। পোস্টে না লাগলে হ্যাটট্রিকটাও পেয়ে যেতেন ফুটবল যুবরাজ। ম্যাচে শেষ মিনিটে ৩-২ করেন বিলবাওয়ের ইকর মুনিয়ানি।
The Goat. pic.twitter.com/ohqXp1J9Xz
— FC Barcelona (@FCBarcelona) January 7, 2021
বুধবার রাতে বিলবাওকে হারিয়ে ১৭ ম্যাচে ৩১ পয়েন্ট বার্সেলোনার। লিগ শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের থেকে সাত পয়েন্ট পিছিয়ে তারা। পয়েন্টের ব্যাবধান খুব বেশি নয়, কিন্তু সিমিওনের দল দুটি ম্যাচ কম খেলেছে। রিয়াল মাদ্রিদ ১৭ ম্যাচে ৩৬ পয়েন্টে দাঁড়িয়ে। বুধবারের পর থেকে জিদানের দলের ওপর চাপ তৈরি করতে শুরু করলেন মেসিরা।